হুমায়ূন আহমেদ স্মরণে ‘নদ্দিউ নতিম’

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কে কথা কয়’ এর নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। আগামী ১৩ জুলাই তার ৭ম মৃত্যুবার্ষিকী। ওই দিন তার স্মরণে হবে ‘নদ্দিউ নতিম’ নাটকের বিশেষ প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এটি মঞ্চস্থ হবে ওই দিন সন্ধ্যা ৭টায়। নাটকটি ম্যাড থেটারের প্রথম প্রযোজনা। এটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম।

‘নদ্দিউ নতিম’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে রাশেদ ও আরিফ এবং আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন আদর। দেশে ও দেশের বাইরে ‘নদ্দিউ নতিম’ নাটকের একাধিক প্রদর্শনী হয়েছে। এবার হবে নাটকটির ৫৩তম প্রদর্শনী।

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ , ২৭ আষাঢ় ১৪২৫, ৭ জ্বিলকদ ১৪৪০

হুমায়ূন আহমেদ স্মরণে ‘নদ্দিউ নতিম’

বিনোদন প্রতিবেদক

image

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কে কথা কয়’ এর নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। আগামী ১৩ জুলাই তার ৭ম মৃত্যুবার্ষিকী। ওই দিন তার স্মরণে হবে ‘নদ্দিউ নতিম’ নাটকের বিশেষ প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এটি মঞ্চস্থ হবে ওই দিন সন্ধ্যা ৭টায়। নাটকটি ম্যাড থেটারের প্রথম প্রযোজনা। এটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম।

‘নদ্দিউ নতিম’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে রাশেদ ও আরিফ এবং আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন আদর। দেশে ও দেশের বাইরে ‘নদ্দিউ নতিম’ নাটকের একাধিক প্রদর্শনী হয়েছে। এবার হবে নাটকটির ৫৩তম প্রদর্শনী।