ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার ঘোষণা মেয়র খোকনের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীরা হটলাইন নম্বরে (০৯৬১১০০০৯৯৯) কল দিলে তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। গতকাল ডিএসসিসি নগর ভবনে ‘বিশেষ প্রাথমিক চিকিৎসাসেবা পক্ষ-১৯’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে আমাদের স্বাস্থ্যকর্মীরা আপনার বাসায় পৌঁছে যাবেন। তারা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেবেন। শুধু ডেঙ্গু রোগী নয়, যদি আবহাওয়াজনিত কোন রোগ যেমন- সর্দি-জ্বর, এ ধরনের কোন রোগ হয়, সেগুলোরও প্রাথমিক চিকিৎসা দেবে আমাদের মেডিকেল টিম। কিন্তু অনুরোধ আতঙ্কিত হবেন না।

মেয়র বলেন, যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৬৮টি মেডিকেল টিম গঠন করেছি। এ মেডিকেল টিম আমাদের ৪৭৬টি কেন্দ্রে বিনামূল্যে ওষুধ প্রদান করবে। যদি আমাদের স্বাস্থ্যকর্মীরা মনে করেন, কোন রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে, তাহলে আমাদের মহানগর জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতালে তাদের বিনামূল্যে ভর্তি করা হবে।

তিনি বলেন, ডিএসসিসি এলাকায় ডেঙ্গুর যে প্রাদুর্ভাব, সেটি গত দুই-তিন বছরের তুলনায় এবার কিছুটা বেড়েছে। কিন্তু আতঙ্কিত হওয়ার মতো কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি। তাই আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। ঘাবড়ে যাওয়ারও কারণ নেই। আমরা বিশেষজ্ঞদের নিয়ে যে সেমিনার করেছি সেখানে তারা আমাদের জানিয়েছেন, শতকরা ৯৭-৯৯ ভাগ রোগী সামান্য জ্বরে আক্রান্ত হয় এবং ৭-১০ দিনের মধ্যে তা সেরে যায়। তাই নাগরিকদের বলব, আপনারা সচেতন থাকবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হয়েছে।

সাঈদ খোকন বলেন, ১ জুলাই থেকে প্রতিটি পাড়া-মহল্লায়, অলিগলিতে মশার ওষুধ ছিটানো হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ চলছে। ইমামদের খুতবার সময় মুসল্লিদের সচেতন করতে বলা হয়েছে। ধর্মীয় অন্যান্য প্রতিষ্ঠানকেও নির্দেশনা দেয়া আছে। জনগণকে সচেতন করার চেষ্টায় আমাদের চেষ্টার কোন কমতি নেই। নগরবাসীকে সচেতন করার মধ্য দিয়ে আমরা ডেঙ্গু মোকাবিলায় এগিয়ে চলেছি। আমরা আশা করছি, দ্রুত সময়ের মধ্যে একটি ডেঙ্গুমুক্ত শহর নাগরিকদের জন্য নিশ্চিত করতে পারব।

মেয়র বলেন, স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছর ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ২৪৭ জন। তার মানে এই নয়, এসব রোগী ডিএসসিসি কিংবা ডিএনসিসি এলাকার। এ তথ্য সারা বাংলাদেশের। কারণ স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ডিএসসিসি এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮৬ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫২ জন। চিকিৎসা নিচ্ছেন ৩৪ জন। আমরা আশা করছি, এ রোগীরাও দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবেন।

আরও খবর
কুমিল্লায় বিচারকের কক্ষে হত্যাকান্ড
মায়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
বিশ্বকাপে চ্যাম্পিয়ন নির্ধারণের নিয়ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ
এইচএসসির ফল প্রকাশ কাল
ট্রেন-মাইক্রো সংঘর্ষে বর-কনেসহ নিহত ১০
নতুন এলাকা প্লাবিত
অধ্যাপক ফারুকের পক্ষে ৬৬ জন বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিবৃতি
অনুমোদন ছাড়া স্কুল-কলেজ মাদ্রাসা চালু করলে ব্যবস্থা
ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্বামী-স্ত্রীর কোটি কোটি টাকা বাণিজ্য
সাভারে ময়লার স্তুপে তরুণীর ৬ টুকরা লাশ
রাজধানীতে নিউ নাইন স্টার গ্যাং গ্রুপের ১১ সদস্য অস্ত্রসহ আটক
ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ , ২ শ্রাবন ১৪২৫, ১২ জিলকদ ১৪৪০

ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার ঘোষণা মেয়র খোকনের

নিজস্ব বার্তা পরিবেশক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীরা হটলাইন নম্বরে (০৯৬১১০০০৯৯৯) কল দিলে তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। গতকাল ডিএসসিসি নগর ভবনে ‘বিশেষ প্রাথমিক চিকিৎসাসেবা পক্ষ-১৯’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে আমাদের স্বাস্থ্যকর্মীরা আপনার বাসায় পৌঁছে যাবেন। তারা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেবেন। শুধু ডেঙ্গু রোগী নয়, যদি আবহাওয়াজনিত কোন রোগ যেমন- সর্দি-জ্বর, এ ধরনের কোন রোগ হয়, সেগুলোরও প্রাথমিক চিকিৎসা দেবে আমাদের মেডিকেল টিম। কিন্তু অনুরোধ আতঙ্কিত হবেন না।

মেয়র বলেন, যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৬৮টি মেডিকেল টিম গঠন করেছি। এ মেডিকেল টিম আমাদের ৪৭৬টি কেন্দ্রে বিনামূল্যে ওষুধ প্রদান করবে। যদি আমাদের স্বাস্থ্যকর্মীরা মনে করেন, কোন রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে, তাহলে আমাদের মহানগর জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতালে তাদের বিনামূল্যে ভর্তি করা হবে।

তিনি বলেন, ডিএসসিসি এলাকায় ডেঙ্গুর যে প্রাদুর্ভাব, সেটি গত দুই-তিন বছরের তুলনায় এবার কিছুটা বেড়েছে। কিন্তু আতঙ্কিত হওয়ার মতো কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি। তাই আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। ঘাবড়ে যাওয়ারও কারণ নেই। আমরা বিশেষজ্ঞদের নিয়ে যে সেমিনার করেছি সেখানে তারা আমাদের জানিয়েছেন, শতকরা ৯৭-৯৯ ভাগ রোগী সামান্য জ্বরে আক্রান্ত হয় এবং ৭-১০ দিনের মধ্যে তা সেরে যায়। তাই নাগরিকদের বলব, আপনারা সচেতন থাকবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হয়েছে।

সাঈদ খোকন বলেন, ১ জুলাই থেকে প্রতিটি পাড়া-মহল্লায়, অলিগলিতে মশার ওষুধ ছিটানো হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ চলছে। ইমামদের খুতবার সময় মুসল্লিদের সচেতন করতে বলা হয়েছে। ধর্মীয় অন্যান্য প্রতিষ্ঠানকেও নির্দেশনা দেয়া আছে। জনগণকে সচেতন করার চেষ্টায় আমাদের চেষ্টার কোন কমতি নেই। নগরবাসীকে সচেতন করার মধ্য দিয়ে আমরা ডেঙ্গু মোকাবিলায় এগিয়ে চলেছি। আমরা আশা করছি, দ্রুত সময়ের মধ্যে একটি ডেঙ্গুমুক্ত শহর নাগরিকদের জন্য নিশ্চিত করতে পারব।

মেয়র বলেন, স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছর ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ২৪৭ জন। তার মানে এই নয়, এসব রোগী ডিএসসিসি কিংবা ডিএনসিসি এলাকার। এ তথ্য সারা বাংলাদেশের। কারণ স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ডিএসসিসি এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮৬ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫২ জন। চিকিৎসা নিচ্ছেন ৩৪ জন। আমরা আশা করছি, এ রোগীরাও দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবেন।