ঢাকায় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গতকাল সন্ধ্যায় তিনি ঢাকা পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। চার দেশ সফরের অংশ হিসেবে প্রথমেই ঢাকা এসেছেন তিনি। তিনি ১৩-২১ জুলাই বাংলাদেশ, তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাতার সফর করবেন। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও কোরিয়া বাণিজ্য বিনিয়োগ প্রোমোশন এজেন্সির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া কোরিয়া ন্যাশনাল ডিপ্লোম্যাটিক একাডেমি ও বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে।

আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন লি নাক ইয়োন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তিনি ঢাকা সফরে সাভারের ইপিজেড এলাকাও পরিদর্শন করবেন।

আগামীকাল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আগামীকাল ঢাকা ত্যাগ করবেন লি নাক ইয়োন।

image

গতকাল কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাকে ফুল দিয়ে স্বাগত জানান

আরও খবর
শপথ নিলেন মন্ত্রী ইমরান প্রতিমন্ত্রী ইন্দিরা
দেখবেন, দুর্নীতির কারণে যেন অর্জনগুলো নষ্ট না হয়
বারোভূতে লুটেপুটে খাচ্ছে খুলনা রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদ
হিন্দু পারিবারিক আইন বাতিল দাবি
নিজেকে বাঁচাতে ৫ জনকে দায়ী করেন বাছির
বেনাপোল-ঢাকা ১৭ জুলাই চালু হচ্ছে বিরতিহীন ট্রেন
তৃতীয় বর্ষে ফেল করে চতুর্থ বর্ষে পরীক্ষা দিচ্ছেন ঢাবি ছাত্রলীগ সা. সম্পাদক
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি
পূর্ববিরোধের জেরে হত্যাকান্ড ঘটে
জিয়া হত্যায় বেশি লাভবান খালেদা
নভোথিয়েটারে মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত
মির্জাপুরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত

রবিবার, ১৪ জুলাই ২০১৯ , ৩০ আষাঢ় ১৪২৫, ১০ জিলকদ ১৪৪০

ঢাকায় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি

কূটনৈতিক বার্তা পরিবেশক

image

গতকাল কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাকে ফুল দিয়ে স্বাগত জানান

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গতকাল সন্ধ্যায় তিনি ঢাকা পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। চার দেশ সফরের অংশ হিসেবে প্রথমেই ঢাকা এসেছেন তিনি। তিনি ১৩-২১ জুলাই বাংলাদেশ, তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাতার সফর করবেন। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও কোরিয়া বাণিজ্য বিনিয়োগ প্রোমোশন এজেন্সির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া কোরিয়া ন্যাশনাল ডিপ্লোম্যাটিক একাডেমি ও বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে।

আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন লি নাক ইয়োন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তিনি ঢাকা সফরে সাভারের ইপিজেড এলাকাও পরিদর্শন করবেন।

আগামীকাল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আগামীকাল ঢাকা ত্যাগ করবেন লি নাক ইয়োন।