নতুন ব্যবসার অনুমতি পেয়েছে অলটেক্স

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন ব্যবসা হিসেবে চামড়াজাত পণ্য ব্যবসার অনুমতি পেয়েছে। এখন থেকে কোম্পানিটি চামড়াজাত পণ্যের ব্যবসা করতে পারবে। তাই কোম্পানিটি নতুন ব্যবসার জন্য সংঘ স্মারকের দুইটি ধারা সংশোধন করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্র মতে, স্মারকলিপির ৩২নং ও ৩৩নং ধারায় এই সংশোধন করার অনুমতি দিয়েছে হাইকোর্ট বিভাগ। কোম্পানিটি রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) সঙ্গে সংঘ স্মারক সংশোধন করবে। ৩২নং ধারায় উল্লেখ আছে যে- চামড়া, প্লাস্টিক, সিনথেটিক, কাপড় প্রভৃতির তৈরি সব ধরনের জুতা, বেল্ট, ব্যাগ প্রভৃতি তৈরি, বাজারজাত, রপ্তানি এবং ডিলার নিয়োগ করা যাবে। এবং ৩৩নং ধারায় উল্লেখ আছে কোমম্পানিটি চাইলে অন্য ব্যবসা বা কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে। এর আগে সংঘ স্বারক বিধি অনুযায়ী এসব সুযোগ ছিল না কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে।

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ , ২ শ্রাবন ১৪২৫, ১২ জিলকদ ১৪৪০

নতুন ব্যবসার অনুমতি পেয়েছে অলটেক্স

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন ব্যবসা হিসেবে চামড়াজাত পণ্য ব্যবসার অনুমতি পেয়েছে। এখন থেকে কোম্পানিটি চামড়াজাত পণ্যের ব্যবসা করতে পারবে। তাই কোম্পানিটি নতুন ব্যবসার জন্য সংঘ স্মারকের দুইটি ধারা সংশোধন করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্র মতে, স্মারকলিপির ৩২নং ও ৩৩নং ধারায় এই সংশোধন করার অনুমতি দিয়েছে হাইকোর্ট বিভাগ। কোম্পানিটি রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) সঙ্গে সংঘ স্মারক সংশোধন করবে। ৩২নং ধারায় উল্লেখ আছে যে- চামড়া, প্লাস্টিক, সিনথেটিক, কাপড় প্রভৃতির তৈরি সব ধরনের জুতা, বেল্ট, ব্যাগ প্রভৃতি তৈরি, বাজারজাত, রপ্তানি এবং ডিলার নিয়োগ করা যাবে। এবং ৩৩নং ধারায় উল্লেখ আছে কোমম্পানিটি চাইলে অন্য ব্যবসা বা কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে। এর আগে সংঘ স্বারক বিধি অনুযায়ী এসব সুযোগ ছিল না কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে।