উল্লাপাড়া রেলক্রসিংয়ে

ট্রেন-মাইক্রো সংঘর্ষে বর-কনেসহ নিহত ১০

ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের বর-কনেসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেন (৫৫) ও তার ছেলে আজম (২২) এবং কামারখন্দের জামতৈল গ্রামের মন্টু শেখের ছেলে ও মাইক্রোবাসচালক স্বাধীন (২৮)। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার বেতকান্দি অরক্ষিত রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার সলপ রেলক্রসিং এলাকায় একটি বরযাত্রীবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে বর-কনেসহ মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হন। একই সঙ্গে ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার পর থেকে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

গাজীপুরে তিনজন নিহত

গাজীপুর : গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপচালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ী এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে এ দুর্ঘটনা ঘটে। ডিমের পিকআপ ভ্যানটি টঙ্গী থেকে গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ী ফিরছিল। নিহতরা হলেন পিকআপচালক গাজীপুর জেলার শ্রীপুরের রাজাবাড়ী এলাকার কবির হোসেনের ছেলে নাঈম (২০), হেলপার একই এলাকার হাসান (১৭) ও ডিমের আড়তের কর্মচারী সাইফুল ইসলাম সুমন (১৭)। সুমনের বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দইখাওয়া বাজার এলাকায়। সে পরিবারের সঙ্গে রাজাবাড়ী বাজারে থাকত। এদিকে আলাদা ঘটনায় রোববার রাতে নগরীর কড্ডা এলাকায় পুলিশের প্রিজন ভ্যানচাপায় গার্মেন্ট শ্রমিক নজরুল ইসলাম কাজল (৪৫) নিহত হন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সালনার বাউপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি কোনাবাড়ির স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় চাকরি করতেন। দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া নামক স্থানে বিরিশিরি-শ্যামগঞ্জ মহাসড়কে সোমবার সকালে বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী রাকিব নিহত হয়েছে। সে কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাতীয় সংবাদপত্রবাহী কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি। সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান- সোমবার সকালে জাতীয় সংবাদপত্র নিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল একটি কাভার্ডভ্যান। পথিমধ্যে মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই কাভার্ডভ্যানের চালক নিহত হন।

image

সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় রেলক্রসিংয়ে দুর্ঘটনা -সংবাদ

আরও খবর
কুমিল্লায় বিচারকের কক্ষে হত্যাকান্ড
মায়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
বিশ্বকাপে চ্যাম্পিয়ন নির্ধারণের নিয়ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ
এইচএসসির ফল প্রকাশ কাল
নতুন এলাকা প্লাবিত
অধ্যাপক ফারুকের পক্ষে ৬৬ জন বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিবৃতি
ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার ঘোষণা মেয়র খোকনের
অনুমোদন ছাড়া স্কুল-কলেজ মাদ্রাসা চালু করলে ব্যবস্থা
ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্বামী-স্ত্রীর কোটি কোটি টাকা বাণিজ্য
সাভারে ময়লার স্তুপে তরুণীর ৬ টুকরা লাশ
রাজধানীতে নিউ নাইন স্টার গ্যাং গ্রুপের ১১ সদস্য অস্ত্রসহ আটক
ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ , ২ শ্রাবন ১৪২৫, ১২ জিলকদ ১৪৪০

উল্লাপাড়া রেলক্রসিংয়ে

ট্রেন-মাইক্রো সংঘর্ষে বর-কনেসহ নিহত ১০

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

image

সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় রেলক্রসিংয়ে দুর্ঘটনা -সংবাদ

ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের বর-কনেসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেন (৫৫) ও তার ছেলে আজম (২২) এবং কামারখন্দের জামতৈল গ্রামের মন্টু শেখের ছেলে ও মাইক্রোবাসচালক স্বাধীন (২৮)। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার বেতকান্দি অরক্ষিত রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার সলপ রেলক্রসিং এলাকায় একটি বরযাত্রীবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে বর-কনেসহ মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হন। একই সঙ্গে ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার পর থেকে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

গাজীপুরে তিনজন নিহত

গাজীপুর : গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপচালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ী এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে এ দুর্ঘটনা ঘটে। ডিমের পিকআপ ভ্যানটি টঙ্গী থেকে গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ী ফিরছিল। নিহতরা হলেন পিকআপচালক গাজীপুর জেলার শ্রীপুরের রাজাবাড়ী এলাকার কবির হোসেনের ছেলে নাঈম (২০), হেলপার একই এলাকার হাসান (১৭) ও ডিমের আড়তের কর্মচারী সাইফুল ইসলাম সুমন (১৭)। সুমনের বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দইখাওয়া বাজার এলাকায়। সে পরিবারের সঙ্গে রাজাবাড়ী বাজারে থাকত। এদিকে আলাদা ঘটনায় রোববার রাতে নগরীর কড্ডা এলাকায় পুলিশের প্রিজন ভ্যানচাপায় গার্মেন্ট শ্রমিক নজরুল ইসলাম কাজল (৪৫) নিহত হন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সালনার বাউপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি কোনাবাড়ির স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় চাকরি করতেন। দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া নামক স্থানে বিরিশিরি-শ্যামগঞ্জ মহাসড়কে সোমবার সকালে বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী রাকিব নিহত হয়েছে। সে কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাতীয় সংবাদপত্রবাহী কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি। সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান- সোমবার সকালে জাতীয় সংবাদপত্র নিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল একটি কাভার্ডভ্যান। পথিমধ্যে মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই কাভার্ডভ্যানের চালক নিহত হন।