রাজধানীতে নিউ নাইন স্টার গ্যাং গ্রুপের ১১ সদস্য অস্ত্রসহ আটক

রাজধানীর নতুন আতঙ্ক ‘নিউ নাইন স্টার’ গ্যাং গ্রুপ। উত্তরা, তুরাগসহ আশপাশ এলাকায় উঠতি কিশোর গ্যাং গ্রুপ সংগঠিত হয়েছিল। র‌্যাব কর্মকর্তা ও সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিউ নাইন স্টার গ্যাং গ্রুপের ১১ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা অধিকাংশ উদীয়মান কিশোর। গ্রেফতারকৃতদের মধ্যে ১৫-১৭ বছর বয়সী কিশোরই বেশি। তারা আধিপত্য বিস্তার, স্কুল-কলেজে জুনিয়র ছাত্রদের র‌্যাগিং, ছাত্রীদের উত্যক্ত, উচ্চ শব্দ করে মোটরসাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং মাদক সেবন করত। এ চক্রের পলাতক অন্যদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত আছে। গতকাল র‌্যাব সদর দফতর থেকে এ তথ্য জানা গেছে।

র‌্যাব জানায়, রাজধানীর উত্তরা, তুরাগ, আবদুল্লাহপুর, টঙ্গী ও পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছুদিন ধরে কিশোর গ্যাং গ্রুপের আত্মপ্রকাশ ঘটেছে। তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হওয়ার বিষয়টি র‌্যাব ১-এর দৃষ্টিগোচর হয়। আগে অনেক কিশোর গ্যাং গ্রুপ থাকলেও র‌্যাব ১-এর একাধিক অভিযানে অধিকাংশ গ্যাং গ্রুপ নিষ্ক্রিয় হয়। এরপরও গ্যাং গ্রুপের কতিপয় সদস্য পুনরায় সংগঠিত হয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অতি সম্প্রতি র‌্যাব ১-এর গোয়েন্দা অনুসন্ধানে উঠে আসে। কিশোর গ্যাং গ্রুপের অন্তর্কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি হত্যাকান্ডে যার প্রমাণ পাওয়া যায়। নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তার, স্কুল-কলেজে র‌্যাগিং, স্কুল- কলেজের ছাত্রীদের উত্যক্ত, মাদক সেবন, ছিনতাই, উচ্চ শব্দ করে মোটরসাইকেল বা গাড়ি চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, ছিনতাই, অশ্লীল ভিডিও শেয়ার করাসহ এলাকায় তারা ত্রাস সৃষ্টি করে। এরা এলাকার নিরীহ ও মেধাবী যুবক/কিশোরদের চাপে রেখে জোরপূর্বক দলে আসতে বাধ্য করে। গ্যাংভিত্তিক এদের নিজস্ব লোগো রয়েছে যা দেয়াল লিখন ও ফেইসবুকে ব্যবহার করে। এরা ফেইসবুকে এক গ্রুপ অন্য গ্রুপকে হুমকি দিয়ে স্ট্যাটাস দেয় এবং পরস্পরের আইডি হ্যাক করার চেষ্টা করে। এরা গ্যাং এর উপর নির্মিত বিভিন্ন পশ্চিমা চলচ্চিত্র অনুসরণ করে থাকে।

র‌্যাব ১-এর গোয়েন্দা অনুসন্ধানে রাজধানীর তুরাগ এলাকায় আধিপত্য বিস্তারকারী তেমনি একটি কিশোর গ্যাং গ্রুপের তথ্য পাওয়া গেছে।

জানা যায় যে, এই গ্রুপটি ২০১৭ সালের দিকে উত্তরা এলাকায় ‘নাইন স্টার’ নামে সক্রিয় ছিল। পরবর্তীতে আদনান হত্যাকা-ে জড়িত থাকায় এই গ্যাং গ্রুপের সদস্যদের আইনের আওতায় আনা হলে গ্যাংটি বিলুপ্ত হয়ে যায়।

সম্প্রতি তুরাগ এলাকায় ‘নিউ নাইন স্টার’ গ্যাং গ্রুপ নামে এটি আবারও আত্মপ্রকাশ করেছে এবং আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বিভিন্ন অপরাধকর্ম করছে বলে গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়। গ্যাং গ্রুপের বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গত রোববার গভীররাত থেকে গতকাল ভোর পর্যন্ত র‌্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর বাউনিয়া এলাকা হতে গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য মো. হাবিবুর রহমান দাড়িয়া, ফয়সাল আহম্মেদ, রাকিবুল হাসান, মো. রমজান আলী, মো. বাবু মিয়া, মো. নজরুল ইসলাম , মো. শাহীন হাওলাদার, তুহিন ইসলাম, মো. মাহমুদ হীরা, মো. রনি ইসলাম ও মো. সাগর হোসেনকে গ্রেফতার করে। আসামিদের কাছ থেকে ২টি শটগান, ৪ রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি ধারাল ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা ‘নিউ নাইন স্টার’ গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। অভিযুক্ত আসামি হাবিবুর রহমান দাড়িয়া, ফয়সাল আহমেদ, বাবু মিয়া ও সাগর আগেও উত্তরার ‘নাইন স্টার’ গ্যাং গ্রুপের সদস্য ছিল এবং বাকিরা তাদের মাধ্যমে নতুন করে দলে এসেছে। নতুন করে গ্রুপের আসা সদস্যরা সবাই স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত বলে জানায়। তারা পুনরায় তুরাগ এলাকায় সংগঠিত হয়ে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও খবর
কুমিল্লায় বিচারকের কক্ষে হত্যাকান্ড
মায়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
বিশ্বকাপে চ্যাম্পিয়ন নির্ধারণের নিয়ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ
এইচএসসির ফল প্রকাশ কাল
ট্রেন-মাইক্রো সংঘর্ষে বর-কনেসহ নিহত ১০
নতুন এলাকা প্লাবিত
অধ্যাপক ফারুকের পক্ষে ৬৬ জন বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিবৃতি
ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার ঘোষণা মেয়র খোকনের
অনুমোদন ছাড়া স্কুল-কলেজ মাদ্রাসা চালু করলে ব্যবস্থা
ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্বামী-স্ত্রীর কোটি কোটি টাকা বাণিজ্য
সাভারে ময়লার স্তুপে তরুণীর ৬ টুকরা লাশ
ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ , ২ শ্রাবন ১৪২৫, ১২ জিলকদ ১৪৪০

রাজধানীতে নিউ নাইন স্টার গ্যাং গ্রুপের ১১ সদস্য অস্ত্রসহ আটক

বাকী বিল্লাহ

রাজধানীর নতুন আতঙ্ক ‘নিউ নাইন স্টার’ গ্যাং গ্রুপ। উত্তরা, তুরাগসহ আশপাশ এলাকায় উঠতি কিশোর গ্যাং গ্রুপ সংগঠিত হয়েছিল। র‌্যাব কর্মকর্তা ও সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিউ নাইন স্টার গ্যাং গ্রুপের ১১ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা অধিকাংশ উদীয়মান কিশোর। গ্রেফতারকৃতদের মধ্যে ১৫-১৭ বছর বয়সী কিশোরই বেশি। তারা আধিপত্য বিস্তার, স্কুল-কলেজে জুনিয়র ছাত্রদের র‌্যাগিং, ছাত্রীদের উত্যক্ত, উচ্চ শব্দ করে মোটরসাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং মাদক সেবন করত। এ চক্রের পলাতক অন্যদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত আছে। গতকাল র‌্যাব সদর দফতর থেকে এ তথ্য জানা গেছে।

র‌্যাব জানায়, রাজধানীর উত্তরা, তুরাগ, আবদুল্লাহপুর, টঙ্গী ও পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছুদিন ধরে কিশোর গ্যাং গ্রুপের আত্মপ্রকাশ ঘটেছে। তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হওয়ার বিষয়টি র‌্যাব ১-এর দৃষ্টিগোচর হয়। আগে অনেক কিশোর গ্যাং গ্রুপ থাকলেও র‌্যাব ১-এর একাধিক অভিযানে অধিকাংশ গ্যাং গ্রুপ নিষ্ক্রিয় হয়। এরপরও গ্যাং গ্রুপের কতিপয় সদস্য পুনরায় সংগঠিত হয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অতি সম্প্রতি র‌্যাব ১-এর গোয়েন্দা অনুসন্ধানে উঠে আসে। কিশোর গ্যাং গ্রুপের অন্তর্কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি হত্যাকান্ডে যার প্রমাণ পাওয়া যায়। নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তার, স্কুল-কলেজে র‌্যাগিং, স্কুল- কলেজের ছাত্রীদের উত্যক্ত, মাদক সেবন, ছিনতাই, উচ্চ শব্দ করে মোটরসাইকেল বা গাড়ি চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, ছিনতাই, অশ্লীল ভিডিও শেয়ার করাসহ এলাকায় তারা ত্রাস সৃষ্টি করে। এরা এলাকার নিরীহ ও মেধাবী যুবক/কিশোরদের চাপে রেখে জোরপূর্বক দলে আসতে বাধ্য করে। গ্যাংভিত্তিক এদের নিজস্ব লোগো রয়েছে যা দেয়াল লিখন ও ফেইসবুকে ব্যবহার করে। এরা ফেইসবুকে এক গ্রুপ অন্য গ্রুপকে হুমকি দিয়ে স্ট্যাটাস দেয় এবং পরস্পরের আইডি হ্যাক করার চেষ্টা করে। এরা গ্যাং এর উপর নির্মিত বিভিন্ন পশ্চিমা চলচ্চিত্র অনুসরণ করে থাকে।

র‌্যাব ১-এর গোয়েন্দা অনুসন্ধানে রাজধানীর তুরাগ এলাকায় আধিপত্য বিস্তারকারী তেমনি একটি কিশোর গ্যাং গ্রুপের তথ্য পাওয়া গেছে।

জানা যায় যে, এই গ্রুপটি ২০১৭ সালের দিকে উত্তরা এলাকায় ‘নাইন স্টার’ নামে সক্রিয় ছিল। পরবর্তীতে আদনান হত্যাকা-ে জড়িত থাকায় এই গ্যাং গ্রুপের সদস্যদের আইনের আওতায় আনা হলে গ্যাংটি বিলুপ্ত হয়ে যায়।

সম্প্রতি তুরাগ এলাকায় ‘নিউ নাইন স্টার’ গ্যাং গ্রুপ নামে এটি আবারও আত্মপ্রকাশ করেছে এবং আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বিভিন্ন অপরাধকর্ম করছে বলে গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়। গ্যাং গ্রুপের বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গত রোববার গভীররাত থেকে গতকাল ভোর পর্যন্ত র‌্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর বাউনিয়া এলাকা হতে গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য মো. হাবিবুর রহমান দাড়িয়া, ফয়সাল আহম্মেদ, রাকিবুল হাসান, মো. রমজান আলী, মো. বাবু মিয়া, মো. নজরুল ইসলাম , মো. শাহীন হাওলাদার, তুহিন ইসলাম, মো. মাহমুদ হীরা, মো. রনি ইসলাম ও মো. সাগর হোসেনকে গ্রেফতার করে। আসামিদের কাছ থেকে ২টি শটগান, ৪ রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি ধারাল ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা ‘নিউ নাইন স্টার’ গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। অভিযুক্ত আসামি হাবিবুর রহমান দাড়িয়া, ফয়সাল আহমেদ, বাবু মিয়া ও সাগর আগেও উত্তরার ‘নাইন স্টার’ গ্যাং গ্রুপের সদস্য ছিল এবং বাকিরা তাদের মাধ্যমে নতুন করে দলে এসেছে। নতুন করে গ্রুপের আসা সদস্যরা সবাই স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত বলে জানায়। তারা পুনরায় তুরাগ এলাকায় সংগঠিত হয়ে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।