যশোর সাহিত্য উৎসবে দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলনমেলা

বিশ্বময় বাংলা ভাষার ঝান্ডা উত্তোলিত হবে : কবি হাবীবুল্লাহ সিরাজী

যশোর সাহিত্য উৎসবে দুই বাংলার (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) কবি সাহিত্যিকদের মিলনমেলা বসেছিল। শুক্রবার যশোর বাঁচতে শেখা মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা ভাষার প্রতি আস্থা রাখুন। ভাষাটিকে সমৃদ্ধ করতে সবাই মিলে কাজ করুন। তাহলে বাংলা ভাষা আরও সমৃদ্ধ হবে এবং আগামী দিনে তা নতুনরূপে আবির্ভূত হবে। বিশ্বময় বাংলা ভাষার ঝান্ডা উত্তোলিত হবে এবং বাংলা ভাষা নিজের জন্যই পৃথক জায়গা করে নেবে।

যুগসাগ্নিক পত্রিকার আয়োজনে যশোর সাহিত্য উৎসব ও ‘যুগসাগ্নিক’ ঈদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে কবি মুহম্মদ নুরুল হুদার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। এতে বিশেষ অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক হোসেন উদ্দিন হোসেন এবং নজরুল ইনস্টিটিউটের পরিচালক, কবি ও লেখক মানিক মোহাম্মদ রাজ্জাক। এ সময় বক্তব্য রাখেন যুগসাগ্নিক পত্রিকার সম্পাদক প্রদীপ গুপ্ত, উপদেষ্টা কবি ইন্দ্রনীল সেনগুপ্ত, কবি মাজেদ নেওয়াজ, কবি দারা মাহমুদ, কবি আবদুর রব, কবি পাবলো শাহী, কবি খসরু পারভেজ, কবি নান্নু মাহবুব, পত্রিকার নির্বাহী সম্পাদক কবি খায়রুল কবীর চঞ্চল প্রমুখ। এ ছাড়া কবি অজিতেশ নাগ ও কবি ইকবাল রাশেদীনকে যুগসাগ্নিক যশোর সাহিত্য সম্মাননা প্রদান করা হয়। পরে বিকেলে কবিতা পাঠ করেন দুই বাংলার কবিরা।

এর আগে শুক্রবার সকাল থেকেই যশোরের বাঁচতে শেখা মিলনায়তন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে কবি-সাহিত্যিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বৃষ্টিস্নাত মেঘলা দিনের এক অন্যরকম পরিবেশে কবি-সাহিত্যিকরা তাদের নিজেদের মধ্যে ভাবের আদান-প্রদান করেন। চা-চক্র ও আড্ডায় মেতে ওঠেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর কবিতা পাঠ পর্বে গোটা হলঘরকে কবিতায় মন্ত্রমুগ্ধ করে রাখেন কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি মুহম্মদ নুরুল হুদাসহ দুই বাংলার কবিরা। ঝিরঝির বৃষ্টি, মৃদুমন্দ শীতল বাতাস আর মেঘলা সন্ধ্যায় বিমূর্ত কবিতাগুলো কবিদের কণ্ঠে যেন মূর্ত হয়ে ওঠে। কবিতার জিয়ন কাঠির ছোঁয়ায় অন্য রকম আবেশে অভিভূত হন কবি, শ্রোতা ও সুধীরা।

image

যশোর : গতকাল বাঁচতে শেখা মিলনায়তনে যশোর সাহিত্য উৎসবে অতিথিরা -সংবাদ

আরও খবর
জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রাজধানীবাসী
তারেককে বাংলাদেশে ফেরত পাঠাতে সরকারের কোন ভূমিকা নেই
বিসানির আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন
স্কুলের টয়লেট পরিদর্শন করবে ভোক্তা অধিকার অধিদফতর
বিমানের গুরুত্বপূর্ণ ১২ পদে রদবদল
সিজারের সময় গর্ভের শিশুর মাথা কাটলেন ডাক্তার
পিয়াজে কমলেও অপরিবর্তিত সবজি ও মাছ-মাংসের দাম
জেএমবির ৩ সদস্য গ্রেফতার
সাত বছর পর হাইকোর্টের নির্দেশে শিক্ষক হিসেবে যোগদান
সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ৯
ধর্ষণের বিরুদ্ধে খালি পায়ে হেঁটে প্রতিবাদ বিক্ষোভ
২৫টির মধ্যে ১৩টি ডায়ালাইসিস মেশিন বিকল

শনিবার, ১৩ জুলাই ২০১৯ , ২৯ আষাঢ় ১৪২৫, ৯ জিলকদ ১৪৪০

যশোর সাহিত্য উৎসবে দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলনমেলা

বিশ্বময় বাংলা ভাষার ঝান্ডা উত্তোলিত হবে : কবি হাবীবুল্লাহ সিরাজী

যশোর অফিস

image

যশোর : গতকাল বাঁচতে শেখা মিলনায়তনে যশোর সাহিত্য উৎসবে অতিথিরা -সংবাদ

যশোর সাহিত্য উৎসবে দুই বাংলার (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) কবি সাহিত্যিকদের মিলনমেলা বসেছিল। শুক্রবার যশোর বাঁচতে শেখা মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা ভাষার প্রতি আস্থা রাখুন। ভাষাটিকে সমৃদ্ধ করতে সবাই মিলে কাজ করুন। তাহলে বাংলা ভাষা আরও সমৃদ্ধ হবে এবং আগামী দিনে তা নতুনরূপে আবির্ভূত হবে। বিশ্বময় বাংলা ভাষার ঝান্ডা উত্তোলিত হবে এবং বাংলা ভাষা নিজের জন্যই পৃথক জায়গা করে নেবে।

যুগসাগ্নিক পত্রিকার আয়োজনে যশোর সাহিত্য উৎসব ও ‘যুগসাগ্নিক’ ঈদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে কবি মুহম্মদ নুরুল হুদার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। এতে বিশেষ অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক হোসেন উদ্দিন হোসেন এবং নজরুল ইনস্টিটিউটের পরিচালক, কবি ও লেখক মানিক মোহাম্মদ রাজ্জাক। এ সময় বক্তব্য রাখেন যুগসাগ্নিক পত্রিকার সম্পাদক প্রদীপ গুপ্ত, উপদেষ্টা কবি ইন্দ্রনীল সেনগুপ্ত, কবি মাজেদ নেওয়াজ, কবি দারা মাহমুদ, কবি আবদুর রব, কবি পাবলো শাহী, কবি খসরু পারভেজ, কবি নান্নু মাহবুব, পত্রিকার নির্বাহী সম্পাদক কবি খায়রুল কবীর চঞ্চল প্রমুখ। এ ছাড়া কবি অজিতেশ নাগ ও কবি ইকবাল রাশেদীনকে যুগসাগ্নিক যশোর সাহিত্য সম্মাননা প্রদান করা হয়। পরে বিকেলে কবিতা পাঠ করেন দুই বাংলার কবিরা।

এর আগে শুক্রবার সকাল থেকেই যশোরের বাঁচতে শেখা মিলনায়তন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে কবি-সাহিত্যিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বৃষ্টিস্নাত মেঘলা দিনের এক অন্যরকম পরিবেশে কবি-সাহিত্যিকরা তাদের নিজেদের মধ্যে ভাবের আদান-প্রদান করেন। চা-চক্র ও আড্ডায় মেতে ওঠেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর কবিতা পাঠ পর্বে গোটা হলঘরকে কবিতায় মন্ত্রমুগ্ধ করে রাখেন কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি মুহম্মদ নুরুল হুদাসহ দুই বাংলার কবিরা। ঝিরঝির বৃষ্টি, মৃদুমন্দ শীতল বাতাস আর মেঘলা সন্ধ্যায় বিমূর্ত কবিতাগুলো কবিদের কণ্ঠে যেন মূর্ত হয়ে ওঠে। কবিতার জিয়ন কাঠির ছোঁয়ায় অন্য রকম আবেশে অভিভূত হন কবি, শ্রোতা ও সুধীরা।