আরও এক আসামি গ্রেফতার

রিফাত শরীফকে কুপিয়ে হত্যায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে। মিন্নির নিরাপত্তায় আরও পুলিশ মোতায়েন করা হয়েছে তার বাড়িতে।

গতকাল সকাল ৯টা ৩৫ মিনিট বরগুনার সরকারি কলেজ ক্যান্টিনের পূর্বপাশের ডোবা থেকে একটি রামদা উদ্ধার করেছে বরগুনার পুলিশ। ওই রামদা দিয়েই রিফাত ফরাজী প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানান, সকালে রিফাত ফরাজীকে সঙ্গে নিয়ে তার পুলিশ দল বরগুনা কলেজ এলাকায় যায় এবং তার দেখানো ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়। ঘটনার দিন শাহনেওয়াজ রিফাত শরীফকে উপর্যুপরি কোপানোর পর নয়ন বন্ড ও রিফাত ফরাজী গং কলেজ সড়ক ধরে সদর্পে অন্যদের নিয়ে পশ্চিম দিকে চলে যায়। এ সময় রিফাত ফরাজী হাতের রামদাটি একটি ডোবায় ফেলে তারা যে যার গন্তব্যে চলে যায়। তিনি জানান, গতকাল ভোর সাড়ে ৪টার দিকে রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিয়ান শ্রাবণকে গ্রেফতার করা হয়েছে। তার বাসা বরগুনার বাজার সড়কে। তার বাবা ইউনুস সোহাগ। বিকেলে তাকে রিমান্ডে নেয়া হয়েছে। সোমবার বিকাল ৪টায় বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে এ মামলায় ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। প্রধান আসামি নয়ন বন্ড গত মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এখন পর্যন্ত এজাহারভুক্ত ৩ জনসহ ৬ জন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি ৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মিন্নির বাড়িতে পুলিশের ৩টি ডিউটি পোস্ট স্থাপন

গত ২৬ জুন বরগুনায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির বাবার বাড়ি বরগুনা পৌরসভার মাইঠায় পুলিশের ৩টি ডিউটি পোস্ট স্থাপন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ সদস্য। পুলিশের দাবি, মিন্নির নিরাপত্তার কারণেই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে মিন্নির বাবা মো. মোজাম্মেল হোসেন বলেন, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ির সামনে অনেক যুবক এসে নানা মন্তব্যের পর পুলিশের নির্দেশনা মোতাবেক তিনি বরগুনার পুলিশ সুপারের কাছে অনুরোধ করলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। তবে বিষয়টি অন্য কোন কারণে কিনা, এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মানুষের মাঝে গুঞ্জন রয়েছে, মিন্নিকে পুলিশ পাহারায় রাখা হয়েছে।

বরগুনার পুলিশ জানিয়েছে, গত ২৬ জুন রিফাত শরীফ হত্যার পর থেকে মিন্নির বাড়িতে পুলিশের এক উপ-পরিদর্শক ও ৩ কনস্টেবল দিনরাত ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য অবস্থান করছিলেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে এক উপ-পরিদর্শক অথবা পরিদর্শকের নেতৃত্বে ৯ জন কনস্টেবলসহ মোট ১০ পুলিশ সদস্য বাড়ির ৩টি ডিউটি পোস্টে অবস্থান করছেন। তাদের জন্য নির্মাণ করা হয়েছে অস্থায়ী ব্যারাক।

সোমবার সকালে নয়াকাটা গ্রামে মিন্নির বাড়িতে গিয়ে দেখা গেছে, মিন্নির ঘরের সামনে পুলিশের বসবাসের জন্য নতুন করে একটি টিনের ঘর নির্মাণ করছেন পুলিশ। এতে পুলিশের অন্তত ১০ সদস্যের দিনরাত থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া ঘরের পেছনে ও উত্তরপার্শ্বে আরও দুটি ডিউটি পোস্ট নতুন করে স্থাপন করা হয়েছে।

এদিকে রিফাত শরীফ হত্যাকান্ডের নতুন একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর মিন্নির বিষয়টি নতুন করে আলোচনায় চলে আসছে। ভিডিও ফুটেজ প্রদর্শনের পর মিন্নিকে পুলিশ ব্যারিকেডে রাখা হয়েছে এমন আলোচনাও রয়েছে লোকমুখে।

মিন্নিকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে কিনা অথবা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আনবে কিনা প্রশ্নের জবাবে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

রিফাত হত্যা

আরও এক আসামি গ্রেফতার

প্রতিনিধি, বরগুনা

রিফাত শরীফকে কুপিয়ে হত্যায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে। মিন্নির নিরাপত্তায় আরও পুলিশ মোতায়েন করা হয়েছে তার বাড়িতে।

গতকাল সকাল ৯টা ৩৫ মিনিট বরগুনার সরকারি কলেজ ক্যান্টিনের পূর্বপাশের ডোবা থেকে একটি রামদা উদ্ধার করেছে বরগুনার পুলিশ। ওই রামদা দিয়েই রিফাত ফরাজী প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানান, সকালে রিফাত ফরাজীকে সঙ্গে নিয়ে তার পুলিশ দল বরগুনা কলেজ এলাকায় যায় এবং তার দেখানো ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়। ঘটনার দিন শাহনেওয়াজ রিফাত শরীফকে উপর্যুপরি কোপানোর পর নয়ন বন্ড ও রিফাত ফরাজী গং কলেজ সড়ক ধরে সদর্পে অন্যদের নিয়ে পশ্চিম দিকে চলে যায়। এ সময় রিফাত ফরাজী হাতের রামদাটি একটি ডোবায় ফেলে তারা যে যার গন্তব্যে চলে যায়। তিনি জানান, গতকাল ভোর সাড়ে ৪টার দিকে রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিয়ান শ্রাবণকে গ্রেফতার করা হয়েছে। তার বাসা বরগুনার বাজার সড়কে। তার বাবা ইউনুস সোহাগ। বিকেলে তাকে রিমান্ডে নেয়া হয়েছে। সোমবার বিকাল ৪টায় বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে এ মামলায় ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। প্রধান আসামি নয়ন বন্ড গত মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এখন পর্যন্ত এজাহারভুক্ত ৩ জনসহ ৬ জন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি ৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মিন্নির বাড়িতে পুলিশের ৩টি ডিউটি পোস্ট স্থাপন

গত ২৬ জুন বরগুনায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির বাবার বাড়ি বরগুনা পৌরসভার মাইঠায় পুলিশের ৩টি ডিউটি পোস্ট স্থাপন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ সদস্য। পুলিশের দাবি, মিন্নির নিরাপত্তার কারণেই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে মিন্নির বাবা মো. মোজাম্মেল হোসেন বলেন, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ির সামনে অনেক যুবক এসে নানা মন্তব্যের পর পুলিশের নির্দেশনা মোতাবেক তিনি বরগুনার পুলিশ সুপারের কাছে অনুরোধ করলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। তবে বিষয়টি অন্য কোন কারণে কিনা, এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মানুষের মাঝে গুঞ্জন রয়েছে, মিন্নিকে পুলিশ পাহারায় রাখা হয়েছে।

বরগুনার পুলিশ জানিয়েছে, গত ২৬ জুন রিফাত শরীফ হত্যার পর থেকে মিন্নির বাড়িতে পুলিশের এক উপ-পরিদর্শক ও ৩ কনস্টেবল দিনরাত ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য অবস্থান করছিলেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে এক উপ-পরিদর্শক অথবা পরিদর্শকের নেতৃত্বে ৯ জন কনস্টেবলসহ মোট ১০ পুলিশ সদস্য বাড়ির ৩টি ডিউটি পোস্টে অবস্থান করছেন। তাদের জন্য নির্মাণ করা হয়েছে অস্থায়ী ব্যারাক।

সোমবার সকালে নয়াকাটা গ্রামে মিন্নির বাড়িতে গিয়ে দেখা গেছে, মিন্নির ঘরের সামনে পুলিশের বসবাসের জন্য নতুন করে একটি টিনের ঘর নির্মাণ করছেন পুলিশ। এতে পুলিশের অন্তত ১০ সদস্যের দিনরাত থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া ঘরের পেছনে ও উত্তরপার্শ্বে আরও দুটি ডিউটি পোস্ট নতুন করে স্থাপন করা হয়েছে।

এদিকে রিফাত শরীফ হত্যাকান্ডের নতুন একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর মিন্নির বিষয়টি নতুন করে আলোচনায় চলে আসছে। ভিডিও ফুটেজ প্রদর্শনের পর মিন্নিকে পুলিশ ব্যারিকেডে রাখা হয়েছে এমন আলোচনাও রয়েছে লোকমুখে।

মিন্নিকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে কিনা অথবা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আনবে কিনা প্রশ্নের জবাবে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।