‘শুনতে কী পাও’তে অপূর্ব তানজিন তিশা

কাব্য এবং রায়ার একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে জাকারিয়া শৌখিন নির্মাণ করেছেন আগামী ঈদের জন্য বিশেষ নাটক ‘শুনতে কী পাও’। নাটকের গল্পে- কাব্য ও রায়ার আগে থেকেই পরিচয় ছিলো। তবে তা প্রেমের সম্পর্ক নয়। একসময় কাব্য’র একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরি হয়। ঘটনাক্রমে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী রায়া। কিন্তু শিক্ষকতার জায়গা থেকে কাব্য রায়াকে তার ভালোবাসার কথা বলতে পারেনা। তাই একসময় বাধ্য হয়ে কাব্য চাকরিটা ছেড়ে দিয়ে রায়াকে তার ভালোবাসার কথা জানায়।

এরই মধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর নাটকটি সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘এর আগেও শৌখিনের জলসা ঘর, যদি তুমি জানতে নাটকে অভিনয় করে বেশ সাড়া পেয়েছি। এই নাটকটি একটি মিষ্টি প্রেমের গল্প।’

তানজিন তিশা বলেন, ‘শুনতে কী পাও নাটকের গল্পটা সত্যিই খুব সুন্দর। একেবারেই সময়োপযোগী একটি গল্পের নাটক। ধন্যবাদ শৌখিন ভাইকে সুন্দর একটি গল্প নিয়ে কাজ করার জন্য। অপূর্ব ভাই সবসময়ের মতো এই নাটকে কাজ করার সময়ও দারুণ সহযোগিতা করেছেন।’

শনিবার, ১৩ জুলাই ২০১৯ , ২৯ আষাঢ় ১৪২৫, ৯ জিলকদ ১৪৪০

‘শুনতে কী পাও’তে অপূর্ব তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক

image

কাব্য এবং রায়ার একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে জাকারিয়া শৌখিন নির্মাণ করেছেন আগামী ঈদের জন্য বিশেষ নাটক ‘শুনতে কী পাও’। নাটকের গল্পে- কাব্য ও রায়ার আগে থেকেই পরিচয় ছিলো। তবে তা প্রেমের সম্পর্ক নয়। একসময় কাব্য’র একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরি হয়। ঘটনাক্রমে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী রায়া। কিন্তু শিক্ষকতার জায়গা থেকে কাব্য রায়াকে তার ভালোবাসার কথা বলতে পারেনা। তাই একসময় বাধ্য হয়ে কাব্য চাকরিটা ছেড়ে দিয়ে রায়াকে তার ভালোবাসার কথা জানায়।

এরই মধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর নাটকটি সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘এর আগেও শৌখিনের জলসা ঘর, যদি তুমি জানতে নাটকে অভিনয় করে বেশ সাড়া পেয়েছি। এই নাটকটি একটি মিষ্টি প্রেমের গল্প।’

তানজিন তিশা বলেন, ‘শুনতে কী পাও নাটকের গল্পটা সত্যিই খুব সুন্দর। একেবারেই সময়োপযোগী একটি গল্পের নাটক। ধন্যবাদ শৌখিন ভাইকে সুন্দর একটি গল্প নিয়ে কাজ করার জন্য। অপূর্ব ভাই সবসময়ের মতো এই নাটকে কাজ করার সময়ও দারুণ সহযোগিতা করেছেন।’