মুক্তিযোদ্ধা সংসদের জমি দখল করে প্রভাবশালীর রাস্তা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখল করে এক প্রভাবশালী ব্যাক্তি তার ব্যাক্তিমালাকানাধীন জায়গায় যাতায়াতের জন্যে পাকা রাস্তা নির্মাণ করেছে। মুক্তিযোদ্ধা সংসদের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মুক্তিযোদ্ধারা গত সোমবার মানবন্ধন কর্মসূচি পালন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

ফুলবাড়িয়া উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডযৌথভাবে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের আমলে মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখল করার মতো ন্যাকারজনক ঘটনা ঘটিয়েছে এই প্রভাবশালী মহল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের দখলকৃত জায়গা খালি করে না দিলে মুক্তিযোদ্ধারা বৃহত্তরো আন্দোলনে যেতে বাধ্য হবে। এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, গত ৪৫ বছর ধরে মুক্তিযোদ্ধা সংসদের নামে এই জায়গাটি বরাদ্দ নেয়া আছে। এখানে মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন ভবনটিও রয়েছে। সংসদের এই জমির পাশেই ফুলবাড়িয়া উপজেলার বর্তমান সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন এর একটি চারতলা ভবন রয়েছে। তার পাশেই সংসদ সদস্যের মেয়ের নামে একখন্ড জমি আছে। সেই জমিতে যাতায়াতের জন্যে মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন ভবনের সামনের সংসদের নিজস্ব জায়গা দিয়ে একটি পাঁকা রাস্তা নির্মাণ করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সুলতান গিয়াস উদ্দিন তালুকদার, হাফেজ আবুল হোসেন মোল্লা, আব্দুল মজিদ, মোয়াজ্জেম হোসেন, আব্দুল মোতালেবসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে স্মারকলিপি প্রদান করেন। এ ব্যাপারে সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি যদ্দোর জানি এ জায়গাটি মুক্তিযোদ্ধা সংসদের না। তাছাড়া এসড়কটি নির্মাণ করেছে পৌরসভা। তবে ফুলবাড়িয়া পৌরসভার মেয়র গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ রাস্তাটি পৌরসভা নির্মাণ করেনি। জায়গা সম্পর্কে তিনি বলেন, এই জায়গাটি মুক্তিযোদ্ধা সংসদেরই ছিল পরে এখন শুনছি কারো ব্যাক্তিগত নামে ছিল জায়গাটি। ফুলবাড়িয়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, এ জায়গাটি মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে তৎকালনি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুছ ছালামের নামে লিজ নেয়া হয়েছিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার জানান, এ ব্যাপারে আমি একটি স্মারকলিপি পেয়েছি বিষয়টি আমি তদন্ত কওে অবিলম্বে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

image

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখল করে নির্মিত ব্যক্তিগত রাস্তা -সংবাদ

আরও খবর
যত্রতত্র এলপি গ্যাস পেট্রল বিক্রি : যে কোন সময় দুর্ঘটনা
নার্সিং কলেজের দুই প্রভাষকের বিরুদ্ধে কোচিং ব্যবসার অভিযোগ
বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে হতাহত ১৮
গাছ কাটা বিবাদে ভাতিজার হাতে চাচা হত
যুবলীগ নেতাসহ মরদেহ উদ্ধার ২
ঝালকাঠিতে মাদক মামলায় দন্ডিত ১
ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত
হবিগঞ্জে বৃষ্টিতে ডুবে রাস্তা : বাড়ছে ঝুঁকি
কুলাউড়া হাসপাতালে ২১ ডাক্তারের কাজ পাঁচজনে : চিকিৎসা ব্যাহত
মাগুরায় পৃথক ঘটনায় হত ২
সৈয়দপুরে ৫ ওষুধ দোকানকে অর্ধলক্ষ জরিমানা
শ্রীবরদীতে বিল্লাল হত্যার বিচার দাবি
কিশোরগঞ্জে স্বচ্ছতা ডোপ টেস্টে কনস্টেবল নিয়োগ
বাঁশখালীতে সংস্কার হচ্ছে ৯ আশ্রয় কেন্দ্র
বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল সহস্রাধিক মানুষ
জাবিতে হল নির্মাণের স্থান পুনর্নির্ধারণের দাবি
অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার : আটক ৬
এক ডাক্তার দিয়ে চলছে দুই জেলার একমাত্র টিবি ক্লিনিক!
মুক্তাগাছায় ধর্ষণের শিকার ২ নারী
ধর্ষণ মামলা তুলতে প্রাণনাশের হুমকি

বুধবার, ১০ জুলাই ২০১৯ , ২৬ আষাঢ় ১৪২৫, ৬ জ্বিলকদ ১৪৪০

মুক্তিযোদ্ধা সংসদের জমি দখল করে প্রভাবশালীর রাস্তা

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

image

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখল করে নির্মিত ব্যক্তিগত রাস্তা -সংবাদ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখল করে এক প্রভাবশালী ব্যাক্তি তার ব্যাক্তিমালাকানাধীন জায়গায় যাতায়াতের জন্যে পাকা রাস্তা নির্মাণ করেছে। মুক্তিযোদ্ধা সংসদের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মুক্তিযোদ্ধারা গত সোমবার মানবন্ধন কর্মসূচি পালন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

ফুলবাড়িয়া উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডযৌথভাবে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের আমলে মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখল করার মতো ন্যাকারজনক ঘটনা ঘটিয়েছে এই প্রভাবশালী মহল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের দখলকৃত জায়গা খালি করে না দিলে মুক্তিযোদ্ধারা বৃহত্তরো আন্দোলনে যেতে বাধ্য হবে। এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, গত ৪৫ বছর ধরে মুক্তিযোদ্ধা সংসদের নামে এই জায়গাটি বরাদ্দ নেয়া আছে। এখানে মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন ভবনটিও রয়েছে। সংসদের এই জমির পাশেই ফুলবাড়িয়া উপজেলার বর্তমান সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন এর একটি চারতলা ভবন রয়েছে। তার পাশেই সংসদ সদস্যের মেয়ের নামে একখন্ড জমি আছে। সেই জমিতে যাতায়াতের জন্যে মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন ভবনের সামনের সংসদের নিজস্ব জায়গা দিয়ে একটি পাঁকা রাস্তা নির্মাণ করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সুলতান গিয়াস উদ্দিন তালুকদার, হাফেজ আবুল হোসেন মোল্লা, আব্দুল মজিদ, মোয়াজ্জেম হোসেন, আব্দুল মোতালেবসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে স্মারকলিপি প্রদান করেন। এ ব্যাপারে সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি যদ্দোর জানি এ জায়গাটি মুক্তিযোদ্ধা সংসদের না। তাছাড়া এসড়কটি নির্মাণ করেছে পৌরসভা। তবে ফুলবাড়িয়া পৌরসভার মেয়র গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ রাস্তাটি পৌরসভা নির্মাণ করেনি। জায়গা সম্পর্কে তিনি বলেন, এই জায়গাটি মুক্তিযোদ্ধা সংসদেরই ছিল পরে এখন শুনছি কারো ব্যাক্তিগত নামে ছিল জায়গাটি। ফুলবাড়িয়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, এ জায়গাটি মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে তৎকালনি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুছ ছালামের নামে লিজ নেয়া হয়েছিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার জানান, এ ব্যাপারে আমি একটি স্মারকলিপি পেয়েছি বিষয়টি আমি তদন্ত কওে অবিলম্বে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।