ভ্লাদিমির মায়াকোভস্কি

জন্ম: ১৯ জুলাই, ১৮৯৩, জর্জিয়া

মৃত্যু: ১৪ এপ্রিল, ১৯৩০

ভ্লাদিমির মায়াকোভস্কি বিপ্লবের কবি। ককেশীয় অঞ্চলের জর্জিয়া রাজ্যের সম্ভ্রান্ত এক রুশ পরিবারে তার জন্ম। তবে জন্মের সময় তার পরিবার ছিল অভাবগ্রস্ত। তেরো বছর বয়সে তিনি পিতৃহারা হন। বাবার মৃত্যুর পর মায়াকোভস্কির পরিবার মস্কো চলে যায়।

মস্কোয় তিনি বিপ্লবী কর্মকান্ডে সম্পৃক্ত হন। বলশেভিক পার্টি ক্ষমতায় আসার পর কমিউনিস্ট পার্টিতে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত হন।

মাত্র উনিশ বছর বয়সে ফুতুরিস্ত বা ফিউচারিস্টদের মধ্যে তিনি তেজস্বী কবি হিসাবে পরিগণিত হন। ইজের পরা মেঘ ও মেরুদন্ডের বাঁশি তার প্রথম দিকের লেখা কবিতার বই। মায়াকোভস্কির রাজনৈতিক কাব্যগ্রন্থ লেফট মার্চ (১৯১৯), ভ. ই. লেনিন (১৯২৪), চমৎকার! (১৯২৭) এবং কিছু নাটকে যেমন-. ছারপোকা (১৯২৯), হামামখানায় (১৯৩০) নানা গোঁড়া বিষয়ে প্রছন্ন সমন্বয় পরিলক্ষিত হয়।

প্রেমে ব্যর্থতা ও পার্টির আদর্শের স্বপ্নভঙ্গ, সোভিয়েত সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মায়াকোভস্কিকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।

ইন্টারনেট

আরও খবর

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ , ২৭ আষাঢ় ১৪২৫, ৭ জ্বিলকদ ১৪৪০

ভ্লাদিমির মায়াকোভস্কি

জন্ম: ১৯ জুলাই, ১৮৯৩, জর্জিয়া

মৃত্যু: ১৪ এপ্রিল, ১৯৩০

ভ্লাদিমির মায়াকোভস্কি বিপ্লবের কবি। ককেশীয় অঞ্চলের জর্জিয়া রাজ্যের সম্ভ্রান্ত এক রুশ পরিবারে তার জন্ম। তবে জন্মের সময় তার পরিবার ছিল অভাবগ্রস্ত। তেরো বছর বয়সে তিনি পিতৃহারা হন। বাবার মৃত্যুর পর মায়াকোভস্কির পরিবার মস্কো চলে যায়।

মস্কোয় তিনি বিপ্লবী কর্মকান্ডে সম্পৃক্ত হন। বলশেভিক পার্টি ক্ষমতায় আসার পর কমিউনিস্ট পার্টিতে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত হন।

মাত্র উনিশ বছর বয়সে ফুতুরিস্ত বা ফিউচারিস্টদের মধ্যে তিনি তেজস্বী কবি হিসাবে পরিগণিত হন। ইজের পরা মেঘ ও মেরুদন্ডের বাঁশি তার প্রথম দিকের লেখা কবিতার বই। মায়াকোভস্কির রাজনৈতিক কাব্যগ্রন্থ লেফট মার্চ (১৯১৯), ভ. ই. লেনিন (১৯২৪), চমৎকার! (১৯২৭) এবং কিছু নাটকে যেমন-. ছারপোকা (১৯২৯), হামামখানায় (১৯৩০) নানা গোঁড়া বিষয়ে প্রছন্ন সমন্বয় পরিলক্ষিত হয়।

প্রেমে ব্যর্থতা ও পার্টির আদর্শের স্বপ্নভঙ্গ, সোভিয়েত সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মায়াকোভস্কিকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।

ইন্টারনেট