মন্ত্রী ইমরান প্রতিমন্ত্রী ইন্দিরার শপথ আজ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলে আসা ইমরান আহমদকে সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী পদে নিয়োগ প্রদান করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

গতকাল এক তথ্যবিবরণীতে বলা হয়, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী ইমরান আহমদকে মন্ত্রী এবং ফজিলাতুন নেসাকে বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগ প্রদান করেছেন। তথ্যবিবরণীতে আরও বলা হয়, শপথগ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে এবং গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।

তবে কাকে কোন মন্ত্রণালয় দেয়া হবে, সেটা প্রজ্ঞাপনে কিছু বলা না হলেও জানা গেছে, দায়িত্বে থাকা বর্তমান মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হচ্ছেন ইমরান আহমদ আর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন ফজিলাতুন নেসা ইন্দিরা।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ৪৬ সদস্যের ওই মন্ত্রিসভায় ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে রাখা হয় ছয় মন্ত্রণালয়। নতুন মন্ত্রিসভা গঠনের ৫ মাসের মাথায় মন্ত্রিসভা পুনর্বিন্যাস করা হয় গত ১৯ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকারের মন্ত্রী করা হয়, স্বপ্ন ভট্টাচার্য্য হন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোস্তাফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। আর জুনাইদ আহমেদ পলককে রাখা হয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। এছাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।

সরকার গঠনের ছয় মাস পর আবার মন্ত্রিসভা পুনর্বিন্যাস করা হলো। একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে মন্ত্রী এবং নতুন একজন প্রতিমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত করে গত বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, আমরা প্রস্তুত, শনিবার সাড়ে ৭টায় বঙ্গভবনে উনাদের শপথ হবে।

শনিবার, ১৩ জুলাই ২০১৯ , ২৯ আষাঢ় ১৪২৫, ৯ জিলকদ ১৪৪০

মন্ত্রী ইমরান প্রতিমন্ত্রী ইন্দিরার শপথ আজ

নিজস্ব বার্তা পরিবেশক

image

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলে আসা ইমরান আহমদকে সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী পদে নিয়োগ প্রদান করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

গতকাল এক তথ্যবিবরণীতে বলা হয়, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী ইমরান আহমদকে মন্ত্রী এবং ফজিলাতুন নেসাকে বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগ প্রদান করেছেন। তথ্যবিবরণীতে আরও বলা হয়, শপথগ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে এবং গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।

তবে কাকে কোন মন্ত্রণালয় দেয়া হবে, সেটা প্রজ্ঞাপনে কিছু বলা না হলেও জানা গেছে, দায়িত্বে থাকা বর্তমান মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হচ্ছেন ইমরান আহমদ আর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন ফজিলাতুন নেসা ইন্দিরা।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ৪৬ সদস্যের ওই মন্ত্রিসভায় ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে রাখা হয় ছয় মন্ত্রণালয়। নতুন মন্ত্রিসভা গঠনের ৫ মাসের মাথায় মন্ত্রিসভা পুনর্বিন্যাস করা হয় গত ১৯ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকারের মন্ত্রী করা হয়, স্বপ্ন ভট্টাচার্য্য হন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোস্তাফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। আর জুনাইদ আহমেদ পলককে রাখা হয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। এছাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।

সরকার গঠনের ছয় মাস পর আবার মন্ত্রিসভা পুনর্বিন্যাস করা হলো। একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে মন্ত্রী এবং নতুন একজন প্রতিমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত করে গত বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, আমরা প্রস্তুত, শনিবার সাড়ে ৭টায় বঙ্গভবনে উনাদের শপথ হবে।