মুম্বাই হামলা নিয়ে ‘প্যান্থার’

২৬/১১ এর মুম্বাই হামলার ঘটনা নিয়ে একাধিক সময়ে সিনেমা হয়েছে হিন্দিতে। এবার বাংলাতেও ২৬/১১ নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। আর এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জিৎ। সিনেমার নাম ‘প্যান্থার’। সম্প্রতি মুক্তি পেয়েছে এর টিজার। টিজারের শুরুতে দেখানো হয়েছে তাজ হোটেলে বিস্ফোরণ। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে আলকায়েদা জঙ্গির হুমকি। ভারতকে ভেতর থেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে তারা। এই পরিকল্পনা বানচাল করতেই আগামন প্যান্থারের। ভারতীয় গোয়েন্দা সংস্থার আন্ডারকভার এজেন্ট এই প্যান্থার। সিনেমার নাম ও ভূমিকায় অভিনয় করছেন জিৎ। এক আন্ডারকভার এজেন্টের মতো তার জীবনের লক্ষ্য সব সন্ত্রাসবাদ সমূলে উৎপাটিত করা। সেই প্রতিজ্ঞা নিয়েই একের পর এক অপারেশনে সাফল্য পায় প্যান্থার। হিন্দিতে মুম্বাই বিস্ফোরণের ঘটনা নিয়ে একাধিক সিনেমা ও ডকুমেন্টারি হয়েছে। এগুলোর মধ্যে ‘দ্য অ্যাটাকস অফ ২৬/১১’ ও ‘হোটেল মুম্বাই’ অন্যতম। এছাড়া কয়েকটি সিনেমায় ২৬/১১ এর ঘটনা উঠে এসেছে প্যারালাল স্টোরি হিসেবে। তবে বাংলা কোনও সিনেমায় মুম্বাই বিস্ফোরণের ঘটনা আগে দেখা যায়নি। টিজারে অবশ্য বেশি কিছু দেখাননি পরিচালক অংশুমান প্রত্যুষ। জিতের বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা দাস। এটি প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানি। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অংশুমান ও পরমপ্রীত। ডিওপির দায়িত্ব পালন করেছেন রম্যদীপ সাহা। এবছর আগস্টে মুক্তি পাবে এটি। যদিও নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি। তবে অনেকেরই অনুমান, যেহেতু এই সিনেমার সঙ্গে দেশাত্মবোধের যোগ রয়েছে, তাই ১৫ আগস্টই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ‘প্যান্থার’।

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

মুম্বাই হামলা নিয়ে ‘প্যান্থার’

বিনোদন প্রতিবেদক

image

২৬/১১ এর মুম্বাই হামলার ঘটনা নিয়ে একাধিক সময়ে সিনেমা হয়েছে হিন্দিতে। এবার বাংলাতেও ২৬/১১ নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। আর এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জিৎ। সিনেমার নাম ‘প্যান্থার’। সম্প্রতি মুক্তি পেয়েছে এর টিজার। টিজারের শুরুতে দেখানো হয়েছে তাজ হোটেলে বিস্ফোরণ। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে আলকায়েদা জঙ্গির হুমকি। ভারতকে ভেতর থেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে তারা। এই পরিকল্পনা বানচাল করতেই আগামন প্যান্থারের। ভারতীয় গোয়েন্দা সংস্থার আন্ডারকভার এজেন্ট এই প্যান্থার। সিনেমার নাম ও ভূমিকায় অভিনয় করছেন জিৎ। এক আন্ডারকভার এজেন্টের মতো তার জীবনের লক্ষ্য সব সন্ত্রাসবাদ সমূলে উৎপাটিত করা। সেই প্রতিজ্ঞা নিয়েই একের পর এক অপারেশনে সাফল্য পায় প্যান্থার। হিন্দিতে মুম্বাই বিস্ফোরণের ঘটনা নিয়ে একাধিক সিনেমা ও ডকুমেন্টারি হয়েছে। এগুলোর মধ্যে ‘দ্য অ্যাটাকস অফ ২৬/১১’ ও ‘হোটেল মুম্বাই’ অন্যতম। এছাড়া কয়েকটি সিনেমায় ২৬/১১ এর ঘটনা উঠে এসেছে প্যারালাল স্টোরি হিসেবে। তবে বাংলা কোনও সিনেমায় মুম্বাই বিস্ফোরণের ঘটনা আগে দেখা যায়নি। টিজারে অবশ্য বেশি কিছু দেখাননি পরিচালক অংশুমান প্রত্যুষ। জিতের বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা দাস। এটি প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানি। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অংশুমান ও পরমপ্রীত। ডিওপির দায়িত্ব পালন করেছেন রম্যদীপ সাহা। এবছর আগস্টে মুক্তি পাবে এটি। যদিও নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি। তবে অনেকেরই অনুমান, যেহেতু এই সিনেমার সঙ্গে দেশাত্মবোধের যোগ রয়েছে, তাই ১৫ আগস্টই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ‘প্যান্থার’।