এইচএসসির ফল প্রকাশ ১৭ জুলাই

এইচএসসি ও সমপর্যায়ের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৭ জুলাই। ওই দিন এ পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে এই পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের সময় চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠায়। প্রধানমন্ত্রী ফল প্রকাশের জন্য ১৭ জুলাই সময় নির্ধারণ করেছেন।

নিয়ম অনুযায়ী ১৭ জুলাই সকালে সব বোর্ড (১০টি) চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করবেন।

এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

এ বছর ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী দেশের দুই হাজার ৫৭৯টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক ও সমপর্যায়ের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৮ হাজার ৪৫১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ২৪ হাজার ২৬৫ জন। গত ১ এপ্রিল শুরু হয়ে এইচএসসি ও সমপর্যায়ের শেষ হয় মের মাঝামাঝি।

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

এইচএসসির ফল প্রকাশ ১৭ জুলাই

নিজস্ব বার্তা পরিবেশক

এইচএসসি ও সমপর্যায়ের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৭ জুলাই। ওই দিন এ পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে এই পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের সময় চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠায়। প্রধানমন্ত্রী ফল প্রকাশের জন্য ১৭ জুলাই সময় নির্ধারণ করেছেন।

নিয়ম অনুযায়ী ১৭ জুলাই সকালে সব বোর্ড (১০টি) চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করবেন।

এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

এ বছর ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী দেশের দুই হাজার ৫৭৯টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক ও সমপর্যায়ের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৮ হাজার ৪৫১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ২৪ হাজার ২৬৫ জন। গত ১ এপ্রিল শুরু হয়ে এইচএসসি ও সমপর্যায়ের শেষ হয় মের মাঝামাঝি।