বিএসএফের গুলিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুলাল উদ্দিন (১৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বিজিবি ও স্থানীয়রা জানায়, নিহত দুলাল একজন চোরাচালানি সিন্ডিকেটের সদস্য। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে দুলালসহ বেশ কয়েকজন চোরাকারবারি কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১৭৮ নম্বর এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের মালদাহ জেলার সুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে দুলালের বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। অপর সহযোগীরা পালিয়ে আসে। পরে বিএসএফ সদস্যরা নিহত দুলালের মরদেহ সুখদেবপুর ক্যাম্পে নিয়ে যায়। বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, এ সীমান্ত দিয়ে সাধারণত গরু ব্যবসা হয় না। মাদক ও চোরাই মোবাইলসহ অন্য জিনিসপত্র পাচারের অন্যতম প্রধান রুট এটি। দুলালসহ কয়েকজন কিরণগঞ্জ বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করছিল। এ সময় ভারতীয় বিএসএফের গুলিতে সে মারা যায়। মরদেহ এখনও ভারতের বিএসএফের ক্যাম্পে রয়েছে। এ ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, আমি এখন ঘটনাস্থলে রয়েছি। পরিপূর্ণ তথ্য দিয়ে পরবর্তীতে জানানো হবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের কথা রয়েছে। তারা এখন পর্যন্ত সময় নির্ধারণ করেনি।

আরও খবর
টানা বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল
পাহাড়ধসে রুমা ও থানচী সড়ক বন্ধ
তারেককে ফেরানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত
সাড়ে ৮ লাখ নারী প্রবাসে কর্মরত
কোরবানির পশুর হাট তদারকিতে থাকবে ভোক্তা অধিদফতরও
সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
ঐক্যফ্রন্ট ছাড়লেন কাদের সিদ্দিকী
রাবি হলের সিট শুধু দখলদারদের!
শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট চার্জ কমেছে
ভূমি আইন যুগোপযোগী করা হচ্ছে
এমপি ফিরোজ রশিদের পুত্রবধূ গুলিবিদ্ধ
ছাত্রীর পর্নোভিডিও শিক্ষককে গণপিটুনি
রিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ
যশোর পুলিশে ঘুষ ছাড়াই চাকরি
বগুড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে

বিএসএফের গুলিতে যুবক নিহত

প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুলাল উদ্দিন (১৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বিজিবি ও স্থানীয়রা জানায়, নিহত দুলাল একজন চোরাচালানি সিন্ডিকেটের সদস্য। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে দুলালসহ বেশ কয়েকজন চোরাকারবারি কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১৭৮ নম্বর এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের মালদাহ জেলার সুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে দুলালের বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। অপর সহযোগীরা পালিয়ে আসে। পরে বিএসএফ সদস্যরা নিহত দুলালের মরদেহ সুখদেবপুর ক্যাম্পে নিয়ে যায়। বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, এ সীমান্ত দিয়ে সাধারণত গরু ব্যবসা হয় না। মাদক ও চোরাই মোবাইলসহ অন্য জিনিসপত্র পাচারের অন্যতম প্রধান রুট এটি। দুলালসহ কয়েকজন কিরণগঞ্জ বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করছিল। এ সময় ভারতীয় বিএসএফের গুলিতে সে মারা যায়। মরদেহ এখনও ভারতের বিএসএফের ক্যাম্পে রয়েছে। এ ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, আমি এখন ঘটনাস্থলে রয়েছি। পরিপূর্ণ তথ্য দিয়ে পরবর্তীতে জানানো হবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের কথা রয়েছে। তারা এখন পর্যন্ত সময় নির্ধারণ করেনি।