১৩ জুলাই গণঅবস্থান বাম ঐক্যের

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ জুলাই গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। গণঅবস্থান কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাম ঐক্যের নেতারা। গতকাল রাজধানীর তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক জরুরি আলোচনা সভায় এই সিদ্ধান্ত হয়।

বাম ঐক্যের সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ডা. এম.এ সামাদের সভাপতিত্বে সভায় জোটের শীর্ষনেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামছুল আলম, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা শামছুল হক সরকার, নুরুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় গত ৭ জুনের হরতাল সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানানো হয় এবং অনতিবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দেশের ১৬ কোটি জনগণের প্রাণের দাবি। দাবি না মানলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই সরকারকে বাধ্য করা হবে দাবি মানতে।

আরও খবর
জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ
জলবায়ুর প্রভাব মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে আরও সচেতন হওয়ার আহ্বান
বঙ্গবন্ধু ও তার পরিবার স্বাধীনতার প্রতীক
বাংলাদেশে বৈশ্বিক অভিযোজন কেন্দ্র নির্মাণের প্রস্তাব বান কি মুনের
মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই
ভিকারুননিসার দুই শিক্ষিকার বিচার শুরুর আদেশ
ভবন ভাঙচুর ও ৫ কোটি টাকার সম্পদ লুট
প্রবীণ সাংবাদিক অজয় বড়ুয়ার সুস্থতা কামনায় প্রার্থনা
তড়িঘড়ি করে নিয়োগ দেয়ার হিড়িক!
শিশু নির্যাতন বন্ধে স্কুলে অভিযোগ বক্স রাখার নির্দেশ
ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
ছাত্রীকে যৌন নিপীড়ন : শিক্ষক বরখাস্ত
মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাসান রেজা নিখোঁজ

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ , ২৭ আষাঢ় ১৪২৫, ৭ জ্বিলকদ ১৪৪০

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে

১৩ জুলাই গণঅবস্থান বাম ঐক্যের

নিজস্ব বার্তা পরিবশেক

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ জুলাই গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। গণঅবস্থান কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাম ঐক্যের নেতারা। গতকাল রাজধানীর তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক জরুরি আলোচনা সভায় এই সিদ্ধান্ত হয়।

বাম ঐক্যের সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ডা. এম.এ সামাদের সভাপতিত্বে সভায় জোটের শীর্ষনেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামছুল আলম, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা শামছুল হক সরকার, নুরুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় গত ৭ জুনের হরতাল সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানানো হয় এবং অনতিবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দেশের ১৬ কোটি জনগণের প্রাণের দাবি। দাবি না মানলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই সরকারকে বাধ্য করা হবে দাবি মানতে।