‘কিডন্যাপ’ চলছে ঢাকায়

কলকাতার সিনেমায় আলোচিত জুটি দেব-রুক্মিনী। তাদের বাস্তব প্রেম নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই। কখনো কখনো শোনা যায় তারা বিয়ে করে ফেলেছেন। আবার কখনো শোনা যায়, বিয়ের আয়োজন করতে যাচ্ছেন। বিদেশে ছুটি কাটাতে যান তারা। সব মিলিয়ে সব সময় আলোচনায় থাকে প্রেম। এবার প্রেমিকাকে নিয়ে ঢাকার সিনেমা হলে হাজির দেব! গেল ঈদে কলকাতায় মুক্তি পায় ‘কিডনাপ’ ছবিটি। সেখানে বেশ ভালো ব্যবসাও করে। এবার দেখার পালা বাংলাদেশের দর্শক ছবিটি দেখেন কী না। কারণ গতকাল শুক্রবার থেকে ঢাকার ‘বলাকা’, স্টার সিনেপ্লেক্স, ‘রাজমনি’, ‘পূরবী’, ‘মধুমিতা’, ‘চিত্রামহল’, ‘অভিষার’, ‘এশিয়া’, ‘বিজিবি’, ‘সেনা’, ‘শাহীন’, ‘আনন্দ’, ‘মুক্তি’, ‘পুনম’, ‘গীত সিনেমা’সহ সারা দেশের মোট ৫৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রাজা চন্দ পরিচালিত দেব-রুক্মিনী অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘কিডন্যাপ’।

জানা গেছে, নারী পাচার নিয়ে ‘কিডন্যাপ’ ছবিটির কাহিনী এগিয়েছে। মুখ্যমন্ত্রীর মেয়েকে অপহরণ করে নারী পাচারকারীরা। তাদের মুখোশ উন্মোচন করতে এক নারী সাংবাদিক আদা-জল খেয়ে নেমে পড়ে। কিন্তু একসময় সে-ও নারী পাচারকারী চক্রের খপ্পড়ে পড়ে যায়। ওই নারী সাংবাদিককে উদ্ধার করতে মিশনে নামে দেব।

ছবিতে আরও অভিনয় করেছেন- চন্দন সেন, শ্রীপর্ণা সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। ছবিটি দেব নিজেই প্রযোজনা করেছেন। ছবিটি আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

শনিবার, ১৩ জুলাই ২০১৯ , ২৯ আষাঢ় ১৪২৫, ৯ জিলকদ ১৪৪০

‘কিডন্যাপ’ চলছে ঢাকায়

বিনোদন প্রতিবেদক

image

কলকাতার সিনেমায় আলোচিত জুটি দেব-রুক্মিনী। তাদের বাস্তব প্রেম নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই। কখনো কখনো শোনা যায় তারা বিয়ে করে ফেলেছেন। আবার কখনো শোনা যায়, বিয়ের আয়োজন করতে যাচ্ছেন। বিদেশে ছুটি কাটাতে যান তারা। সব মিলিয়ে সব সময় আলোচনায় থাকে প্রেম। এবার প্রেমিকাকে নিয়ে ঢাকার সিনেমা হলে হাজির দেব! গেল ঈদে কলকাতায় মুক্তি পায় ‘কিডনাপ’ ছবিটি। সেখানে বেশ ভালো ব্যবসাও করে। এবার দেখার পালা বাংলাদেশের দর্শক ছবিটি দেখেন কী না। কারণ গতকাল শুক্রবার থেকে ঢাকার ‘বলাকা’, স্টার সিনেপ্লেক্স, ‘রাজমনি’, ‘পূরবী’, ‘মধুমিতা’, ‘চিত্রামহল’, ‘অভিষার’, ‘এশিয়া’, ‘বিজিবি’, ‘সেনা’, ‘শাহীন’, ‘আনন্দ’, ‘মুক্তি’, ‘পুনম’, ‘গীত সিনেমা’সহ সারা দেশের মোট ৫৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রাজা চন্দ পরিচালিত দেব-রুক্মিনী অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘কিডন্যাপ’।

জানা গেছে, নারী পাচার নিয়ে ‘কিডন্যাপ’ ছবিটির কাহিনী এগিয়েছে। মুখ্যমন্ত্রীর মেয়েকে অপহরণ করে নারী পাচারকারীরা। তাদের মুখোশ উন্মোচন করতে এক নারী সাংবাদিক আদা-জল খেয়ে নেমে পড়ে। কিন্তু একসময় সে-ও নারী পাচারকারী চক্রের খপ্পড়ে পড়ে যায়। ওই নারী সাংবাদিককে উদ্ধার করতে মিশনে নামে দেব।

ছবিতে আরও অভিনয় করেছেন- চন্দন সেন, শ্রীপর্ণা সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। ছবিটি দেব নিজেই প্রযোজনা করেছেন। ছবিটি আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।