কাশ্মীর সীমান্তে গুলিবর্ষণ করেছে পাকিস্তান

পাকিস্তানের বিরুদ্ধে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণের অভিযোগ করেছে দিল্লি। দেশটির দাবি, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি বাহিনী। ভারতের পক্ষ থেকেও এর যথাযথ জবাব দেয়া হয়েছে। গত শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে জম্মুতে এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, নিয়ন্ত্রণ রেখার নউশেরা সেক্টরে প্রথমে ছোট বন্দুক থেকে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী। পরে মর্টার ছোড়া হয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সীমান্তে শুক্রবারের গোলাগুলির ঘটনায় কোন প্রাণহানি হয়নি। এর আগে সোমবার ভারতের পার্লামেন্টে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, গত ৬ মাসে পাকিস্তানি বাহিনী বিনা প্ররোচনায় এক হাজার ২৪৮ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। দ্য টাইমস অব ইন্ডিয়া।

রবিবার, ০৭ জুলাই ২০১৯ , ২৩ আষাঢ় ১৪২৫, ৩ জ্বিলকদ ১৪৪০

কাশ্মীর সীমান্তে গুলিবর্ষণ করেছে পাকিস্তান

সংবাদ ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণের অভিযোগ করেছে দিল্লি। দেশটির দাবি, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি বাহিনী। ভারতের পক্ষ থেকেও এর যথাযথ জবাব দেয়া হয়েছে। গত শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে জম্মুতে এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, নিয়ন্ত্রণ রেখার নউশেরা সেক্টরে প্রথমে ছোট বন্দুক থেকে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী। পরে মর্টার ছোড়া হয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সীমান্তে শুক্রবারের গোলাগুলির ঘটনায় কোন প্রাণহানি হয়নি। এর আগে সোমবার ভারতের পার্লামেন্টে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, গত ৬ মাসে পাকিস্তানি বাহিনী বিনা প্ররোচনায় এক হাজার ২৪৮ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। দ্য টাইমস অব ইন্ডিয়া।