গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে

বাম জোটের হরতাল ঢিলেঢালাভাবে পালিত

১৪ জুলাই মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল গতকাল ঢিলেঢালাভাবে শেষ হয়েছে। ৮ ঘণ্টা হরতালে রাজধানীতে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সরকার গ্যাসের দাম না কমালে জোটের পক্ষ থেকে আগামী ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দেয়া হয়েছে। বৃষ্টির মধ্যে চলা হরতালে সমাপনী বক্তব্যে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশারফ হোসেন নান্নু এই ঘোষণা দেন। সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। বাম গণতান্ত্রিক জোটের এই হরতালের প্রতি নৈতিক সমর্থন দেয় বিএনপি।

রোববার সকাল থেকে সরেজমিন দেখা যায়, সকাল ৭টার দিকে হরতাল সফল করতে রাজধানীর পল্টনে মিছিল করে বাম গণতান্ত্রিক জোট। মিছিল চলাকালে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যে মিছিল বাহাদুর শাহ পার্কের সামনে গিয়ে আবার নয়াপল্টন গোল চত্বরে এসে অবস্থান নেয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, চানখাঁরপুল, বকশীবাজার, লালবাগ, মোহাম্মদপুর, মিরপুর, কাকরাইল, হাইকোর্ট মোড় এলাকা হরতালকারীদের মিছিল করতে দেখা গেছে।

এদিকে হরতালকারীরা নয়াপল্টনে দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ দু’জনকে আটক করলেও পরে ছেড়ে দেয়। এছাড়া হরতাল চলাকালে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতেও দেখা গেছে। পাশাপাশি জলকামান, প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছিল। এর বাইরে সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে হরতালকারীরা। ফলে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত হরতাল সমাপনী সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সভাপতি সাইফুল হক, সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদকম-লীর সদস্য রুহিন হোসেন প্রিন্সসহ অনেকে।

মোশাররফ হোসেন নান্নু বলেন, সরকার গ্যাসের দাম না কমালে তারা ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবেন। সেদিন তারা জাতীয় প্রেসক্লাব থেকে জ্বালানি মন্ত্রণালয়মুখী হবেন। গ্যাসের মূল্য দ্রুত কমানোর জন্য সরকারের প্রতি সমাবেশ থেকে আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিম-লীর সদস্য আবদুল্লাহ আল ক্বাফী রতন বলেন, হরতাল সফল হয়েছে। সকালে তাদের কয়েকজনকে পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয়। সরকারকে দাবি মেনে নিতে হবে। গ্যাসের দাম কমাতে হবে।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, জনগণের দাবি আদায়ে রাজপথে আছি। দাবি না মানা পর্যন্ত আমরা কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। সরকারকে বলব, জনগণের দাবির কাছে নতি স্বীকার করুন, না হলে পালানোর পথ পাবে না।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, কত গাড়ি রাস্তায় নামল, তা দিয়ে হরতালের সফলতা বিচার করা যাবে না। কারণ এই হরতালে ১৬ কোটি মানুষের সমর্থন রয়েছে। বিএনপিসহ হরতাল সমর্থনকারী দলগুলোর উদ্দেশে তিনি বলেন, শুধু হরতাল সমর্থন করলে হবে না। রাজপথে নেমে প্রমাণ করতে হবে কারা জনগণের পক্ষে আছে। লাঠি, পুলিশ আমরা ভয় পাই না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

image

গতকাল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম ঐক্যজোটের ডাকা হরতালে রাস্তায় দলীয় কর্মীদের অবস্থান

আরও খবর
হরতালে মরিচা ধরে গেছে
পাঁচ বছরে ২ কোটি নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে
৯ম সংবাদপত্র মজুরি বোর্ড অচিরেই
এবার মগবাজার থেকে বাবুবাজার চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস
১৩ জুলাই প্রতিবাদ দিবস পালনের ঘোষণা ঐক্যন্যাপের
বিশুদ্ধ পানি সরবরাহ মশকনিধনে কার্যকর ব্যবস্থার নির্দেশ
বিতর্কিত আদেশ সংশোধন করল মন্ত্রণালয়
বরিশাল ৩০৭ মে. ও. কয়লা বিদ্যুৎ প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি
রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে বৈঠক
অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই
এরশাদ শঙ্কামুক্ত নন
জকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনে ১১ শিক্ষার্থী
শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ কোটি ৩০ লাখ ডলারের প্রকল্প

সোমবার, ০৮ জুলাই ২০১৯ , ২৪ আষাঢ় ১৪২৫, ৪ জ্বিলকদ ১৪৪০

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে

বাম জোটের হরতাল ঢিলেঢালাভাবে পালিত

১৪ জুলাই মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা

নিজস্ব বার্তা পরিবেশক

image

গতকাল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম ঐক্যজোটের ডাকা হরতালে রাস্তায় দলীয় কর্মীদের অবস্থান

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল গতকাল ঢিলেঢালাভাবে শেষ হয়েছে। ৮ ঘণ্টা হরতালে রাজধানীতে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সরকার গ্যাসের দাম না কমালে জোটের পক্ষ থেকে আগামী ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দেয়া হয়েছে। বৃষ্টির মধ্যে চলা হরতালে সমাপনী বক্তব্যে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশারফ হোসেন নান্নু এই ঘোষণা দেন। সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। বাম গণতান্ত্রিক জোটের এই হরতালের প্রতি নৈতিক সমর্থন দেয় বিএনপি।

রোববার সকাল থেকে সরেজমিন দেখা যায়, সকাল ৭টার দিকে হরতাল সফল করতে রাজধানীর পল্টনে মিছিল করে বাম গণতান্ত্রিক জোট। মিছিল চলাকালে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যে মিছিল বাহাদুর শাহ পার্কের সামনে গিয়ে আবার নয়াপল্টন গোল চত্বরে এসে অবস্থান নেয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, চানখাঁরপুল, বকশীবাজার, লালবাগ, মোহাম্মদপুর, মিরপুর, কাকরাইল, হাইকোর্ট মোড় এলাকা হরতালকারীদের মিছিল করতে দেখা গেছে।

এদিকে হরতালকারীরা নয়াপল্টনে দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ দু’জনকে আটক করলেও পরে ছেড়ে দেয়। এছাড়া হরতাল চলাকালে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতেও দেখা গেছে। পাশাপাশি জলকামান, প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছিল। এর বাইরে সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে হরতালকারীরা। ফলে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত হরতাল সমাপনী সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সভাপতি সাইফুল হক, সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদকম-লীর সদস্য রুহিন হোসেন প্রিন্সসহ অনেকে।

মোশাররফ হোসেন নান্নু বলেন, সরকার গ্যাসের দাম না কমালে তারা ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবেন। সেদিন তারা জাতীয় প্রেসক্লাব থেকে জ্বালানি মন্ত্রণালয়মুখী হবেন। গ্যাসের মূল্য দ্রুত কমানোর জন্য সরকারের প্রতি সমাবেশ থেকে আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিম-লীর সদস্য আবদুল্লাহ আল ক্বাফী রতন বলেন, হরতাল সফল হয়েছে। সকালে তাদের কয়েকজনকে পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয়। সরকারকে দাবি মেনে নিতে হবে। গ্যাসের দাম কমাতে হবে।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, জনগণের দাবি আদায়ে রাজপথে আছি। দাবি না মানা পর্যন্ত আমরা কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। সরকারকে বলব, জনগণের দাবির কাছে নতি স্বীকার করুন, না হলে পালানোর পথ পাবে না।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, কত গাড়ি রাস্তায় নামল, তা দিয়ে হরতালের সফলতা বিচার করা যাবে না। কারণ এই হরতালে ১৬ কোটি মানুষের সমর্থন রয়েছে। বিএনপিসহ হরতাল সমর্থনকারী দলগুলোর উদ্দেশে তিনি বলেন, শুধু হরতাল সমর্থন করলে হবে না। রাজপথে নেমে প্রমাণ করতে হবে কারা জনগণের পক্ষে আছে। লাঠি, পুলিশ আমরা ভয় পাই না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।