ধর্ষণ মামলা তুলতে প্রাণনাশের হুমকি

বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে এক নারী গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি-ধামকি দেয়ার অভিযোগ উঠেছে। অন্যথায় বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ করা হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন ভুক্তভোগী ওই পরিবারটি। গত সোমবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মামলার বাদী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত তিন বছর আগে প্রথম স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়। এরপর তিনি গার্মেন্টেসে চাকরি নেন। এক পর্যায়ে একই গ্রামের হবিবর রহমান তালুকদারের ছেলে মাহবুবব তালুকদার তাকে বিয়ের প্রস্তাব দেয়। একইসঙ্গে মাহবুব তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন। এমনকি বিয়ের প্রলোভন দিয়ে চলতি বছরের ১৮ জানুয়ারি রাতে জেলার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের বন্ধুর বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে বলে আভিযোগ তার। এছাড়া একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে গিয়েও তাকে ধর্ষণ করা হয়। কিন্তু বিয়ে করতে চাপ দিলে তিনি নানা তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে আদালতের দ্বারস্থ হন তিনি। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ একটি মামলা দায়ের করেন। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। সম্মেলনে ভুক্তভোগী বলেন, বেশকিছুদিন ধরে মাহবুব ও তার ভাই মাসুদ রানা মামলা তুলে নিতে অব্যাহতভাবে নানা হুমকি-ধামকি দিচ্ছেন।

আরও খবর
যত্রতত্র এলপি গ্যাস পেট্রল বিক্রি : যে কোন সময় দুর্ঘটনা
নার্সিং কলেজের দুই প্রভাষকের বিরুদ্ধে কোচিং ব্যবসার অভিযোগ
বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে হতাহত ১৮
গাছ কাটা বিবাদে ভাতিজার হাতে চাচা হত
যুবলীগ নেতাসহ মরদেহ উদ্ধার ২
ঝালকাঠিতে মাদক মামলায় দন্ডিত ১
ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত
হবিগঞ্জে বৃষ্টিতে ডুবে রাস্তা : বাড়ছে ঝুঁকি
কুলাউড়া হাসপাতালে ২১ ডাক্তারের কাজ পাঁচজনে : চিকিৎসা ব্যাহত
মাগুরায় পৃথক ঘটনায় হত ২
সৈয়দপুরে ৫ ওষুধ দোকানকে অর্ধলক্ষ জরিমানা
শ্রীবরদীতে বিল্লাল হত্যার বিচার দাবি
কিশোরগঞ্জে স্বচ্ছতা ডোপ টেস্টে কনস্টেবল নিয়োগ
বাঁশখালীতে সংস্কার হচ্ছে ৯ আশ্রয় কেন্দ্র
বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল সহস্রাধিক মানুষ
জাবিতে হল নির্মাণের স্থান পুনর্নির্ধারণের দাবি
অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার : আটক ৬
এক ডাক্তার দিয়ে চলছে দুই জেলার একমাত্র টিবি ক্লিনিক!
মুক্তাগাছায় ধর্ষণের শিকার ২ নারী
মুক্তিযোদ্ধা সংসদের জমি দখল করে প্রভাবশালীর রাস্তা

বুধবার, ১০ জুলাই ২০১৯ , ২৬ আষাঢ় ১৪২৫, ৬ জ্বিলকদ ১৪৪০

ধর্ষণ মামলা তুলতে প্রাণনাশের হুমকি

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে এক নারী গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি-ধামকি দেয়ার অভিযোগ উঠেছে। অন্যথায় বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ করা হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন ভুক্তভোগী ওই পরিবারটি। গত সোমবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মামলার বাদী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত তিন বছর আগে প্রথম স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়। এরপর তিনি গার্মেন্টেসে চাকরি নেন। এক পর্যায়ে একই গ্রামের হবিবর রহমান তালুকদারের ছেলে মাহবুবব তালুকদার তাকে বিয়ের প্রস্তাব দেয়। একইসঙ্গে মাহবুব তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন। এমনকি বিয়ের প্রলোভন দিয়ে চলতি বছরের ১৮ জানুয়ারি রাতে জেলার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের বন্ধুর বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে বলে আভিযোগ তার। এছাড়া একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে গিয়েও তাকে ধর্ষণ করা হয়। কিন্তু বিয়ে করতে চাপ দিলে তিনি নানা তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে আদালতের দ্বারস্থ হন তিনি। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ একটি মামলা দায়ের করেন। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। সম্মেলনে ভুক্তভোগী বলেন, বেশকিছুদিন ধরে মাহবুব ও তার ভাই মাসুদ রানা মামলা তুলে নিতে অব্যাহতভাবে নানা হুমকি-ধামকি দিচ্ছেন।