কলকাতা চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেলের দুটি চলচ্চিত্রের প্রদর্শনী

কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতচল্লিশের দেশভাগের চলচ্চিত্রসমূহ নিয়ে এক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে তানভীর মোকাম্মেলের দুটি চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে। ছবি দুটি হচ্ছে কাহিনীচিত্র “চিত্রা নদীর পারে” ও প্রামাণ্যচিত্র “সীমান্তরেখা”। “কলকাতা পার্টিশন মিউজিাম ট্রাস্ট” আয়োজনে ১৬ থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলবে এ উৎসবে। উৎসবে তানভীর মোকাম্মেলকেও নিমন্ত্রণ জানানো হয়েছে। ১৯ আগস্ট তানভীর মোকাম্মেল “যদুনাথ ভবন মিউজিয়াম”য়ে দেশভাগের চলচ্চিত্রায়নের সমস্যা বিষয়ক একটি মাস্টার ক্লাস নেবেন।

এছাড়া ২১ আগস্ট রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তানভীর মোকাম্মেলকে একটি বিশেষ বক্তৃতা প্রদানের জন্যে আমন্ত্রণ জানিয়েছে। বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে “সাহিত্য থেকে চিত্রনাট্য ঃ ওয়ালীউল্লাহর লালসালু ও এ ট্রি উইদাউট রুটস।

ঋত প্রকাশনী কর্তৃক প্রকাশিত তানভীর মোকাম্মেলের কাব্যগ্রন্থ “বেহুলা বাংলা ও অন্যান্য কবিতা” বইটির ভারতীয় সংস্করণের প্রকাশনা উৎসবটিও আগস্ট মাসে কলকাতায় অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে অংশ নেবার জন্যে তানভীর মোকাম্মেল দশই আগস্ট কলকাতায় যাবেন এবং দুই সপ্তাহ অবস্থান করবেন।

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ , ২ শ্রাবন ১৪২৫, ১২ জিলকদ ১৪৪০

কলকাতা চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেলের দুটি চলচ্চিত্রের প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক

image

কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতচল্লিশের দেশভাগের চলচ্চিত্রসমূহ নিয়ে এক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে তানভীর মোকাম্মেলের দুটি চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে। ছবি দুটি হচ্ছে কাহিনীচিত্র “চিত্রা নদীর পারে” ও প্রামাণ্যচিত্র “সীমান্তরেখা”। “কলকাতা পার্টিশন মিউজিাম ট্রাস্ট” আয়োজনে ১৬ থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলবে এ উৎসবে। উৎসবে তানভীর মোকাম্মেলকেও নিমন্ত্রণ জানানো হয়েছে। ১৯ আগস্ট তানভীর মোকাম্মেল “যদুনাথ ভবন মিউজিয়াম”য়ে দেশভাগের চলচ্চিত্রায়নের সমস্যা বিষয়ক একটি মাস্টার ক্লাস নেবেন।

এছাড়া ২১ আগস্ট রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তানভীর মোকাম্মেলকে একটি বিশেষ বক্তৃতা প্রদানের জন্যে আমন্ত্রণ জানিয়েছে। বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে “সাহিত্য থেকে চিত্রনাট্য ঃ ওয়ালীউল্লাহর লালসালু ও এ ট্রি উইদাউট রুটস।

ঋত প্রকাশনী কর্তৃক প্রকাশিত তানভীর মোকাম্মেলের কাব্যগ্রন্থ “বেহুলা বাংলা ও অন্যান্য কবিতা” বইটির ভারতীয় সংস্করণের প্রকাশনা উৎসবটিও আগস্ট মাসে কলকাতায় অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে অংশ নেবার জন্যে তানভীর মোকাম্মেল দশই আগস্ট কলকাতায় যাবেন এবং দুই সপ্তাহ অবস্থান করবেন।