ইউএপিতে শেষ হলো গ্রেস হপার গার্লস প্রোগ্রামিং ক্যাম্প

রাজধানীর ঢাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল তিন দিনব্যাপী ‘গ্রেস হপার গালর্স প্রোগ্রামিং ক্যাম্প’। ২৮ ও ২৯ জুন এবং ৬ জুলাই অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রায় ৩০ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

গত ২৮ জুন ক্যাম্প শুরু হয় এবং ২৯ তারিখ পর্যন্ত দুই দিন দিনব্যাপী শিক্ষার্থীরা প্রোগ্রামিং এর প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নেয়। ৬ জুলাই সকাল থেকে তারা প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো শেখে এবং ওইদিন দুপুর ২টা থেকে একটি প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করে। গত ৭ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং প্রোগ্রামিং কনটেস্টের বিজয়ীদের হাতে সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিলকিস জামাল ফেরদৌসি এবং বিডিওএসএন-এর সাধারণ সম্পাদক মুনির হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গতানুগতিক কাজের ধারা বদলে সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে প্রোগ্রামিং এখন বিশ্ববাজারে স্বীকৃত। প্রোগ্রামিং জগতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে এমন জনশক্তি তৈরী এখন সময়ের দাবী। কিন্তু বাংলাদেশে প্রোগ্রামিং এর ক্ষেত্রে পুরুষদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও নারী প্রোগ্রামারদের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। প্রোগ্রামিং এ নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং দক্ষ নারী প্রোগ্রামার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আয়োজন করে এই প্রোগ্রামিং ক্যাম্প।

উল্লেখ্য, তথ্যপ্রযুক্তিতে নারীদের উদ্বুদ্ধ করতে এবং তথ্যপ্রযুক্তির কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক “এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ফর বাংলাদেশ- এসডি৪জিবিডি” শীর্ষক প্রকল্পের আওতায় এই ক্যাম্পের আয়োজন করে। প্রকল্পটির সার্বিক তদারকি করছে মানুষের জন্য ফাউন্ডেশন। বিডিওএসএন তিন বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে একই রকম ক্যাম্পের আয়োজন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ১৪ জুলাই ২০১৯ , ৩০ আষাঢ় ১৪২৫, ১০ জিলকদ ১৪৪০

ইউএপিতে শেষ হলো গ্রেস হপার গার্লস প্রোগ্রামিং ক্যাম্প

image

রাজধানীর ঢাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল তিন দিনব্যাপী ‘গ্রেস হপার গালর্স প্রোগ্রামিং ক্যাম্প’। ২৮ ও ২৯ জুন এবং ৬ জুলাই অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রায় ৩০ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

গত ২৮ জুন ক্যাম্প শুরু হয় এবং ২৯ তারিখ পর্যন্ত দুই দিন দিনব্যাপী শিক্ষার্থীরা প্রোগ্রামিং এর প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নেয়। ৬ জুলাই সকাল থেকে তারা প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো শেখে এবং ওইদিন দুপুর ২টা থেকে একটি প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করে। গত ৭ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং প্রোগ্রামিং কনটেস্টের বিজয়ীদের হাতে সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিলকিস জামাল ফেরদৌসি এবং বিডিওএসএন-এর সাধারণ সম্পাদক মুনির হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গতানুগতিক কাজের ধারা বদলে সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে প্রোগ্রামিং এখন বিশ্ববাজারে স্বীকৃত। প্রোগ্রামিং জগতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে এমন জনশক্তি তৈরী এখন সময়ের দাবী। কিন্তু বাংলাদেশে প্রোগ্রামিং এর ক্ষেত্রে পুরুষদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও নারী প্রোগ্রামারদের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। প্রোগ্রামিং এ নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং দক্ষ নারী প্রোগ্রামার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আয়োজন করে এই প্রোগ্রামিং ক্যাম্প।

উল্লেখ্য, তথ্যপ্রযুক্তিতে নারীদের উদ্বুদ্ধ করতে এবং তথ্যপ্রযুক্তির কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক “এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ফর বাংলাদেশ- এসডি৪জিবিডি” শীর্ষক প্রকল্পের আওতায় এই ক্যাম্পের আয়োজন করে। প্রকল্পটির সার্বিক তদারকি করছে মানুষের জন্য ফাউন্ডেশন। বিডিওএসএন তিন বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে একই রকম ক্যাম্পের আয়োজন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।