সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ৯

পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জেলায় ৯ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতেদের মধ্যে কুমিল্লায় ৪ জন, গোপালগঞ্জে ২, এবং গাজীপুর, ফরিদপুর, দিনাজপুরে আরও ৩ জন প্রাণ হারায়।

প্রতিনিধিদের পাঠানো খবর :

কুমিল্লা : কুমিল্লার বাস-ট্রাক সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ সময় আরও ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার লালমাই উপজেলার কেশনপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের সবাই বাসযাত্রী ছিলেন। শুক্রবার নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করে পুলিশ। বিকেলে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের জেলার লালমাই উপজেলার কেশনপাড় এলাকায় চাঁদপুর অভিমুখী পাথরবাহী একটি ট্রাককে দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নারীসহ ৪ জন নিহত হয়। নিহতরা হচ্ছেন- জেলার লালমাই উপজেলার ছোট চলুন্ডা গ্রামের হারেছ মিয়ার স্ত্রী হাছিনা আক্তার (৩৫), কাপাসতলা গ্রামের আ. ওহাবের স্ত্রী নুরজাহান বেগম (৪০), বরুড়া উপজেলার নশরতপুর গ্রামের সরাফত আলীর ছেলে আলী হোসেন (৬০), চেঙ্গাহাটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে বাশার (৩৭)। এ দুর্ঘটনায় আহত হয় আরও কমপক্ষে ১৫ জন। পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদিকে দুর্ঘটনার পর ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি সরিয়ে নেয়ার পর রাত ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) ও মনির মিয়া (৩২)। কাশিয়ানী ওসি মো. আজিজুর রহমান দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে নড়াইলের লোহাগড়ায় যাচ্ছিলেন সাদ্দাম হোসেন ও মনির মিয়া। তাদের মোটরসাইকেল কাশিয়ানী উপজেলার চাপ্তা বটতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে দুই আরোহী মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সংকটজনক অবস্থায় কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন- কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া এলাকার নূর ইসলামের ছেলে মহিউদ্দিন (৩২)। তিনি গ্রাম্য চিকিৎসক ছিলেন। সালনা হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন জানান, সফিপুর এলাকা থেকে বাজার করে বাসায় ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহসড়ক পার হচ্ছিল মহিউদ্দিন। এ সময় গাজীপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ফরিদপুর: ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় সালথা উপজেলা পরিষদের সামনে শাহিন মাতুব্বরের বাড়ির নিকট ময়েনদিয়া-ফরিদপুর হাইওয়ে রোডে ময়েনদিয়া রোড থেকে আসা দ্রুতগামী একটি অ্যাপাচি মোটরবাইক পথচারী এক কৃষকের ওপর উঠিয়ে দেয়। ঘটনাস্থলে আহত কৃষকের প্রচুর রক্তক্ষরণ হয়। খবর পেয়ে পাশেই অবস্থিত সালথা ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম গিয়ে গুরুতর আহত কৃষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরবাইকটি স্থানীয়রা আটক করেছে। মোটরবাইকের আরোহী তিন জনই উপজেলার লক্ষণদিয়া গ্রামের গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর ভাতিজা। এ ঘটনায় কোন মামলা হয়নি। তবে স্থানীয়ভাবে ২ লক্ষ ৬০ হাজার টাকায় মিমাংসা করা হয় বলে জানা গেছে।

দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফজলে রাব্বী (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মেসার্স জাহিরুল অটো রাইস মিলের (ঢাকা মেট্রো-ট-১৪-৪৭২৭) নম্বরের ট্রাকসহ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ।

বিকাল ৫টায় পৌর এলাকার ঢাকা মোড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত ফজলে রাব্বী পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া (থানাপাড়া) গ্রামের মকলেসুর রহমানের ছেলে।

থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ কোন অভিযোগ দেননি।

শনিবার, ১৩ জুলাই ২০১৯ , ২৯ আষাঢ় ১৪২৫, ৯ জিলকদ ১৪৪০

সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ৯

সংবাদ ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জেলায় ৯ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতেদের মধ্যে কুমিল্লায় ৪ জন, গোপালগঞ্জে ২, এবং গাজীপুর, ফরিদপুর, দিনাজপুরে আরও ৩ জন প্রাণ হারায়।

প্রতিনিধিদের পাঠানো খবর :

কুমিল্লা : কুমিল্লার বাস-ট্রাক সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ সময় আরও ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার লালমাই উপজেলার কেশনপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের সবাই বাসযাত্রী ছিলেন। শুক্রবার নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করে পুলিশ। বিকেলে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের জেলার লালমাই উপজেলার কেশনপাড় এলাকায় চাঁদপুর অভিমুখী পাথরবাহী একটি ট্রাককে দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নারীসহ ৪ জন নিহত হয়। নিহতরা হচ্ছেন- জেলার লালমাই উপজেলার ছোট চলুন্ডা গ্রামের হারেছ মিয়ার স্ত্রী হাছিনা আক্তার (৩৫), কাপাসতলা গ্রামের আ. ওহাবের স্ত্রী নুরজাহান বেগম (৪০), বরুড়া উপজেলার নশরতপুর গ্রামের সরাফত আলীর ছেলে আলী হোসেন (৬০), চেঙ্গাহাটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে বাশার (৩৭)। এ দুর্ঘটনায় আহত হয় আরও কমপক্ষে ১৫ জন। পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদিকে দুর্ঘটনার পর ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি সরিয়ে নেয়ার পর রাত ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) ও মনির মিয়া (৩২)। কাশিয়ানী ওসি মো. আজিজুর রহমান দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে নড়াইলের লোহাগড়ায় যাচ্ছিলেন সাদ্দাম হোসেন ও মনির মিয়া। তাদের মোটরসাইকেল কাশিয়ানী উপজেলার চাপ্তা বটতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে দুই আরোহী মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সংকটজনক অবস্থায় কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন- কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া এলাকার নূর ইসলামের ছেলে মহিউদ্দিন (৩২)। তিনি গ্রাম্য চিকিৎসক ছিলেন। সালনা হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন জানান, সফিপুর এলাকা থেকে বাজার করে বাসায় ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহসড়ক পার হচ্ছিল মহিউদ্দিন। এ সময় গাজীপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ফরিদপুর: ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় সালথা উপজেলা পরিষদের সামনে শাহিন মাতুব্বরের বাড়ির নিকট ময়েনদিয়া-ফরিদপুর হাইওয়ে রোডে ময়েনদিয়া রোড থেকে আসা দ্রুতগামী একটি অ্যাপাচি মোটরবাইক পথচারী এক কৃষকের ওপর উঠিয়ে দেয়। ঘটনাস্থলে আহত কৃষকের প্রচুর রক্তক্ষরণ হয়। খবর পেয়ে পাশেই অবস্থিত সালথা ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম গিয়ে গুরুতর আহত কৃষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরবাইকটি স্থানীয়রা আটক করেছে। মোটরবাইকের আরোহী তিন জনই উপজেলার লক্ষণদিয়া গ্রামের গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর ভাতিজা। এ ঘটনায় কোন মামলা হয়নি। তবে স্থানীয়ভাবে ২ লক্ষ ৬০ হাজার টাকায় মিমাংসা করা হয় বলে জানা গেছে।

দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফজলে রাব্বী (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মেসার্স জাহিরুল অটো রাইস মিলের (ঢাকা মেট্রো-ট-১৪-৪৭২৭) নম্বরের ট্রাকসহ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ।

বিকাল ৫টায় পৌর এলাকার ঢাকা মোড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত ফজলে রাব্বী পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া (থানাপাড়া) গ্রামের মকলেসুর রহমানের ছেলে।

থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ কোন অভিযোগ দেননি।