ফরিদ আহমেদ’র সুর সঙ্গীতে গাইলেন মৌটুসী

সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ’র সুর সঙ্গীতে গান গাইলেন মৌটুসী। ফরিদ আহমেদের সুর সঙ্গীতে একটি দেশাত্মবোধক গান এবং একটি আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন মৌটুসী। এরই মধ্যে গানগুলোর রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে বলেও জানান ফরিদ আহমেদ। ‘স্বাধীনতা’ শিরোনামে একটি গান লিখেছেন আয়েত হোসেন এবং ‘অভিমান’ শিরোনামে একটি গান লিখেছেন মুন্শী ওয়াদুদ।

ফরিদ আহমেদ বলেন, ‘আমার দুটি গানেই খুব মনোযোগ দিয়ে মৌটুসী গেয়েছে। তার অসাধারণ গায়কীতে আমি মুগ্ধ। আমি বিশ্বাস করি এই গানে শ্রোতারা নতুন মৌটুসীকে খুঁজে পাবেন। দেশের গান এবং আধুনিক গান দুটিই দু’জন গীতিকবি অসাধারণ লিখেছেন।’

মৌটুসী বলেন, ‘আমাদেরে দেশে যারা কিংবদন্তি বা সিনিয়র সঙ্গীত পরিচালক তাদের সুর সঙ্গীতে কাজ করার আগ্রহটা আমার একটু বেশিই। কিন্তু দীর্ঘদিন ধরে ফরিদ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় থাকলেও কেন যে গান করা হয়ে উঠল না সেটাই অভাবনীয় মনে হচ্ছিল আমার কাছে। ফরিদ ভাইয়ের সঙ্গে কাজ করে নিজে সমৃদ্ধ হয়েছি। দুটি গান নিয়েই আমি দারুণ খুশি।’ ফরিদ আহমেদ জানান দুটি গানই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘ফরিদ আহমেদ’র-এ প্রকাশিত হয়েছে।

রবিবার, ১৪ জুলাই ২০১৯ , ৩০ আষাঢ় ১৪২৫, ১০ জিলকদ ১৪৪০

ফরিদ আহমেদ’র সুর সঙ্গীতে গাইলেন মৌটুসী

বিনোদন প্রতিবেদক

image

সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ’র সুর সঙ্গীতে গান গাইলেন মৌটুসী। ফরিদ আহমেদের সুর সঙ্গীতে একটি দেশাত্মবোধক গান এবং একটি আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন মৌটুসী। এরই মধ্যে গানগুলোর রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে বলেও জানান ফরিদ আহমেদ। ‘স্বাধীনতা’ শিরোনামে একটি গান লিখেছেন আয়েত হোসেন এবং ‘অভিমান’ শিরোনামে একটি গান লিখেছেন মুন্শী ওয়াদুদ।

ফরিদ আহমেদ বলেন, ‘আমার দুটি গানেই খুব মনোযোগ দিয়ে মৌটুসী গেয়েছে। তার অসাধারণ গায়কীতে আমি মুগ্ধ। আমি বিশ্বাস করি এই গানে শ্রোতারা নতুন মৌটুসীকে খুঁজে পাবেন। দেশের গান এবং আধুনিক গান দুটিই দু’জন গীতিকবি অসাধারণ লিখেছেন।’

মৌটুসী বলেন, ‘আমাদেরে দেশে যারা কিংবদন্তি বা সিনিয়র সঙ্গীত পরিচালক তাদের সুর সঙ্গীতে কাজ করার আগ্রহটা আমার একটু বেশিই। কিন্তু দীর্ঘদিন ধরে ফরিদ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় থাকলেও কেন যে গান করা হয়ে উঠল না সেটাই অভাবনীয় মনে হচ্ছিল আমার কাছে। ফরিদ ভাইয়ের সঙ্গে কাজ করে নিজে সমৃদ্ধ হয়েছি। দুটি গান নিয়েই আমি দারুণ খুশি।’ ফরিদ আহমেদ জানান দুটি গানই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘ফরিদ আহমেদ’র-এ প্রকাশিত হয়েছে।