নতুন গান নিয়ে ফিরছেন পলাশ

সংগীত ক্যারিয়ারের প্রায় ৩০ বছওে ২০০টির মতো অ্যালবামে গান গেয়েছেন পলাশ। একক অ্যালবাম ২০ এর অধিক। ১০০টির মতো মিশ্র অ্যালবামে এবং বাকিগুলো ডুয়েট অ্যালবাম। ৫০০টির মতো মুভিতে প্লে-ব্যাক করেছেন। তার প্রথম অ্যালবাম ছিল একটি ব্যান্ডের অ্যালবাম। নাম ছিল লাল শাড়ি। এটি ১৯৯০ সালে প্রকাশ হয়েছিল। মাঝে গানে অনিয়মিত হয়ে পড়েছিলেন পলাশ। তবে শীঘ্রই নতুন একটি গানে নিয়ে হাজির হবেন তিনি। নতুন গানটির নাম ‘অভিমান পোড়ে না’। গানটি লিখেছেন এ মিজান। সুর ও সংগীতায়োজন করেছেন মীর মাসুম।

রোববার মীর মাসুমের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন পলাশ। শিল্পী জানালেন গানটির মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা চলছে। সব কিছু ঠিক থাকলে ঈদুল আজহার আগেই দেশের প্রথম সারির একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশিত হবে গানটি।

নতুন গান প্রসঙ্গে পলাশ জাগো নিউজকে বলেন, ‘প্রায় ১০ মাস পরে নতুন গানে কণ্ঠ দিলাম। এক সময় কয়েক মাস পরপর নতুন অ্যালবাম প্রকাশ করতাম। এখন আর সেই দিন নেই। তবুও একটা ভালো কথা ও ভালো সুুরের গানের জন্য অপেক্ষা করি। এই গানটির কথাগুলো অনেক ভালো লেগেছে আমার। দারুণ স্যাড রোমান্টিক কথা দিয়ে গানটি লিখেছেন এ মিজান। দারুণ সুর করেছে মীর মাসুম ভাই। আশা করি সবার ভালো লাগবে গানটি।’

পলাশ জানালেন, ১০ মাস আগে ‘স্বপ্নগুলো’ নামে একটি গেয়েছিলেন তিনি। ওই গানটি লিখেন ও সুর করেন লন্ডন প্রবাসী গীতিকার ও সুরকার স্বপন। লন্ডনেই রেকর্ডিং হয়েছিল গানটি। এখন থেকে নিয়মিত গান প্রকাশ করবেন বলেও জানালেন পলাশ।

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

নতুন গান নিয়ে ফিরছেন পলাশ

বিনোদন প্রতিবেদক

image

সংগীত ক্যারিয়ারের প্রায় ৩০ বছওে ২০০টির মতো অ্যালবামে গান গেয়েছেন পলাশ। একক অ্যালবাম ২০ এর অধিক। ১০০টির মতো মিশ্র অ্যালবামে এবং বাকিগুলো ডুয়েট অ্যালবাম। ৫০০টির মতো মুভিতে প্লে-ব্যাক করেছেন। তার প্রথম অ্যালবাম ছিল একটি ব্যান্ডের অ্যালবাম। নাম ছিল লাল শাড়ি। এটি ১৯৯০ সালে প্রকাশ হয়েছিল। মাঝে গানে অনিয়মিত হয়ে পড়েছিলেন পলাশ। তবে শীঘ্রই নতুন একটি গানে নিয়ে হাজির হবেন তিনি। নতুন গানটির নাম ‘অভিমান পোড়ে না’। গানটি লিখেছেন এ মিজান। সুর ও সংগীতায়োজন করেছেন মীর মাসুম।

রোববার মীর মাসুমের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন পলাশ। শিল্পী জানালেন গানটির মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা চলছে। সব কিছু ঠিক থাকলে ঈদুল আজহার আগেই দেশের প্রথম সারির একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশিত হবে গানটি।

নতুন গান প্রসঙ্গে পলাশ জাগো নিউজকে বলেন, ‘প্রায় ১০ মাস পরে নতুন গানে কণ্ঠ দিলাম। এক সময় কয়েক মাস পরপর নতুন অ্যালবাম প্রকাশ করতাম। এখন আর সেই দিন নেই। তবুও একটা ভালো কথা ও ভালো সুুরের গানের জন্য অপেক্ষা করি। এই গানটির কথাগুলো অনেক ভালো লেগেছে আমার। দারুণ স্যাড রোমান্টিক কথা দিয়ে গানটি লিখেছেন এ মিজান। দারুণ সুর করেছে মীর মাসুম ভাই। আশা করি সবার ভালো লাগবে গানটি।’

পলাশ জানালেন, ১০ মাস আগে ‘স্বপ্নগুলো’ নামে একটি গেয়েছিলেন তিনি। ওই গানটি লিখেন ও সুর করেন লন্ডন প্রবাসী গীতিকার ও সুরকার স্বপন। লন্ডনেই রেকর্ডিং হয়েছিল গানটি। এখন থেকে নিয়মিত গান প্রকাশ করবেন বলেও জানালেন পলাশ।