বিজ্ঞাপনে ডিপজল

৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে কখনও তাকে বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে পাওয়া যায়নি। এবার সেই জায়গাতেও পাওয়া গেল এই অভিনেতাকে। জনসচেতনতামূলক বিজ্ঞাপন ‘দেশ আমার দোষ আমার’ স্লোগান নিয়ে এটি নির্মিত হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সৌজন্যে। বিজ্ঞাপনে এই অভিনেতাকে দেখা গেছে, আড়াল থেকে সামনে এসে টোকা দিয়ে বলছেন, ‘কি ভাতিজা, নবাব হইছো? রং সাইডে গাড়ি চালাও- রাস্তা চেনো না, ফিডার খাও?’ বিজ্ঞাপনে একেবারে তার পরিচিত ঢঙে হাজির হয়েছেন তিনি। ডিপজল নিজেও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। বিজ্ঞাপন চিত্রটি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘অনেকে ফোন দিয়ে এর প্রশংসা করছেন। ভাবছি চলচ্চিত্রের পাশাপাশি আরও কিছু বিজ্ঞাপনে কাজ করব। এটি মূলত জনসচেতনতা বৃদ্ধিতেই করা।’ ১৯৮৬ সালে মনতাজুর রহমান আকবরের ‘টাকার পাহাড়’ ছবিতে প্রথম অভিনয় করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে শুরুটা হয় নায়ক হিসেবে।

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

বিজ্ঞাপনে ডিপজল

বিনোদন প্রতিবেদক

image

৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে কখনও তাকে বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে পাওয়া যায়নি। এবার সেই জায়গাতেও পাওয়া গেল এই অভিনেতাকে। জনসচেতনতামূলক বিজ্ঞাপন ‘দেশ আমার দোষ আমার’ স্লোগান নিয়ে এটি নির্মিত হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সৌজন্যে। বিজ্ঞাপনে এই অভিনেতাকে দেখা গেছে, আড়াল থেকে সামনে এসে টোকা দিয়ে বলছেন, ‘কি ভাতিজা, নবাব হইছো? রং সাইডে গাড়ি চালাও- রাস্তা চেনো না, ফিডার খাও?’ বিজ্ঞাপনে একেবারে তার পরিচিত ঢঙে হাজির হয়েছেন তিনি। ডিপজল নিজেও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। বিজ্ঞাপন চিত্রটি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘অনেকে ফোন দিয়ে এর প্রশংসা করছেন। ভাবছি চলচ্চিত্রের পাশাপাশি আরও কিছু বিজ্ঞাপনে কাজ করব। এটি মূলত জনসচেতনতা বৃদ্ধিতেই করা।’ ১৯৮৬ সালে মনতাজুর রহমান আকবরের ‘টাকার পাহাড়’ ছবিতে প্রথম অভিনয় করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে শুরুটা হয় নায়ক হিসেবে।