শানের সুর সঙ্গীতে আবারও স্মরণ

২ জুলাই বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে অধরা জাহানের কথায় ও শানের সুর সঙ্গীতে প্রকাশ হবার কথা ছিলো নোশিন তাবাসসুম স্মরণের গাওয়া ‘অগ্নি বাসর’ গানটি। কিন্তু সেদিন গানটি প্রকাশ না পেলেও গানটির গীতিকার অধরা জাহান জানান শীঘ্রই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। গানের কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্ত্তী। গত রবিবার গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। এটি একটি দ্বৈত সঙ্গীত। গানটিতে শান ও স্মরণকে একসঙ্গে পাবেন শ্রোতা দর্শক। মিউজিক ভিডিও নির্মাণ শেষে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান স্মরণ।

স্মরণ বলেন, ‘শান ভাইয়া মূলত জানতে চেয়েছিলেন গানটি কেমন হয়েছে। কিন্তু গানটি যে আমাকেই গাইতে হবে সেটা আমার জানা ছিলোনা। এটা সত্যি যে আমাদের দেশে এখন সুস্থ ধারার গানের খুব সংকট চলছে। ভালো গানের প্রতি সবসময়ই আমার অন্যরকম আগ্রহ আছে। তাই অনেকটাই হঠাৎ করেই এতো সুন্দর একটি গানে আমার কন্ঠ দেয়া।’ ২০০৮ সালে ক্ষুদে গান রাজ’এ শীর্ষ পাঁচ এ ছিলেন স্মরণ।

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

শানের সুর সঙ্গীতে আবারও স্মরণ

বিনোদন প্রতিবেদক

image

২ জুলাই বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে অধরা জাহানের কথায় ও শানের সুর সঙ্গীতে প্রকাশ হবার কথা ছিলো নোশিন তাবাসসুম স্মরণের গাওয়া ‘অগ্নি বাসর’ গানটি। কিন্তু সেদিন গানটি প্রকাশ না পেলেও গানটির গীতিকার অধরা জাহান জানান শীঘ্রই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। গানের কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্ত্তী। গত রবিবার গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। এটি একটি দ্বৈত সঙ্গীত। গানটিতে শান ও স্মরণকে একসঙ্গে পাবেন শ্রোতা দর্শক। মিউজিক ভিডিও নির্মাণ শেষে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান স্মরণ।

স্মরণ বলেন, ‘শান ভাইয়া মূলত জানতে চেয়েছিলেন গানটি কেমন হয়েছে। কিন্তু গানটি যে আমাকেই গাইতে হবে সেটা আমার জানা ছিলোনা। এটা সত্যি যে আমাদের দেশে এখন সুস্থ ধারার গানের খুব সংকট চলছে। ভালো গানের প্রতি সবসময়ই আমার অন্যরকম আগ্রহ আছে। তাই অনেকটাই হঠাৎ করেই এতো সুন্দর একটি গানে আমার কন্ঠ দেয়া।’ ২০০৮ সালে ক্ষুদে গান রাজ’এ শীর্ষ পাঁচ এ ছিলেন স্মরণ।