অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো রাজপথের সঙ্গে রেলপথ অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশি লাঠিচার্জের মুখে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে আন্দোলনকারী শ্রমিকরা।

এ ঘটনায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন শ্রমিককে পুলিশ আটক করেছে বলে শ্রমিকদের দাবি। এতে রেল চলাচল বিঘিœত হয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সহ-সভাপতি কবি শাহাজাহান বলেন, বৃষ্টির মধ্যেই তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে ১৫৪ জন দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের নিয়োগের দাবিতে শ্রমিকরা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে অবস্থান ভোর ৬টা থেকে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি শুরু করে। সকাল ১০টায় পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহের মো. সামসুজ্জামান ও ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছানের নেত্বত্বে একদল পুলিশ শ্রমিকদের অবস্থানস্থলে উপস্থিত হয়। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনার মুহূর্তে আকস্মিকভাবে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ শুরু করে।

তিনি দাবি করেন, শ্রমিকরা রেলপথ নয়, শুধুমাত্র সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছিল।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির উদেষ্টা শ্রমিক নেতা এসএম নূরুজ্জামান জামান বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটক শ্রমিকদের মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলন সংগ্রম গড়ে তোলা হবে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, শ্রমকরা সড়কেও ওপর অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করায় সড়কে যানবাহন চলাচল বন্ধসহ যানজটের সৃষ্টি হয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে শ্রমিকদেরকে সড়ক থেকে সরে যেতে বলা হয়। কিন্তু তারা সেটি না করে বিক্ষোভ প্রদর্শন শুরু করায় তাদের ওপর পুলিশকে লাঠি চার্জের নিদের্শ দেয়া হয়। ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের পাশাপাশি রেললাইনের ওপর লাল পতাকা লাগিয়ে রেল চলাচল বন্ধ করার অপচেষ্টা চালালে রেললাইন থেকে পুলিশ লাল পতাকা সরিয়ে দিয়ে অবরোধ তুলে নেয়ার জন্য বলে। কিন্তু শ্রমিকরা সেটি না করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এ কারণে বাধ্য হয়ে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জসহ ৮ থেকে ৯ জনকে আটক করেছে।

আরও খবর
বাম জোটের হরতাল ঢিলেঢালাভাবে পালিত
হরতালে মরিচা ধরে গেছে
পাঁচ বছরে ২ কোটি নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে
৯ম সংবাদপত্র মজুরি বোর্ড অচিরেই
এবার মগবাজার থেকে বাবুবাজার চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস
১৩ জুলাই প্রতিবাদ দিবস পালনের ঘোষণা ঐক্যন্যাপের
বিশুদ্ধ পানি সরবরাহ মশকনিধনে কার্যকর ব্যবস্থার নির্দেশ
বিতর্কিত আদেশ সংশোধন করল মন্ত্রণালয়
বরিশাল ৩০৭ মে. ও. কয়লা বিদ্যুৎ প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি
রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে বৈঠক
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই
এরশাদ শঙ্কামুক্ত নন
জকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনে ১১ শিক্ষার্থী
শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ কোটি ৩০ লাখ ডলারের প্রকল্প

সোমবার, ০৮ জুলাই ২০১৯ , ২৪ আষাঢ় ১৪২৫, ৪ জ্বিলকদ ১৪৪০

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার

প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো রাজপথের সঙ্গে রেলপথ অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশি লাঠিচার্জের মুখে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে আন্দোলনকারী শ্রমিকরা।

এ ঘটনায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন শ্রমিককে পুলিশ আটক করেছে বলে শ্রমিকদের দাবি। এতে রেল চলাচল বিঘিœত হয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সহ-সভাপতি কবি শাহাজাহান বলেন, বৃষ্টির মধ্যেই তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে ১৫৪ জন দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের নিয়োগের দাবিতে শ্রমিকরা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে অবস্থান ভোর ৬টা থেকে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি শুরু করে। সকাল ১০টায় পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহের মো. সামসুজ্জামান ও ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছানের নেত্বত্বে একদল পুলিশ শ্রমিকদের অবস্থানস্থলে উপস্থিত হয়। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনার মুহূর্তে আকস্মিকভাবে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ শুরু করে।

তিনি দাবি করেন, শ্রমিকরা রেলপথ নয়, শুধুমাত্র সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছিল।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির উদেষ্টা শ্রমিক নেতা এসএম নূরুজ্জামান জামান বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটক শ্রমিকদের মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলন সংগ্রম গড়ে তোলা হবে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, শ্রমকরা সড়কেও ওপর অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করায় সড়কে যানবাহন চলাচল বন্ধসহ যানজটের সৃষ্টি হয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে শ্রমিকদেরকে সড়ক থেকে সরে যেতে বলা হয়। কিন্তু তারা সেটি না করে বিক্ষোভ প্রদর্শন শুরু করায় তাদের ওপর পুলিশকে লাঠি চার্জের নিদের্শ দেয়া হয়। ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের পাশাপাশি রেললাইনের ওপর লাল পতাকা লাগিয়ে রেল চলাচল বন্ধ করার অপচেষ্টা চালালে রেললাইন থেকে পুলিশ লাল পতাকা সরিয়ে দিয়ে অবরোধ তুলে নেয়ার জন্য বলে। কিন্তু শ্রমিকরা সেটি না করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এ কারণে বাধ্য হয়ে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জসহ ৮ থেকে ৯ জনকে আটক করেছে।