অবিরাম বৃষ্টিতে

জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রাজধানীবাসী

অবিরাম বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। গত বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে নগরীর বেশিরভাগ সড়কেই বেহাল অবস্থা। খোঁড়াখুড়ির কারণে ছোট-বড় গর্তে ভরে গেছে রাজধানীর অধিকাংশ সড়ক। সড়কগুলো যেন মরণফাঁদ হয়ে উঠেছে বলে জানান স্থানীয়রা। এছাড়া গতকাল সকাল থেকে আবার শুরু হয় বৃষ্টি। দুপুরের দিকে টানা দুই ঘণ্টা বৃষ্টিতে রাজধানীর প্রধান প্রধান সড়ক হাঁটু পানিতে ডুবে যায়। কোন কোন এলাকায় নিচ তলায় বাসা ও দোকানে পানি ঢুকে পড়ে। পানিতে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বলে স্থানীয়রা জানান।

বিশেষ করে যাত্রাবাড়ী, শ্যামপুর, জুরাইন, মিরপুর, ধানমন্ডি, নিউমার্কেট ও তেজগাও এলাকার বেশিরভাগ সড়ক তলিয়ে গেছে। এছাড়া গুলিস্তান, নিমতলী, নাজিমউদ্দিন রোড, লালবাগ, আজিমপুর, পলাশী, বকশিবাজার, উর্দু রোড, শেখ সাহেব বাজার, আজিমপুর ও নতুন পল্টন লাইনসহ পুরান ঢাকার অলিগলিতে তৈরি হয় জলাবদ্ধতা। বৃষ্টির পানির সঙ্গে পচা, নোংরা পানি মাড়িয়ে সড়ক দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে শুক্রবার অফিস-আদালত বন্ধ থাকায় সড়কে যানবাহনের চাপ ছিল কম। তাই জলাবদ্ধতার কারণে দীর্ঘ যানজট তৈরি না হলেও সড়কে যানবাহন বিকল হয়ে পড়েছে। সড়কে পানি বেশি থাকায় বিভিন্ন স্থানে গ্যাসচালিত যানবাহন বিকল হয়ে পড়ে। বিশেষ করে সিএনজিচালিত অটোরিক্সা চলাচল ছিল কম। গতকাল সকাল থেকে রাজধানীতে থেমে থেমে প্রায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্র জানায়। সরেজমিন রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, গতকাল টানা বৃষ্টিতে হাঁটু পানি জমা হয়েছে সড়কগুলোতে জলাবদ্ধতায় কারণে ফুটপাত দিয়ে হাঁটা কষ্টকর হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানান। এছাড়া সড়কে জলাবদ্ধতার কারণে রাজধানীর কিছু কিছু এলাকায় বাসাবাড়ি ও দোকানে বৃষ্টি পানি প্রবেশ করেছে বলে স্থানীয় জানান। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল, পুরানা পল্টন, গুলিস্তানসহ রাজধানীর অধিকাংশ সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। মেট্রোরেলের কাজের কারণে এই সড়ক দিয়ে যানবাহন চলে ধীরগতিতে। এর মধ্যে বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতায় তৈরি হওয়ায় যানবাহন চলাচল ব্যহত হয়। এছাড়া ফুটপাত দিয়ে পথচারী চলাচল কষ্টকর হয়ে পড়ে। এছাড়া রথযাত্রায় এই সড়কে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয় বলে যাত্রীরা জানান। গুলিস্তান এলাকায় ফার্মগেটগামী সুমন নামের এক যাত্রী বলেন, ‘সকাল থেকে বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে দেরি হয়েছে। এরপর বৃষ্টির কারণে সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এর মধ্যে আবার রথযাত্রার জন্য প্রায় ১ ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে।’

এদিকে গতকাল বৃষ্টির কারণে রাজধানীর নিউমার্কেট ও বঙ্গবাজার এলাকার সড়ক পানিতে ডুবে যায়। গতকাল দুপুরে মুষলধারে বৃষ্টিতে এ দুটি ব্যস্ততম মার্কেটের সামনের সড়কে তৈরি হয় জলাবদ্ধতা। সকালে সড়কের সামনে পার্কিং করা মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশা বৃষ্টির পানিতে প্রায় ডুবুডুবু অবস্থা তৈরি হয় বলে স্থানীয়রা জানায়।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল থেকেই কোথাও কোথাও ঝিরঝির বৃষ্টি হলেও মূলত দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত হয়। গতকাল জুমার নামাজ আদায় করতে বের হয়ে অনেকেই বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায়।

সরেজমিন নিউমার্কেট ঘুরে দেখা গেছে, আজিমপুর কবরস্থানের দক্ষিণ গেটের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত মুষলধারে বৃষ্টিতে রাস্তা ডুবে গেছে। সরকারি কর্মচারী হাসপাতালের সামনে বঙ্গবাজার থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত সড়ক পানিতে ডুবে গেছে। এ সময় পানি ঠেলে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ইঞ্জিনে পানি প্রবেশ করে বিকল হয়ে পড়তে দেখা গেছে। গতকাল বিকেলে রথ যাত্রা উপলক্ষে মিছিল বের হবে- এ কারণে হাইকোর্ট, পলাশী, ঢাকা মেডিকেল, বকশিবাজারসহ বিভিন্ন সড়ক বন্ধ করে দেয়ায় এই সব সড়কে যানজটে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

image

রাজধানীতে বৃষ্টির কারণে জলাবদ্ধতায় দুর্ভোগ নগরবাসীর -সংবাদ

আরও খবর
তারেককে বাংলাদেশে ফেরত পাঠাতে সরকারের কোন ভূমিকা নেই
যশোর সাহিত্য উৎসবে দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলনমেলা
বিসানির আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন
স্কুলের টয়লেট পরিদর্শন করবে ভোক্তা অধিকার অধিদফতর
বিমানের গুরুত্বপূর্ণ ১২ পদে রদবদল
সিজারের সময় গর্ভের শিশুর মাথা কাটলেন ডাক্তার
পিয়াজে কমলেও অপরিবর্তিত সবজি ও মাছ-মাংসের দাম
জেএমবির ৩ সদস্য গ্রেফতার
সাত বছর পর হাইকোর্টের নির্দেশে শিক্ষক হিসেবে যোগদান
সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ৯
ধর্ষণের বিরুদ্ধে খালি পায়ে হেঁটে প্রতিবাদ বিক্ষোভ
২৫টির মধ্যে ১৩টি ডায়ালাইসিস মেশিন বিকল

শনিবার, ১৩ জুলাই ২০১৯ , ২৯ আষাঢ় ১৪২৫, ৯ জিলকদ ১৪৪০

অবিরাম বৃষ্টিতে

জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রাজধানীবাসী

নিজস্ব বার্তা পরিবেশক

image

রাজধানীতে বৃষ্টির কারণে জলাবদ্ধতায় দুর্ভোগ নগরবাসীর -সংবাদ

অবিরাম বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। গত বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে নগরীর বেশিরভাগ সড়কেই বেহাল অবস্থা। খোঁড়াখুড়ির কারণে ছোট-বড় গর্তে ভরে গেছে রাজধানীর অধিকাংশ সড়ক। সড়কগুলো যেন মরণফাঁদ হয়ে উঠেছে বলে জানান স্থানীয়রা। এছাড়া গতকাল সকাল থেকে আবার শুরু হয় বৃষ্টি। দুপুরের দিকে টানা দুই ঘণ্টা বৃষ্টিতে রাজধানীর প্রধান প্রধান সড়ক হাঁটু পানিতে ডুবে যায়। কোন কোন এলাকায় নিচ তলায় বাসা ও দোকানে পানি ঢুকে পড়ে। পানিতে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বলে স্থানীয়রা জানান।

বিশেষ করে যাত্রাবাড়ী, শ্যামপুর, জুরাইন, মিরপুর, ধানমন্ডি, নিউমার্কেট ও তেজগাও এলাকার বেশিরভাগ সড়ক তলিয়ে গেছে। এছাড়া গুলিস্তান, নিমতলী, নাজিমউদ্দিন রোড, লালবাগ, আজিমপুর, পলাশী, বকশিবাজার, উর্দু রোড, শেখ সাহেব বাজার, আজিমপুর ও নতুন পল্টন লাইনসহ পুরান ঢাকার অলিগলিতে তৈরি হয় জলাবদ্ধতা। বৃষ্টির পানির সঙ্গে পচা, নোংরা পানি মাড়িয়ে সড়ক দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে শুক্রবার অফিস-আদালত বন্ধ থাকায় সড়কে যানবাহনের চাপ ছিল কম। তাই জলাবদ্ধতার কারণে দীর্ঘ যানজট তৈরি না হলেও সড়কে যানবাহন বিকল হয়ে পড়েছে। সড়কে পানি বেশি থাকায় বিভিন্ন স্থানে গ্যাসচালিত যানবাহন বিকল হয়ে পড়ে। বিশেষ করে সিএনজিচালিত অটোরিক্সা চলাচল ছিল কম। গতকাল সকাল থেকে রাজধানীতে থেমে থেমে প্রায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্র জানায়। সরেজমিন রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, গতকাল টানা বৃষ্টিতে হাঁটু পানি জমা হয়েছে সড়কগুলোতে জলাবদ্ধতায় কারণে ফুটপাত দিয়ে হাঁটা কষ্টকর হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানান। এছাড়া সড়কে জলাবদ্ধতার কারণে রাজধানীর কিছু কিছু এলাকায় বাসাবাড়ি ও দোকানে বৃষ্টি পানি প্রবেশ করেছে বলে স্থানীয় জানান। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল, পুরানা পল্টন, গুলিস্তানসহ রাজধানীর অধিকাংশ সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। মেট্রোরেলের কাজের কারণে এই সড়ক দিয়ে যানবাহন চলে ধীরগতিতে। এর মধ্যে বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতায় তৈরি হওয়ায় যানবাহন চলাচল ব্যহত হয়। এছাড়া ফুটপাত দিয়ে পথচারী চলাচল কষ্টকর হয়ে পড়ে। এছাড়া রথযাত্রায় এই সড়কে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয় বলে যাত্রীরা জানান। গুলিস্তান এলাকায় ফার্মগেটগামী সুমন নামের এক যাত্রী বলেন, ‘সকাল থেকে বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে দেরি হয়েছে। এরপর বৃষ্টির কারণে সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এর মধ্যে আবার রথযাত্রার জন্য প্রায় ১ ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে।’

এদিকে গতকাল বৃষ্টির কারণে রাজধানীর নিউমার্কেট ও বঙ্গবাজার এলাকার সড়ক পানিতে ডুবে যায়। গতকাল দুপুরে মুষলধারে বৃষ্টিতে এ দুটি ব্যস্ততম মার্কেটের সামনের সড়কে তৈরি হয় জলাবদ্ধতা। সকালে সড়কের সামনে পার্কিং করা মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশা বৃষ্টির পানিতে প্রায় ডুবুডুবু অবস্থা তৈরি হয় বলে স্থানীয়রা জানায়।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল থেকেই কোথাও কোথাও ঝিরঝির বৃষ্টি হলেও মূলত দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত হয়। গতকাল জুমার নামাজ আদায় করতে বের হয়ে অনেকেই বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায়।

সরেজমিন নিউমার্কেট ঘুরে দেখা গেছে, আজিমপুর কবরস্থানের দক্ষিণ গেটের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত মুষলধারে বৃষ্টিতে রাস্তা ডুবে গেছে। সরকারি কর্মচারী হাসপাতালের সামনে বঙ্গবাজার থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত সড়ক পানিতে ডুবে গেছে। এ সময় পানি ঠেলে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ইঞ্জিনে পানি প্রবেশ করে বিকল হয়ে পড়তে দেখা গেছে। গতকাল বিকেলে রথ যাত্রা উপলক্ষে মিছিল বের হবে- এ কারণে হাইকোর্ট, পলাশী, ঢাকা মেডিকেল, বকশিবাজারসহ বিভিন্ন সড়ক বন্ধ করে দেয়ায় এই সব সড়কে যানজটে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।