সড়ক দুর্ঘটনায়

তিন জেলায় নিহত ৪

পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে সিরাজগঞ্জে ২ জন, পটুয়াখালীতে ১ জন ও সাতক্ষীরায় ১ জন করে প্রাণ হারায়।

প্রতিনিধিদের পাঠানো খবর :

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কাশেম মোড়ে ২টি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত এবং চালকসহ আরও ৩ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ওসি শহিদ আলম জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ১টি মিনি ট্রাক এই মহাসড়কের কাশেম মোড়ে পৌঁছলে একই দিকগামী আরেকটি ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উভয় পরিবহনের ৬০ ও ৬৫ বছরের অজ্ঞাত ২ ব্যক্তি মারা যায় এবং আহত হয় আরও ৩ জন।

পটুয়াখালী : পটুয়াখালীর দুমকিতে একটি ভেকুযন্ত্র বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫৯৫৬) উল্টে খাদে পড়ে ১ ব্যক্তি নিহত ও ১ জন আহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত ভেকু চালকের সহযোগী আমান উল্লাহ (৩০) গুরুতর আহত হয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুরাদিয়া ইউনিয়নের ক্যাচকেচিয়া খালের বাঁধ কাটার উদ্দেশে ভেকুবাহী ট্রাকটি যাওয়ার সময় কালভার্ট অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে। উল্টেপড়া ট্রাকের সামনের সিটের চাপায় আটকে থাকা ভেকুর চালক সাইজদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়। ট্রাকের চাল-হেলপার পালাতক রয়েছে।

সাতক্ষীরা : সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহানারা খাতুন (৩৮) নামে এক কলেজ প্রভাষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ড্রাইভার নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে জেলার সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রভাষক জাহানারা খাতুন পাটকেলঘাটা হারুনার রশীদ কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও তালার নওয়াপাড়া এলাকার শাহাদত হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানারা খাতুন ভ্যানযোগে কলেজে যাওয়ার পথে পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পৌঁছুলে মজুমদার ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্রাক তাকে বহনকারী ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

image

দুমকি : উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ফালেখা গ্রামের বটতলাসংলগ্ন সড়কে ভেকুবাহী ট্রাক উল্টে খাদে

আরও খবর
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ফের নদী দখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা
ফের ফুটপাতে হকার বসানোর তৎপরতা
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোটের হরতাল আজ
সোনালী ব্যাংকের ২২ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক
রোহিঙ্গাদের ফেরাতে মায়ানমারকে বোঝাবে চীন
মে-জুন বজ্রপাতে ১২৬ জনের প্রাণহানি
ফের আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা
এরশাদ সুস্থ হয়ে ওঠতে পারেন
সোনার বাংলা গড়তে মুক্তিযোদ্ধাদের অবদান রাখার আহ্বান স্পিকারের
চট্টগ্রাম কাস্টমসে ১৮ ঘণ্টা পর শুল্কায়ন কার্যক্রম চালু
সুধারামে গৃহবধূ ধর্ষণের শিকার
গাইবান্ধায় হতদরিদ্র ৯৯ জন চাকরি পেল পুলিশে
ধর্ষণ শেষে কোরআন শপথ করাতেন হুজুর

রবিবার, ০৭ জুলাই ২০১৯ , ২৩ আষাঢ় ১৪২৫, ৩ জ্বিলকদ ১৪৪০

সড়ক দুর্ঘটনায়

তিন জেলায় নিহত ৪

সংবাদ ডেস্ক

image

দুমকি : উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ফালেখা গ্রামের বটতলাসংলগ্ন সড়কে ভেকুবাহী ট্রাক উল্টে খাদে

পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে সিরাজগঞ্জে ২ জন, পটুয়াখালীতে ১ জন ও সাতক্ষীরায় ১ জন করে প্রাণ হারায়।

প্রতিনিধিদের পাঠানো খবর :

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কাশেম মোড়ে ২টি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত এবং চালকসহ আরও ৩ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ওসি শহিদ আলম জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ১টি মিনি ট্রাক এই মহাসড়কের কাশেম মোড়ে পৌঁছলে একই দিকগামী আরেকটি ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উভয় পরিবহনের ৬০ ও ৬৫ বছরের অজ্ঞাত ২ ব্যক্তি মারা যায় এবং আহত হয় আরও ৩ জন।

পটুয়াখালী : পটুয়াখালীর দুমকিতে একটি ভেকুযন্ত্র বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫৯৫৬) উল্টে খাদে পড়ে ১ ব্যক্তি নিহত ও ১ জন আহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত ভেকু চালকের সহযোগী আমান উল্লাহ (৩০) গুরুতর আহত হয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুরাদিয়া ইউনিয়নের ক্যাচকেচিয়া খালের বাঁধ কাটার উদ্দেশে ভেকুবাহী ট্রাকটি যাওয়ার সময় কালভার্ট অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে। উল্টেপড়া ট্রাকের সামনের সিটের চাপায় আটকে থাকা ভেকুর চালক সাইজদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়। ট্রাকের চাল-হেলপার পালাতক রয়েছে।

সাতক্ষীরা : সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহানারা খাতুন (৩৮) নামে এক কলেজ প্রভাষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ড্রাইভার নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে জেলার সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রভাষক জাহানারা খাতুন পাটকেলঘাটা হারুনার রশীদ কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও তালার নওয়াপাড়া এলাকার শাহাদত হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানারা খাতুন ভ্যানযোগে কলেজে যাওয়ার পথে পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পৌঁছুলে মজুমদার ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্রাক তাকে বহনকারী ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।