শুরু হয়েছে ‘রঙের খেলায় সুরের ভেলায়’ সিজন ২

দুরন্ত টেলিভিশনে শুরু হয়েছে অনুষ্ঠানের নতুন মৌসুম। নতুন মৌসুমে যুক্ত হয়েছে ৬টি নতুন অনুষ্ঠান ও ২টি নতুন কার্টুন সিরিজ। এর মধ্যে ‘রঙের খেলায় সুরের ভেলায়’ গান শেখার অনুষ্ঠানটির ২য় সিজন গতকাল থেকে প্রচারিত শুরু হয়েছে। রবি থেকে বৃহস্পতিবার, সকাল ১০:৩০ মিনিটে ও সন্ধ্যা ৬:৩০ মিনিটে এটি প্রচার হবে। ৬৫ পর্বের এই অনুষ্ঠানটিেিত আনন্দের সঙ্গে শিশুদের উপযোগী মোট ১৩ টি গান শেখানো হবে। ৩ জন খালামনি ৩ ধরনের গান শিশুদের শেখাবেন। এবারের নতুন সিজনে দেবলীনা সুর শেখাবেন লোকসংগীত, চম্পা বণিক শেখাবেন দেশাত্মবোধক গান এবং আবিদা সুলতানা শেখাবেন ছড়াগান। প্রতি সপ্তাহে ৫ পর্বে শিশুরা পরিপূর্ণভাবে ১টি গান শিখবে। গান শেখানোর পাশাপাশি অনুষ্ঠানের প্রতি পর্বে থাকবে মজার মজার নানান ফিচার। যেখান থেকে শিশুরা শিখতে পারবে বিভিন্ন ক্রাফট তৈরি, ছবি আঁকা ও অরিগামি। ‘রঙের খেলায় সুরের ভেলায়’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে প্রচারিত হবে ১৪ জুলাই থেকে রবি থেকে বৃহস্পতিবার, সকাল ১০:৩০ মিনিটে ও সন্ধ্যা ৬:৩০ মিনিটে, দুরন্ত টিভিতে।

সোমবার, ১৫ জুলাই ২০১৯ , ১ শ্রাবন ১৪২৫, ১১ জিলকদ ১৪৪০

শুরু হয়েছে ‘রঙের খেলায় সুরের ভেলায়’ সিজন ২

বিনোদন প্রতিবেদক

image

দুরন্ত টেলিভিশনে শুরু হয়েছে অনুষ্ঠানের নতুন মৌসুম। নতুন মৌসুমে যুক্ত হয়েছে ৬টি নতুন অনুষ্ঠান ও ২টি নতুন কার্টুন সিরিজ। এর মধ্যে ‘রঙের খেলায় সুরের ভেলায়’ গান শেখার অনুষ্ঠানটির ২য় সিজন গতকাল থেকে প্রচারিত শুরু হয়েছে। রবি থেকে বৃহস্পতিবার, সকাল ১০:৩০ মিনিটে ও সন্ধ্যা ৬:৩০ মিনিটে এটি প্রচার হবে। ৬৫ পর্বের এই অনুষ্ঠানটিেিত আনন্দের সঙ্গে শিশুদের উপযোগী মোট ১৩ টি গান শেখানো হবে। ৩ জন খালামনি ৩ ধরনের গান শিশুদের শেখাবেন। এবারের নতুন সিজনে দেবলীনা সুর শেখাবেন লোকসংগীত, চম্পা বণিক শেখাবেন দেশাত্মবোধক গান এবং আবিদা সুলতানা শেখাবেন ছড়াগান। প্রতি সপ্তাহে ৫ পর্বে শিশুরা পরিপূর্ণভাবে ১টি গান শিখবে। গান শেখানোর পাশাপাশি অনুষ্ঠানের প্রতি পর্বে থাকবে মজার মজার নানান ফিচার। যেখান থেকে শিশুরা শিখতে পারবে বিভিন্ন ক্রাফট তৈরি, ছবি আঁকা ও অরিগামি। ‘রঙের খেলায় সুরের ভেলায়’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে প্রচারিত হবে ১৪ জুলাই থেকে রবি থেকে বৃহস্পতিবার, সকাল ১০:৩০ মিনিটে ও সন্ধ্যা ৬:৩০ মিনিটে, দুরন্ত টিভিতে।