‘আদম’ সিনেমার মহরত অনুষ্ঠিত

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান হলে ‘আদম’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়ে গেল। জানা গেল, ইয়াশ রোহান ও ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীকে নিয়ে আবু তাওহীদ হিরণ নির্মাণ করতে যাচ্ছেন তার প্রথম সিনেমা ‘আদম’।

যেখানে মানুষ আর শয়তানের রূপ ফুটে উঠবে। ছবিটিতে আলী চরিত্রে অভিনয় করবেন ইয়াশ ও রাজিয়া চরিত্রে অভিনয় করবেন ঐশী। নায়িকার ছোটবোনের চরিত্রে অভিনয় করবেন রোদেলা রঙ্গন হৃদ্য। মহরতে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক তামিম হোসেন, নির্মাতা, নায়ক, নায়িকাসহ এফডিসির এমডি মো. আব্দুল করিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক ইকবাল হোসেন, মুনিরা মিঠু প্রমুখ। সবাই ছবিটির জন্য শুভকামনা জানান। সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মাসুদ পারভেজ। ছবিটির শুটিং শুরু হবে ২৬ আগস্ট থেকে। সিনেমাটিতে ইয়াশ ও ঐশী ছাড়াও অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু অ্যালেন শুভ্র, আফফান মিতুল প্রমুখ।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন মুসফিক লিটু। চলচ্চিত্রটির টাইটেল গানের কথা লিখেছেন মাসুদ পারভেজ। গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন নাজির মাহমুদ।

২০১৮ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করার পর থেকে আলোচনায় ইয়াশ রোহান। অন্যদিকে জান্নাতুল ফেরদৌস ঐশী সম্প্রতি আরিফিন শুভর বিপরীতে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার কাজ শেষ করেছেন।

রবিবার, ১৪ জুলাই ২০১৯ , ৩০ আষাঢ় ১৪২৫, ১০ জিলকদ ১৪৪০

‘আদম’ সিনেমার মহরত অনুষ্ঠিত

বিনোদন প্রতিবেদক

image

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান হলে ‘আদম’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়ে গেল। জানা গেল, ইয়াশ রোহান ও ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীকে নিয়ে আবু তাওহীদ হিরণ নির্মাণ করতে যাচ্ছেন তার প্রথম সিনেমা ‘আদম’।

যেখানে মানুষ আর শয়তানের রূপ ফুটে উঠবে। ছবিটিতে আলী চরিত্রে অভিনয় করবেন ইয়াশ ও রাজিয়া চরিত্রে অভিনয় করবেন ঐশী। নায়িকার ছোটবোনের চরিত্রে অভিনয় করবেন রোদেলা রঙ্গন হৃদ্য। মহরতে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক তামিম হোসেন, নির্মাতা, নায়ক, নায়িকাসহ এফডিসির এমডি মো. আব্দুল করিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক ইকবাল হোসেন, মুনিরা মিঠু প্রমুখ। সবাই ছবিটির জন্য শুভকামনা জানান। সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মাসুদ পারভেজ। ছবিটির শুটিং শুরু হবে ২৬ আগস্ট থেকে। সিনেমাটিতে ইয়াশ ও ঐশী ছাড়াও অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু অ্যালেন শুভ্র, আফফান মিতুল প্রমুখ।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন মুসফিক লিটু। চলচ্চিত্রটির টাইটেল গানের কথা লিখেছেন মাসুদ পারভেজ। গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন নাজির মাহমুদ।

২০১৮ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করার পর থেকে আলোচনায় ইয়াশ রোহান। অন্যদিকে জান্নাতুল ফেরদৌস ঐশী সম্প্রতি আরিফিন শুভর বিপরীতে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার কাজ শেষ করেছেন।