‘অর্জন ৭১’ চলচ্চিত্রে মৌসুমী

মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানকে কেন্দ্র করে মির্জা সাখাওয়াৎ হোসেন নির্মাণ করতে যাচ্ছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ চলচ্চিত্র ‘অর্জন ৭১’। এই সিনেমায় যদিওবা মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বিশেষ অবদানকে তুলে ধরা হবে, তবে এই সিনেমার গল্প এগিয়ে যাবে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী ফিরোজার জীবন সংগ্রামকে কেন্দ্র করে। আর এই ফিরোজা চরিত্রেই অভিনয় করবেন মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন। গত ৮ জুলাই রাতে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী। আগামী কোরবানির ঈদের চতুর্থ দিন থেকে সিনেমাটির কাজ শুরু হবে বলে জানা যায়। আগামী ১৬ জুলাই বিএফডিসি’তে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হবে। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন,‘ এর আগেও আমি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাতে অভিনয় করেছি। তবে এবারের সিনেমাটির পটভূমি একেবারেই আলাদা। আলাদা এ কারণেই, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বিশেষ অবদানকে এই সিনেমার গল্পে পরিচালক তুলে ধরার চেষ্টা করেছেন। সেটা তুলে ধরার পাশাপাশি আমি যে চরিত্রটিতে অভিনয় করতে যাচ্ছি তার সংগ্রামী এক জীবনও তুলে ধরা হচ্ছে।’ সিনেমাটিতে মৌসুমীর স্বামী ওসির ভূমিকায় অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। সিনেমাটির গবেষণা, সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন নিজেই।

শুক্রবার, ১২ জুলাই ২০১৯ , ২৮ আষাঢ় ১৪২৫, ৮ জিলকদ ১৪৪০

‘অর্জন ৭১’ চলচ্চিত্রে মৌসুমী

বিনোদন প্রতিবেদক

image

মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানকে কেন্দ্র করে মির্জা সাখাওয়াৎ হোসেন নির্মাণ করতে যাচ্ছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ চলচ্চিত্র ‘অর্জন ৭১’। এই সিনেমায় যদিওবা মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বিশেষ অবদানকে তুলে ধরা হবে, তবে এই সিনেমার গল্প এগিয়ে যাবে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী ফিরোজার জীবন সংগ্রামকে কেন্দ্র করে। আর এই ফিরোজা চরিত্রেই অভিনয় করবেন মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন। গত ৮ জুলাই রাতে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী। আগামী কোরবানির ঈদের চতুর্থ দিন থেকে সিনেমাটির কাজ শুরু হবে বলে জানা যায়। আগামী ১৬ জুলাই বিএফডিসি’তে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হবে। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন,‘ এর আগেও আমি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাতে অভিনয় করেছি। তবে এবারের সিনেমাটির পটভূমি একেবারেই আলাদা। আলাদা এ কারণেই, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বিশেষ অবদানকে এই সিনেমার গল্পে পরিচালক তুলে ধরার চেষ্টা করেছেন। সেটা তুলে ধরার পাশাপাশি আমি যে চরিত্রটিতে অভিনয় করতে যাচ্ছি তার সংগ্রামী এক জীবনও তুলে ধরা হচ্ছে।’ সিনেমাটিতে মৌসুমীর স্বামী ওসির ভূমিকায় অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। সিনেমাটির গবেষণা, সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন নিজেই।