আ’লীগ মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাচ্ছে

মুক্তিযুদ্ধ মঞ্চ

আওয়ামী লীগ ধীরে ধীরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। তারা বলেন, নিজেদের রাজনৈতিক আদর্শ ও চেতনার সব শক্তির মৃত্যু ঘটিয়ে আওয়ামী লীগ এখন স্বাধীনতাবিরোধী জামাত-বিএনপি-হেফাজতের দেহে পরজীবী হয়ে বেঁচে থাকতে চায়। ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ায় সে আশঙ্কাই সত্যি হলো। গতকাল দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা এসব কথা বলেন। ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনয়ন দেয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাবি শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃসময়ের ত্যাগী, দীর্ঘ পরীক্ষিত নেতাদের প্রত্যাখ্যান করে কিভাবে সদ্য দলে যোগ দেয়া ইনাম আহমেদ চৌধুরীকে উপদেষ্টা করেছেন, তা আমাদের বিস্মিত করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী চীন সফর শেষে দেশে ফিরে চীনপন্থি একজন সাবেক কূটনীতিককে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য করেছেন। এটা যদি চীনের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদারের জন্য হয়, তবে নিশ্চয়ই তা প্রশংসা ও আশাবাদের ব্যাপার। সেক্ষেত্রে অবশ্যই ইনাম চৌধুরীর মতো বিতর্কিত ব্যক্তির নিয়োগ পরিত্যাজ্য হওয়া উচিত ছিল। কিন্তু তা যদি হয় প্রতিবেশী বন্ধু দেশের সঙ্গে ক্রমবর্ধমান অবনতিশীল সম্পর্কের বিকল্প ব্যবস্থা, তাহলে সেটা আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সুদূরপ্রসারী এক মহাভ্রান্তি হিসেবে পরিগণিত হবে। তিনি আরও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপ্রবেশকারীদের বিপক্ষে একাধিক বক্তব্য দিয়ে দলের দুঃসময়ের নেতাকর্মীদের মনে আশার ভেলা তৈরি করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী বক্তব্য ও ইনাম আহমেদ চৌধুরীর উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রধানমন্ত্রীর কথা ও কাজের মধ্যে স্পষ্ট বৈপরীত্য তৈরি করেছে।

বুধবার, ১০ জুলাই ২০১৯ , ২৬ আষাঢ় ১৪২৫, ৬ জ্বিলকদ ১৪৪০

আ’লীগ মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাচ্ছে

মুক্তিযুদ্ধ মঞ্চ

প্রতিনিধি, ঢাবি

আওয়ামী লীগ ধীরে ধীরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। তারা বলেন, নিজেদের রাজনৈতিক আদর্শ ও চেতনার সব শক্তির মৃত্যু ঘটিয়ে আওয়ামী লীগ এখন স্বাধীনতাবিরোধী জামাত-বিএনপি-হেফাজতের দেহে পরজীবী হয়ে বেঁচে থাকতে চায়। ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ায় সে আশঙ্কাই সত্যি হলো। গতকাল দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা এসব কথা বলেন। ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনয়ন দেয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাবি শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃসময়ের ত্যাগী, দীর্ঘ পরীক্ষিত নেতাদের প্রত্যাখ্যান করে কিভাবে সদ্য দলে যোগ দেয়া ইনাম আহমেদ চৌধুরীকে উপদেষ্টা করেছেন, তা আমাদের বিস্মিত করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী চীন সফর শেষে দেশে ফিরে চীনপন্থি একজন সাবেক কূটনীতিককে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য করেছেন। এটা যদি চীনের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদারের জন্য হয়, তবে নিশ্চয়ই তা প্রশংসা ও আশাবাদের ব্যাপার। সেক্ষেত্রে অবশ্যই ইনাম চৌধুরীর মতো বিতর্কিত ব্যক্তির নিয়োগ পরিত্যাজ্য হওয়া উচিত ছিল। কিন্তু তা যদি হয় প্রতিবেশী বন্ধু দেশের সঙ্গে ক্রমবর্ধমান অবনতিশীল সম্পর্কের বিকল্প ব্যবস্থা, তাহলে সেটা আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সুদূরপ্রসারী এক মহাভ্রান্তি হিসেবে পরিগণিত হবে। তিনি আরও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপ্রবেশকারীদের বিপক্ষে একাধিক বক্তব্য দিয়ে দলের দুঃসময়ের নেতাকর্মীদের মনে আশার ভেলা তৈরি করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী বক্তব্য ও ইনাম আহমেদ চৌধুরীর উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রধানমন্ত্রীর কথা ও কাজের মধ্যে স্পষ্ট বৈপরীত্য তৈরি করেছে।