নতুন ধারাবাহিক ‘ঘুমন্ত শহরে’

২১ জুলাই থেকে এনটিভিতে প্রচারের লক্ষ্যে নজরুল ইসলাম রাজু নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক নাটক ‘ঘুমন্ত শহরে’। এরইমধ্যে নাটকটির প্রথম লটের কাজ শেষে ১৬ পর্ব নির্মাণের কাজ শেষ হয়েছে বলে জানান নির্মাতা রাজু। প্রাত্যহিক জীবনের চলমান ঘটনার উপর নির্মিত হয়েছে ‘ঘমুন্ত শহরে’ ধারাবাহিকটি। নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘আমি আমার নির্মিত নাটকে সবসময়ই চেষ্টা করেছি আমাদের জীবনের গল্প বলতে। ঘুমন্ত শহরে নাটকে আমাদের বাস্তব জীবনের গল্পই উঠে এসেছে। সবশ্রেণীর দর্শকের কথা মাথায় রেখেই আমি নাটক নির্মাণ করি। আরেকটি কথা না বললেই নয়, নির্র্মাণে আমি গল্পকে তুলে ধরার ক্ষেত্রে আমি কোনরকম ছাড় দেই না। অবশ্য শিল্পীরাও আমাকে দারুণ সহযোগিতা করেন। এ জন্য যারা আমার নাটকে কাজ করেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ।’ ধারাবাহিক এ নাটকটিতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ফারহানা মিলি ও আশনা হাবিব ভাবনা। শতাব্দী ওয়াদুদ বলেন, ‘রাজু ভাই নি:সন্দেহে একজন গুনী পরিচালক। ঠান্ডা মাথায় তিনি শিল্পীদের কাছ থেকে কাজ আদায় করে নেন।’ ফারহানা মিলি বলেন, ‘এর আগে রাজু ভাইয়ের নির্দেশনায় মেড ইন বাংলাদেশ নাটকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছিলাম। রাজু ভাই বেশ আয়োজন করে যত্ন নিয়ে কাজ করেন। ’ ভাবনা বলেন, ‘ এই ধারাবাহিকে আমি একজন পার্লার গার্লের চরিত্রে অভিনয় করেছি। ‘ঘুমন্ত শহরে’ নাটকে কাজ করে আমার ভীষণ ভালোলেগেছে।’ এদিকে আগামীকাল শতাব্দী ওয়াদুদ মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘অর্জন ৭১’র শুভ মহরত অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে। এই সিনেমায় তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন।

সোমবার, ১৫ জুলাই ২০১৯ , ১ শ্রাবন ১৪২৫, ১১ জিলকদ ১৪৪০

নতুন ধারাবাহিক ‘ঘুমন্ত শহরে’

বিনোদন প্রতিবেদক

image

২১ জুলাই থেকে এনটিভিতে প্রচারের লক্ষ্যে নজরুল ইসলাম রাজু নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক নাটক ‘ঘুমন্ত শহরে’। এরইমধ্যে নাটকটির প্রথম লটের কাজ শেষে ১৬ পর্ব নির্মাণের কাজ শেষ হয়েছে বলে জানান নির্মাতা রাজু। প্রাত্যহিক জীবনের চলমান ঘটনার উপর নির্মিত হয়েছে ‘ঘমুন্ত শহরে’ ধারাবাহিকটি। নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘আমি আমার নির্মিত নাটকে সবসময়ই চেষ্টা করেছি আমাদের জীবনের গল্প বলতে। ঘুমন্ত শহরে নাটকে আমাদের বাস্তব জীবনের গল্পই উঠে এসেছে। সবশ্রেণীর দর্শকের কথা মাথায় রেখেই আমি নাটক নির্মাণ করি। আরেকটি কথা না বললেই নয়, নির্র্মাণে আমি গল্পকে তুলে ধরার ক্ষেত্রে আমি কোনরকম ছাড় দেই না। অবশ্য শিল্পীরাও আমাকে দারুণ সহযোগিতা করেন। এ জন্য যারা আমার নাটকে কাজ করেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ।’ ধারাবাহিক এ নাটকটিতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ফারহানা মিলি ও আশনা হাবিব ভাবনা। শতাব্দী ওয়াদুদ বলেন, ‘রাজু ভাই নি:সন্দেহে একজন গুনী পরিচালক। ঠান্ডা মাথায় তিনি শিল্পীদের কাছ থেকে কাজ আদায় করে নেন।’ ফারহানা মিলি বলেন, ‘এর আগে রাজু ভাইয়ের নির্দেশনায় মেড ইন বাংলাদেশ নাটকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছিলাম। রাজু ভাই বেশ আয়োজন করে যত্ন নিয়ে কাজ করেন। ’ ভাবনা বলেন, ‘ এই ধারাবাহিকে আমি একজন পার্লার গার্লের চরিত্রে অভিনয় করেছি। ‘ঘুমন্ত শহরে’ নাটকে কাজ করে আমার ভীষণ ভালোলেগেছে।’ এদিকে আগামীকাল শতাব্দী ওয়াদুদ মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘অর্জন ৭১’র শুভ মহরত অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে। এই সিনেমায় তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন।