শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর হঠাৎপাড়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন পটল ও দোভাগী গ্রামের আসাদুল ইসলামের ছেলে রয়েল।

দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজিব রাজু ও সাবেক চেয়ারম্যান নাজমুল কবির মুক্তা জানান, বুধবার রাতে রয়েল ও পটলসহ কয়েকজনের একটি দল সীমান্ত পিলার ১৬/৫ দিয়ে ভারতে গরু আনতে যান। বৃহস্পতিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতের চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রয়েল ও পটল মারা যান। পটলের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হলেও রয়েলের মরদেহ ভারতীয় ভূখ-ে পড়ে রয়েছে বলে জানা গেছে।

বিজিবি-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ করা হয়নি।

আরও খবর
ইসলামী পর্যটনকে বিকশিত করার আহ্বান প্রধানমন্ত্রীর
আর্থিক খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সহযোগিতার আশ্বাস
শপথ নিলেন বগুড়ার এমপি সিরাজ
‘বিকল্প ব্যবস্থা ছাড়া রিকশা বন্ধে প্রাইভেটকার বেড়ে যাওয়ার আশঙ্কা’
৪৪ দেশে ৮৮৪৮ জন বাংলাদেশি কারাগারে
বুড়িগঙ্গা তীরে স্থাপনা উচ্ছেদকালে হামলা ম্যাজিস্ট্রেটসহ আহত ৫
তথ্য গোপন করে মামলা বাতিলের আবেদনকারীকে গ্রেফতারের নির্দেশ
শিক্ষকদের দলাদলিতে ছাত্রলীগকে না জড়ানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
আজিজ কো-অপারেটিভের চেয়ারম্যান গ্রেফতার
প্রতিবন্ধী ধর্ষণ ঘটনায় মামলা, ধর্ষক ও এক সালিশকারী গ্রেফতার
৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
নির্ধারিত তারিখের একদিন আগেই সিন্ডিকেট সভা করলেন উপাচার্য

শুক্রবার, ১২ জুলাই ২০১৯ , ২৮ আষাঢ় ১৪২৫, ৮ জিলকদ ১৪৪০

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর হঠাৎপাড়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন পটল ও দোভাগী গ্রামের আসাদুল ইসলামের ছেলে রয়েল।

দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজিব রাজু ও সাবেক চেয়ারম্যান নাজমুল কবির মুক্তা জানান, বুধবার রাতে রয়েল ও পটলসহ কয়েকজনের একটি দল সীমান্ত পিলার ১৬/৫ দিয়ে ভারতে গরু আনতে যান। বৃহস্পতিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতের চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রয়েল ও পটল মারা যান। পটলের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হলেও রয়েলের মরদেহ ভারতীয় ভূখ-ে পড়ে রয়েছে বলে জানা গেছে।

বিজিবি-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ করা হয়নি।