তারেককে ফেরানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত

ব্রিটিশ হাইকমিশনার

তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের কোন ভূমিকা নেই, এই সিদ্ধান্ত নিবে যুক্তরাজ্যের আদালত। গতকাল কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন একথা বলেন। রোহিঙ্গা সমস্যা সমাধান বিষয়ে তিনি বলেন; চীন ও রাশিয়ার সঙ্গে নয়, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের মাধ্যমে আন্তর্জাতিকভাবে এ সমস্যার সমাধান করতে হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি রাহীদ এজাজ ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

যুক্তরাজ্যে অবস্থানরত দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশটির সরকার ফেরত পাঠাবে কিনা- এমন প্রশ্নের উত্তরে ব্রিটিশ হাইকমিশনার বলেন, তারেক রহমানকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত। এক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের কোন ভূমিকা নেই। এছাড়া যুক্তরাজ্য সরকার কোন একক ব্যক্তির বিষয়ে কোন মন্তব্য করে না।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন বলেন, নাফ নদীতে জল গড়িয়েছে অনেক কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটি এখনো রয়ে গেছে আলোচনার খাতাতেই। বিশ্বের দেশগুলো বাংলাদেশের পাশে শক্ত অবস্থানে। তবে এ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে উল্টো অবস্থান চীন ও রাশিয়ার। এ দুটি দেশকে সঙ্গে নিয়েই বাংলাদেশ সমাধান চায়। কিন্তু কাজটা কঠিন হলেও নিরাপত্তা কাউন্সিলের মাধ্যমে সমাধানই শ্রেয়।

যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, ‘রোহিঙ্গারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। লম্বা সময় ধরে থাকলে বিশ্বের অন্য জায়গার মতো তারা উগ্রবাদে জড়িয়ে পড়তে পারে। রাখাইন রাজ্যের উন্নয়নে তাদের নিশ্চয়তা এবং মায়ানমারের জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে প্রত্যাবাসন সম্ভব নয়।’

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

তারেককে ফেরানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত

ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব বার্তা পরিবেশক

তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের কোন ভূমিকা নেই, এই সিদ্ধান্ত নিবে যুক্তরাজ্যের আদালত। গতকাল কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন একথা বলেন। রোহিঙ্গা সমস্যা সমাধান বিষয়ে তিনি বলেন; চীন ও রাশিয়ার সঙ্গে নয়, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের মাধ্যমে আন্তর্জাতিকভাবে এ সমস্যার সমাধান করতে হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি রাহীদ এজাজ ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

যুক্তরাজ্যে অবস্থানরত দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশটির সরকার ফেরত পাঠাবে কিনা- এমন প্রশ্নের উত্তরে ব্রিটিশ হাইকমিশনার বলেন, তারেক রহমানকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত। এক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের কোন ভূমিকা নেই। এছাড়া যুক্তরাজ্য সরকার কোন একক ব্যক্তির বিষয়ে কোন মন্তব্য করে না।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন বলেন, নাফ নদীতে জল গড়িয়েছে অনেক কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটি এখনো রয়ে গেছে আলোচনার খাতাতেই। বিশ্বের দেশগুলো বাংলাদেশের পাশে শক্ত অবস্থানে। তবে এ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে উল্টো অবস্থান চীন ও রাশিয়ার। এ দুটি দেশকে সঙ্গে নিয়েই বাংলাদেশ সমাধান চায়। কিন্তু কাজটা কঠিন হলেও নিরাপত্তা কাউন্সিলের মাধ্যমে সমাধানই শ্রেয়।

যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, ‘রোহিঙ্গারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। লম্বা সময় ধরে থাকলে বিশ্বের অন্য জায়গার মতো তারা উগ্রবাদে জড়িয়ে পড়তে পারে। রাখাইন রাজ্যের উন্নয়নে তাদের নিশ্চয়তা এবং মায়ানমারের জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে প্রত্যাবাসন সম্ভব নয়।’