পদ্মা সেতু নিয়ে গুজব : ৪ জন গ্রেফতার

‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে’ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়ানোর অভিযোগে দেশের বিভিন্ন জায়গা থেকে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল শহীদুল ইসলাম (২৫) নামে এক যুবককে নড়াইল থেকে র‌্যাব-৬, আরমান হোসাইনকে (২০) চট্টগ্রাম থেকে র‌্যাব-৭, ফারুককে (৫০) মৌলভীবাজার থেকে র‌্যাব-৯ এবং হায়াতুন নবী (৩১) নামে একজনকে কুমিল্লা থেকে র‌্যাব-১১ এর সদস্যরা গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে (নিরাপত্তা আইন) সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, একই অপরাধে গত বৃহস্পতিবার রাজবাড়ী থেকে পার্থ আল হাসান (১৬) ও গত বুধবার ভোলা থেকে আবদুল সহিদ হাওলাদার (২৪) নামে দুজনকে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশ।

শনিবার, ১৩ জুলাই ২০১৯ , ২৯ আষাঢ় ১৪২৫, ৯ জিলকদ ১৪৪০

পদ্মা সেতু নিয়ে গুজব : ৪ জন গ্রেফতার

নিজস্ব বার্তা পরিবেশক

‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে’ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়ানোর অভিযোগে দেশের বিভিন্ন জায়গা থেকে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল শহীদুল ইসলাম (২৫) নামে এক যুবককে নড়াইল থেকে র‌্যাব-৬, আরমান হোসাইনকে (২০) চট্টগ্রাম থেকে র‌্যাব-৭, ফারুককে (৫০) মৌলভীবাজার থেকে র‌্যাব-৯ এবং হায়াতুন নবী (৩১) নামে একজনকে কুমিল্লা থেকে র‌্যাব-১১ এর সদস্যরা গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে (নিরাপত্তা আইন) সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, একই অপরাধে গত বৃহস্পতিবার রাজবাড়ী থেকে পার্থ আল হাসান (১৬) ও গত বুধবার ভোলা থেকে আবদুল সহিদ হাওলাদার (২৪) নামে দুজনকে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশ।