রাশিয়ার বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন নিহত ১

রাশিয়ার রাজধানী মস্কোর একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একজন নারী নিহত এবং ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি সেবা মন্ত্রণালয় এবং গণমাধ্যম।

গত বৃহস্পতিবার মস্কোর উত্তর-পূর্বাঞ্চলের মিতিশি জেলার ২৭ নম্বর তাপ বিদ্যুৎকেন্দ্রে এ অগ্নিকান্ড ঘটে। ১ হাজার স্কয়ার মিটারজুড়ে ছড়িয়ে পড়ে আগুন এবং এলাকার আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায়। আকাশে ৫০ মিটার ওপরে অগ্নিশিখা পৌঁছে যায়। তবে শেষ পর্যন্ত দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। মোসেনিগ্রো বিদ্যুৎ উৎপাদন কোম্পানি বলেছে, বিদ্যুৎকেন্দ্রের বাইরে প্রাকৃতিক একটি গ্যাস পাইপলাইন থেকে আগুন লাগে। এতে বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতির কোনো ক্ষতি হয়নি। তবে অগ্নিকান্ডে কেন্দ্রটির রক্ষী হিসেবে কর্মরত এক নারী নিহত এবং ১৩ জন আহত হওয়ার কথা জানিয়েছে জরুরি সেবা বিভাগ। বিদ্যুৎকেন্দ্রের এ আগুন নেভাতে ঘটনাস্থলে দেড় শতাধিক দমকল কর্মী মোতায়েন করা হয়েছিল। এছাড়া ফায়ার সার্ভিসের কয়েক ডজন গাড়ি, হেলিকপ্টার ও ট্রেনও পাঠানো হয়।

শনিবার, ১৩ জুলাই ২০১৯ , ২৯ আষাঢ় ১৪২৫, ৯ জিলকদ ১৪৪০

রাশিয়ার বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন নিহত ১

সংবাদ ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একজন নারী নিহত এবং ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি সেবা মন্ত্রণালয় এবং গণমাধ্যম।

গত বৃহস্পতিবার মস্কোর উত্তর-পূর্বাঞ্চলের মিতিশি জেলার ২৭ নম্বর তাপ বিদ্যুৎকেন্দ্রে এ অগ্নিকান্ড ঘটে। ১ হাজার স্কয়ার মিটারজুড়ে ছড়িয়ে পড়ে আগুন এবং এলাকার আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায়। আকাশে ৫০ মিটার ওপরে অগ্নিশিখা পৌঁছে যায়। তবে শেষ পর্যন্ত দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। মোসেনিগ্রো বিদ্যুৎ উৎপাদন কোম্পানি বলেছে, বিদ্যুৎকেন্দ্রের বাইরে প্রাকৃতিক একটি গ্যাস পাইপলাইন থেকে আগুন লাগে। এতে বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতির কোনো ক্ষতি হয়নি। তবে অগ্নিকান্ডে কেন্দ্রটির রক্ষী হিসেবে কর্মরত এক নারী নিহত এবং ১৩ জন আহত হওয়ার কথা জানিয়েছে জরুরি সেবা বিভাগ। বিদ্যুৎকেন্দ্রের এ আগুন নেভাতে ঘটনাস্থলে দেড় শতাধিক দমকল কর্মী মোতায়েন করা হয়েছিল। এছাড়া ফায়ার সার্ভিসের কয়েক ডজন গাড়ি, হেলিকপ্টার ও ট্রেনও পাঠানো হয়।