অণিমার জন্মদিন

কিছুদিন আগে ছোট্ট একটি দুর্ঘনার মুখোমুখি হয়ে রবীন্দ্র সঙ্গীত শিল্পী অণিমা রায় ও তার পুত্র সন্তান অমিয় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে বাসায় বিশ্রামে দিন কাটাচ্ছেন। এদিকে আজ অণিমার জন্মদিন। অণিমা জানান তার স্বামী সাংবাদিক তানভীর তারেকের উদ্যোগেই সাধারণত প্রতি বছর তার জন্মদিন বিশেষভাবে উদযাপিত হয়ে থাকে। জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে গেলো তিন বছর দায়িত্ব পালন শেষে বর্তমানে অণিমা রায় এ বিভাগের একজন সহকারী অধ্যাপক। তিনি চলতি বছরেই ডক্টরেট ডিগ্রি অর্জন করতে যাচ্ছেন। বিগত তিন বছরেরও বেশি সময় ধরে তিনি ‘পঞ্চ গীতিকবির গানে স্বদেশ চেতনা’ বিষয়ে গবেষণা করছেন। রবীন্দ্র বিশ^বিদ্যালয়ে বর্তমান ভাইস চ্যান্সেলর বিশ^জিৎ ঘোষ ও লীনা তাপসী খানের গাইডে তিনি পিএইচডি’র বিষয়ে গবেষনা করছেন। অণিমা রায় আশা করছেন চলতি বছরের শেষপ্রান্তে তিনি ‘পঞ্চ গীতিকবির গানে স্বদেশ চেতনা’ বিষয়ে তার ভাবনার উপস্থাপন করতে পারবেন।

অণিমা রায় বলেন, ‘গবেষণা অনেক কঠিন একটি কাজ। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গানেরই এত ব্যাপ্তি, তাদের কোনটা ছেড়ে কোনটা নিয়ে গবেষনা করবো সেটাই অনেক ক্ষেত্রে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আমি আমার গবেষণায় অনেক শ্রম দিয়ে, অনেক কষ্ট করে একটি যথাযথ ভাবনাই উপস্থাপন করার চেষ্টা করছি। আমার দুজন গাইড বিশ^জিৎ স্যার এবং লীনা তাপসী ম্যাডাম আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করছেন। এখন যেহেতু গবেষণা একদম শেষ পর্যায়ে তাই ভাবছি শেষের কাজটা একটু বেশি আন্তরিকতা নিয়ে, মন দিয়ে করব। তাই ক’টা দিন টানা ছুটিতে যাব।’

শুক্রবার, ১২ জুলাই ২০১৯ , ২৮ আষাঢ় ১৪২৫, ৮ জিলকদ ১৪৪০

অণিমার জন্মদিন

বিনোদন প্রতিবেদক

image

কিছুদিন আগে ছোট্ট একটি দুর্ঘনার মুখোমুখি হয়ে রবীন্দ্র সঙ্গীত শিল্পী অণিমা রায় ও তার পুত্র সন্তান অমিয় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে বাসায় বিশ্রামে দিন কাটাচ্ছেন। এদিকে আজ অণিমার জন্মদিন। অণিমা জানান তার স্বামী সাংবাদিক তানভীর তারেকের উদ্যোগেই সাধারণত প্রতি বছর তার জন্মদিন বিশেষভাবে উদযাপিত হয়ে থাকে। জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে গেলো তিন বছর দায়িত্ব পালন শেষে বর্তমানে অণিমা রায় এ বিভাগের একজন সহকারী অধ্যাপক। তিনি চলতি বছরেই ডক্টরেট ডিগ্রি অর্জন করতে যাচ্ছেন। বিগত তিন বছরেরও বেশি সময় ধরে তিনি ‘পঞ্চ গীতিকবির গানে স্বদেশ চেতনা’ বিষয়ে গবেষণা করছেন। রবীন্দ্র বিশ^বিদ্যালয়ে বর্তমান ভাইস চ্যান্সেলর বিশ^জিৎ ঘোষ ও লীনা তাপসী খানের গাইডে তিনি পিএইচডি’র বিষয়ে গবেষনা করছেন। অণিমা রায় আশা করছেন চলতি বছরের শেষপ্রান্তে তিনি ‘পঞ্চ গীতিকবির গানে স্বদেশ চেতনা’ বিষয়ে তার ভাবনার উপস্থাপন করতে পারবেন।

অণিমা রায় বলেন, ‘গবেষণা অনেক কঠিন একটি কাজ। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গানেরই এত ব্যাপ্তি, তাদের কোনটা ছেড়ে কোনটা নিয়ে গবেষনা করবো সেটাই অনেক ক্ষেত্রে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আমি আমার গবেষণায় অনেক শ্রম দিয়ে, অনেক কষ্ট করে একটি যথাযথ ভাবনাই উপস্থাপন করার চেষ্টা করছি। আমার দুজন গাইড বিশ^জিৎ স্যার এবং লীনা তাপসী ম্যাডাম আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করছেন। এখন যেহেতু গবেষণা একদম শেষ পর্যায়ে তাই ভাবছি শেষের কাজটা একটু বেশি আন্তরিকতা নিয়ে, মন দিয়ে করব। তাই ক’টা দিন টানা ছুটিতে যাব।’