শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট চার্জ কমেছে

শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ইন্টারনেট ব্যান্ডউইথের মাসিক চার্জ কমেছে। প্রতি এমবিপিএস সর্বনিম্ন ১৮০ টাকা এবং সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১ জুলাই থেকে এ রেট কার্যকর শুরু হয়েছে। এর ফলে শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাসিক ইন্টারনেট চার্জ শতকরা ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। অন্য ক্যাটাগরি বিশেষ করে আইআইজি, আইএসপি, সরকারি ও করপোরেট অফিসসমূহের জন্যও ১ জুলাই থেকে হ্রাসকৃত মূল্যে ইন্টারনেট চার্জ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ভিপিএন সেবার মূল্যও কমানো হয়েছে এবং ওয়েভ হোস্টিংয়ে (নতুন সেবা) মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের চলমান অগ্রগতি আরও বেগবান করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। তবে অভিযোগ রয়েছে, সরকার কমালেও অনেক ক্ষেত্রে ইন্টারনেট চার্জের নতুন রেট এখনো কার্যকর করেনি। তার প্রভাব এখনো পড়েনি। বিটিসিএল সূত্রে জানা গেছে, সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ বিনির্মাণের শরিক হতে পারেন এ লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ের দিকনির্দেশনায় ইন্টারনেটের মূল্য হ্রাস করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারে সে লক্ষ্যে এর আগে ২০০৯ সালের আগস্ট মাসে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০১১ সালের এপ্রিলে ১২ হাজার টাকা, ২০১২ সালের এপ্রিলে ৮ হাজার টাকা, ২০১৪ সালের এপ্রিলে ২ হাজার ৮০০ টাকা এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৬০ টাকা নির্ধারণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প আগামী ২০২১ বাস্তবায়নে টেলিযোগাযোগ খাতের বিকাশে যুগান্তকারি বিভিন্ন কর্মসূচি উল্লেখ করা হয়েছে। ১৯৯৬ সাল থেকে ২০০১ এবং ২০০৯ সাল থেকে অদ্যাবধি তথ্যযোগাযোগ প্রযুক্তি বিকাশে দেশে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। ২০০৮ সালেও দেশে সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করা হতো। বর্তমানে তা ১১শ’ জিবিপিএসে উন্নীত হয়েছে।

বিভিন্ন ক্যাটাগরিতে ইন্টারনেট সংক্রান্ত সেবাসমূহের পুনর্নির্ধারিত মূল্য তালিকা প্রকাশ করেছে। তার কিছু অংশ এ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। আইআইজি-এর জন্য আইপি ট্রানজিট : ব্যান্ডউইথ এমবিপিএস ৫০০-৯৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৫০, ন্যূনতম ২ বছর মেয়াদি চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৩৫, ব্যান্ডউইথ এমবিপিএস ১০০০-২৯৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৪০, ন্যূনতম ২ বছর মেয়াদি চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩২৫, ব্যান্ডউইথ এমবিপিএস ৩০০-৪৯৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ ৩৩০ ন্যূনতম ২ বছর মেয়াদি চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ৩১৫ টাকা। ব্যান্ডউইথ এমবিপিএস ৫০০০-৯৯৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ ৩২৫ টাকা, ন্যূনতম ২ বছর মেয়াদি চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ৩১০ টাকা। ঢাকার জন্য শতকরা ১০ ভাগ বিশেষ মূল ছাড় দেয়া হয়েছে। এছাড়াও ইউনিয়নের গ্রাহকরা উপর বর্ণিত চার্জ হতে অতিরিক্ত শতকরা ১০ ভাগ ডিসকাউন্ট পাবে।

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য : ব্যান্ডউইথ এমবিপিএস ৫-৯৯ পর্যন্ত প্রতি চার্জ ৩০০ টাকা, ন্যূনতম ৫ বছর মেয়াদি চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ২৭০ টাকা। ব্যান্ডউইথ এমবিপিএস ১০০-২৯৯ এমবিপিএস প্রতি চার্জ ২৯০ টাকা, ন্যূনতম ৫ বছর মেয়াদি চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ২৬০ টাকা, ব্যান্ডউইথ এমবিপিএস ৩০০-৪৯৯ এমবিপিএস প্রতি চার্জ ২৬৫ টাকা। এ ছাড়াও সরকারি অফিস, আধা-সরকারি প্রতিষ্ঠান ও করপোরেট অফিসের জন্য চার্জ নির্ধারণ করা হয়েছে।

অপর দিকে গতকাল সন্ধ্যায় বিটিসিএল অফিস থেকে আরও জানা গেছে, আগামী ১৬ জুলাই থেকে এডিএসএল এবং জিপন ব্যান্ডউইথের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। ১ এমবিপিএস এডিএসএল ব্যান্ডউইথের মূল্য ভ্যাটসহ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১ দশমিক ৫ এমবিপিএসের এডিএসএলের মূল্য ভ্যাটসহ ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জিপন : ২ এমবিপিএস জিপন মূল্য ভ্যাটসহ ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৪ এমবিপিএস মূল্য কমিয়ে ভ্যাটসহ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনুরূপ ১০ এমবিপিএসের মূল্য কমিয়ে ভ্যাটসহ ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০ এমবিপিএসের মূল্য ভ্যাটসহ ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট চার্জ কমেছে

নিজস্ব বার্তা পরিবেশক

শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ইন্টারনেট ব্যান্ডউইথের মাসিক চার্জ কমেছে। প্রতি এমবিপিএস সর্বনিম্ন ১৮০ টাকা এবং সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১ জুলাই থেকে এ রেট কার্যকর শুরু হয়েছে। এর ফলে শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাসিক ইন্টারনেট চার্জ শতকরা ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। অন্য ক্যাটাগরি বিশেষ করে আইআইজি, আইএসপি, সরকারি ও করপোরেট অফিসসমূহের জন্যও ১ জুলাই থেকে হ্রাসকৃত মূল্যে ইন্টারনেট চার্জ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ভিপিএন সেবার মূল্যও কমানো হয়েছে এবং ওয়েভ হোস্টিংয়ে (নতুন সেবা) মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের চলমান অগ্রগতি আরও বেগবান করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। তবে অভিযোগ রয়েছে, সরকার কমালেও অনেক ক্ষেত্রে ইন্টারনেট চার্জের নতুন রেট এখনো কার্যকর করেনি। তার প্রভাব এখনো পড়েনি। বিটিসিএল সূত্রে জানা গেছে, সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ বিনির্মাণের শরিক হতে পারেন এ লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ের দিকনির্দেশনায় ইন্টারনেটের মূল্য হ্রাস করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারে সে লক্ষ্যে এর আগে ২০০৯ সালের আগস্ট মাসে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০১১ সালের এপ্রিলে ১২ হাজার টাকা, ২০১২ সালের এপ্রিলে ৮ হাজার টাকা, ২০১৪ সালের এপ্রিলে ২ হাজার ৮০০ টাকা এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৬০ টাকা নির্ধারণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প আগামী ২০২১ বাস্তবায়নে টেলিযোগাযোগ খাতের বিকাশে যুগান্তকারি বিভিন্ন কর্মসূচি উল্লেখ করা হয়েছে। ১৯৯৬ সাল থেকে ২০০১ এবং ২০০৯ সাল থেকে অদ্যাবধি তথ্যযোগাযোগ প্রযুক্তি বিকাশে দেশে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। ২০০৮ সালেও দেশে সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করা হতো। বর্তমানে তা ১১শ’ জিবিপিএসে উন্নীত হয়েছে।

বিভিন্ন ক্যাটাগরিতে ইন্টারনেট সংক্রান্ত সেবাসমূহের পুনর্নির্ধারিত মূল্য তালিকা প্রকাশ করেছে। তার কিছু অংশ এ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। আইআইজি-এর জন্য আইপি ট্রানজিট : ব্যান্ডউইথ এমবিপিএস ৫০০-৯৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৫০, ন্যূনতম ২ বছর মেয়াদি চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৩৫, ব্যান্ডউইথ এমবিপিএস ১০০০-২৯৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৪০, ন্যূনতম ২ বছর মেয়াদি চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩২৫, ব্যান্ডউইথ এমবিপিএস ৩০০-৪৯৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ ৩৩০ ন্যূনতম ২ বছর মেয়াদি চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ৩১৫ টাকা। ব্যান্ডউইথ এমবিপিএস ৫০০০-৯৯৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ ৩২৫ টাকা, ন্যূনতম ২ বছর মেয়াদি চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ৩১০ টাকা। ঢাকার জন্য শতকরা ১০ ভাগ বিশেষ মূল ছাড় দেয়া হয়েছে। এছাড়াও ইউনিয়নের গ্রাহকরা উপর বর্ণিত চার্জ হতে অতিরিক্ত শতকরা ১০ ভাগ ডিসকাউন্ট পাবে।

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য : ব্যান্ডউইথ এমবিপিএস ৫-৯৯ পর্যন্ত প্রতি চার্জ ৩০০ টাকা, ন্যূনতম ৫ বছর মেয়াদি চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ২৭০ টাকা। ব্যান্ডউইথ এমবিপিএস ১০০-২৯৯ এমবিপিএস প্রতি চার্জ ২৯০ টাকা, ন্যূনতম ৫ বছর মেয়াদি চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ২৬০ টাকা, ব্যান্ডউইথ এমবিপিএস ৩০০-৪৯৯ এমবিপিএস প্রতি চার্জ ২৬৫ টাকা। এ ছাড়াও সরকারি অফিস, আধা-সরকারি প্রতিষ্ঠান ও করপোরেট অফিসের জন্য চার্জ নির্ধারণ করা হয়েছে।

অপর দিকে গতকাল সন্ধ্যায় বিটিসিএল অফিস থেকে আরও জানা গেছে, আগামী ১৬ জুলাই থেকে এডিএসএল এবং জিপন ব্যান্ডউইথের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। ১ এমবিপিএস এডিএসএল ব্যান্ডউইথের মূল্য ভ্যাটসহ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১ দশমিক ৫ এমবিপিএসের এডিএসএলের মূল্য ভ্যাটসহ ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জিপন : ২ এমবিপিএস জিপন মূল্য ভ্যাটসহ ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৪ এমবিপিএস মূল্য কমিয়ে ভ্যাটসহ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনুরূপ ১০ এমবিপিএসের মূল্য কমিয়ে ভ্যাটসহ ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০ এমবিপিএসের মূল্য ভ্যাটসহ ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।