ভূমি আইন যুগোপযোগী করা হচ্ছে

ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ব্রিটিশ আমলের ভূমিবিষয়ক আইন পর্যায়ক্রমে যুগোপযোগী করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নতুন আইন তৈরির পাশাপাশি পুরনো আইন সংস্কার করার মাধ্যমে ভূমিসেবা আরও গতিশীল করার উদ্দেশ্যে এ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

ভূমিমন্ত্রী গতকাল রাজধানীর কাঁটাবনে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে চার সপ্তাহের ‘১১তম বেসিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন করার সময় নবনিযুক্ত সহকারী কমিশনারদের (ভূমি)/এসিল্যান্ড) উদ্দেশ্যে এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকার দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মন্ত্রণালয় থেকে মাঠপর্যায়ের ভূমি অফিসের কর্মকান্ড পরিবীক্ষণ করার পাশাপাশি আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। দুর্নীতির প্রমাণ পেলেই আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া কিছুদিনের মধ্যে হটলাইনের কার্যক্রম শুরু হবে, এতে স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে। তিনি প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দিয়ে বলেন, নেতৃত্ব গুণাবলি প্রদর্শনের মাধ্যমে ভূমি অফিসে কর্মরত অধস্তনদের পরিচালনা করতে হবে। কোন সিদ্ধান্ত নেয়ার সময় তাদের ওপর নির্ভর করে ভুল পথে চলা যাবে না।

এসিল্যান্ডরা যত দিন ভূমি মন্ত্রণালয়ের অধীনে কাজ করবেন তত দিন তাদের মূল দায়িত্ব জনগণকে ভূমিসেবা প্রদান করা। অতি জরুরি রাষ্ট্রীয় দায়িত্ব ছাড়া অন্যান্য কর্মকা- যেমন সাধারণ প্রটোকলের দায়িত্ব পালন করতে গিয়ে যেন নিয়মিত ভূমিসেবা প্রদানে বিঘœ না ঘটে, তা মন্ত্রী স্মরণ করে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী। তিনি বলেন, গতিশীল ও জনবান্ধব ভূমিসেবা প্রদান করাই ভূমি মন্ত্রণালয়ের বর্তমান লক্ষ্য এবং মাঠপর্যায়ে তা বাস্তবায়িত করার গুরুদায়িত্ব আপনাদের। ভূমি ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো স্বচ্ছতা। আপনারা দায়িত্বপালন করার সময় এর ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক আবদুল হাই। এছাড়া প্রশিক্ষণকেন্দ্রের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষকসহ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩ এবং ৩৪ ব্যাচের এসিল্যান্ডরা উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রীর উদ্যোগে এসিল্যান্ডদের আরও নিবিড় প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে দুই সপ্তাহের কোর্সটি এবার চার সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে।

আরও খবর
টানা বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল
পাহাড়ধসে রুমা ও থানচী সড়ক বন্ধ
তারেককে ফেরানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত
সাড়ে ৮ লাখ নারী প্রবাসে কর্মরত
বিএসএফের গুলিতে যুবক নিহত
কোরবানির পশুর হাট তদারকিতে থাকবে ভোক্তা অধিদফতরও
সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
ঐক্যফ্রন্ট ছাড়লেন কাদের সিদ্দিকী
রাবি হলের সিট শুধু দখলদারদের!
শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট চার্জ কমেছে
এমপি ফিরোজ রশিদের পুত্রবধূ গুলিবিদ্ধ
ছাত্রীর পর্নোভিডিও শিক্ষককে গণপিটুনি
রিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ
যশোর পুলিশে ঘুষ ছাড়াই চাকরি
বগুড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

ভূমি আইন যুগোপযোগী করা হচ্ছে

ভূমিমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ব্রিটিশ আমলের ভূমিবিষয়ক আইন পর্যায়ক্রমে যুগোপযোগী করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নতুন আইন তৈরির পাশাপাশি পুরনো আইন সংস্কার করার মাধ্যমে ভূমিসেবা আরও গতিশীল করার উদ্দেশ্যে এ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

ভূমিমন্ত্রী গতকাল রাজধানীর কাঁটাবনে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে চার সপ্তাহের ‘১১তম বেসিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন করার সময় নবনিযুক্ত সহকারী কমিশনারদের (ভূমি)/এসিল্যান্ড) উদ্দেশ্যে এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকার দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মন্ত্রণালয় থেকে মাঠপর্যায়ের ভূমি অফিসের কর্মকান্ড পরিবীক্ষণ করার পাশাপাশি আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। দুর্নীতির প্রমাণ পেলেই আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া কিছুদিনের মধ্যে হটলাইনের কার্যক্রম শুরু হবে, এতে স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে। তিনি প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দিয়ে বলেন, নেতৃত্ব গুণাবলি প্রদর্শনের মাধ্যমে ভূমি অফিসে কর্মরত অধস্তনদের পরিচালনা করতে হবে। কোন সিদ্ধান্ত নেয়ার সময় তাদের ওপর নির্ভর করে ভুল পথে চলা যাবে না।

এসিল্যান্ডরা যত দিন ভূমি মন্ত্রণালয়ের অধীনে কাজ করবেন তত দিন তাদের মূল দায়িত্ব জনগণকে ভূমিসেবা প্রদান করা। অতি জরুরি রাষ্ট্রীয় দায়িত্ব ছাড়া অন্যান্য কর্মকা- যেমন সাধারণ প্রটোকলের দায়িত্ব পালন করতে গিয়ে যেন নিয়মিত ভূমিসেবা প্রদানে বিঘœ না ঘটে, তা মন্ত্রী স্মরণ করে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী। তিনি বলেন, গতিশীল ও জনবান্ধব ভূমিসেবা প্রদান করাই ভূমি মন্ত্রণালয়ের বর্তমান লক্ষ্য এবং মাঠপর্যায়ে তা বাস্তবায়িত করার গুরুদায়িত্ব আপনাদের। ভূমি ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো স্বচ্ছতা। আপনারা দায়িত্বপালন করার সময় এর ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক আবদুল হাই। এছাড়া প্রশিক্ষণকেন্দ্রের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষকসহ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩ এবং ৩৪ ব্যাচের এসিল্যান্ডরা উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রীর উদ্যোগে এসিল্যান্ডদের আরও নিবিড় প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে দুই সপ্তাহের কোর্সটি এবার চার সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে।