নির্বাচনের পরে অভিনয়ে ফিরলেন নাসিম

অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচনে জয়লাভের পর আবারও আহসান হাবিব নাসিম তার পেশাগত কাজ অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে গত শনিবার তিনি শেষ করেছেন মুসাফির রনির নির্দেশনায় ঈদ বিশেষ নাটক ‘শর্ট টাইম লাভার’ নাটকের কাজ। এটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। এই নাটকে তিনি আফ্রি সেলিনা’র ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিকে আফ্রি সেলিনার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আফ্রি সেলিনা বলেন, ‘নাসিম ভাই আমার অনেক ভালো লাগার এবং শ্রদ্ধার একজন মানুষ। তিনি একজন গুণী অভিনেতাও বটে। শর্ট টাইম লাভার নাটকে তিনি আমার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ ছিল। এতটা বিনয়ী এবং সহযোগিতা পরায়ন তিনি যে তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। সাজ্জাদের সঙ্গে এর আগে একটি কাজ করলেও তারসঙ্গে কাজের বোঝাপড়াটা আমার দারুণ। যে কারণে দুটি কাজই করতে ভালো লেগেছে।’ আহসান হাবিব নাসিম বলেন, ‘শর্ট টাইম লাভার নাটকটির গল্পটা একটু অন্যরকম। যে কারণে কাজটি বেশ উপভোগ করেছি। ইরফান, আফ্রি দু’জনই ভালো করেছে।’ ‘শর্ট টাইম লাভার’ নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানিয়া আহমেদ। আফ্রি’র সঙ্গে দুটি নাটকে অভিনয় প্রসঙ্গে সাজ্জাদ বলেন, ‘শর্ট টাইম লাভার কাজটি খুব ভালো হয়েছে। আফ্রি অভিনয়ে এখন বেশ ভালো করছে। কাজের প্রতি তার একাগ্রতা, চেষ্টার ধারাবাহিকতা থাকলে আগামীতে সে আরও ভালো করবে।’ দুটি নাটকই আগামী ঈদে দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

সোমবার, ০৮ জুলাই ২০১৯ , ২৪ আষাঢ় ১৪২৫, ৪ জ্বিলকদ ১৪৪০

নির্বাচনের পরে অভিনয়ে ফিরলেন নাসিম

বিনোদন প্রতিবেদক

image

অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচনে জয়লাভের পর আবারও আহসান হাবিব নাসিম তার পেশাগত কাজ অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে গত শনিবার তিনি শেষ করেছেন মুসাফির রনির নির্দেশনায় ঈদ বিশেষ নাটক ‘শর্ট টাইম লাভার’ নাটকের কাজ। এটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। এই নাটকে তিনি আফ্রি সেলিনা’র ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিকে আফ্রি সেলিনার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আফ্রি সেলিনা বলেন, ‘নাসিম ভাই আমার অনেক ভালো লাগার এবং শ্রদ্ধার একজন মানুষ। তিনি একজন গুণী অভিনেতাও বটে। শর্ট টাইম লাভার নাটকে তিনি আমার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ ছিল। এতটা বিনয়ী এবং সহযোগিতা পরায়ন তিনি যে তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। সাজ্জাদের সঙ্গে এর আগে একটি কাজ করলেও তারসঙ্গে কাজের বোঝাপড়াটা আমার দারুণ। যে কারণে দুটি কাজই করতে ভালো লেগেছে।’ আহসান হাবিব নাসিম বলেন, ‘শর্ট টাইম লাভার নাটকটির গল্পটা একটু অন্যরকম। যে কারণে কাজটি বেশ উপভোগ করেছি। ইরফান, আফ্রি দু’জনই ভালো করেছে।’ ‘শর্ট টাইম লাভার’ নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানিয়া আহমেদ। আফ্রি’র সঙ্গে দুটি নাটকে অভিনয় প্রসঙ্গে সাজ্জাদ বলেন, ‘শর্ট টাইম লাভার কাজটি খুব ভালো হয়েছে। আফ্রি অভিনয়ে এখন বেশ ভালো করছে। কাজের প্রতি তার একাগ্রতা, চেষ্টার ধারাবাহিকতা থাকলে আগামীতে সে আরও ভালো করবে।’ দুটি নাটকই আগামী ঈদে দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।