দুই ধর্ষক গ্রেফতার

পৃথক ধর্ষণ ঘটনায় দুই জেলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীতে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের জন্য এক অটোচালককে এবং দিনাজপুরে নিজের ছেলের বউকে ধর্ষণের দায়ে লম্পট শ্বশুরকে গ্রেফতার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় এক মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক অটোচালক কবির সিকদারকে (৫৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসীরা। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে গত রোববার রাত ১০টার পর এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, পাখিমারা বাজারে মানসিক ভারসাম্যহীন এ নারী বাজারে দোকানের পেছনে ঘুমিয়ে ছিল। এ সময় কবির সিকদার সবার অগোচরে ওই নারীকে ধর্ষণ করে। তার চিৎকারে পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ী ও গ্রামবাসীরা এগিয়ে এসে কবিরকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবিরকে গ্রেফতার করে।

কলাপাড়া থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জণ্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমান মিলন মৃধা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন। গতকাল কবিরকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দরে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর সফিকুল ইসলাম ওরফে ছপু (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার বিকেলে তাকে ভুষিরবন্দর বাজার এলাকা থেকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর বালাপাড়া গ্রামের হঠাৎপাড়ায়।

ধর্ষণের শিকার ওই নারী (১৯) জানান, আমার শ্বশুর বাড়িতে প্রায় নেশা করে আসত। বাড়ি ফাঁকা পেলেই কুপ্রস্তাব ও অনেক খারাপ কথা বলত। তার স্বামী মো. সবুজ মালেককে (২১) সুকৌশলে পান ও সিগারেট আনার জন্য বাড়ির বাইরে পাঠিয়ে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ছেলের বউ নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্বশুরের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেছেন। গতকাল সকালে ওই গৃহবধূকে পুলিশ হেফাজতে নিয়ে মেডিকেল পরীক্ষার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর
বাংলাদেশ ভারত অভিন্ন স্বার্থ নিয়ে আলোচনা
উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান প্রস্তুতের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
এরশাদের প্রতি রাষ্ট্রপতি ও নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন
শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ
বাংলাদেশ থেকে চাল নিতে আগ্রহী ফিলিপাইন
বিভিন্ন ইস্যুতে বিতর্কিত আদেশে ফেঁসে যাচ্ছেন অসাধু কর্মকর্তারা
নিবন্ধন চায় ৮ হাজার অনলাইন
রাষ্ট্রপতির ক্ষমার পরও আজমত আলী কারাগারে মুক্তির নির্দেশ
১৯ বছরেও সম্পন্ন হলো না বিচার
কাজী ওয়াছি উদ্দিনের বহিষ্কার দাবিতে ঢাবিতে মানববন্ধন
দুটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
শিল্পাঞ্চলের বাইরে কারখানায় গ্যাস বিদ্যুৎ সংযোগ নয় : প্রতিমন্ত্রী
বিচার প্রক্রিয়া ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা
মাহিনুর হকের ২য় মৃত্যুবার্ষিকী

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ , ২ শ্রাবন ১৪২৫, ১২ জিলকদ ১৪৪০

পটুয়াখালী-দিনাজপুরে

দুই ধর্ষক গ্রেফতার

সংবাদ ডেস্ক

পৃথক ধর্ষণ ঘটনায় দুই জেলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীতে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের জন্য এক অটোচালককে এবং দিনাজপুরে নিজের ছেলের বউকে ধর্ষণের দায়ে লম্পট শ্বশুরকে গ্রেফতার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় এক মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক অটোচালক কবির সিকদারকে (৫৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসীরা। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে গত রোববার রাত ১০টার পর এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, পাখিমারা বাজারে মানসিক ভারসাম্যহীন এ নারী বাজারে দোকানের পেছনে ঘুমিয়ে ছিল। এ সময় কবির সিকদার সবার অগোচরে ওই নারীকে ধর্ষণ করে। তার চিৎকারে পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ী ও গ্রামবাসীরা এগিয়ে এসে কবিরকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবিরকে গ্রেফতার করে।

কলাপাড়া থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জণ্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমান মিলন মৃধা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন। গতকাল কবিরকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দরে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর সফিকুল ইসলাম ওরফে ছপু (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার বিকেলে তাকে ভুষিরবন্দর বাজার এলাকা থেকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর বালাপাড়া গ্রামের হঠাৎপাড়ায়।

ধর্ষণের শিকার ওই নারী (১৯) জানান, আমার শ্বশুর বাড়িতে প্রায় নেশা করে আসত। বাড়ি ফাঁকা পেলেই কুপ্রস্তাব ও অনেক খারাপ কথা বলত। তার স্বামী মো. সবুজ মালেককে (২১) সুকৌশলে পান ও সিগারেট আনার জন্য বাড়ির বাইরে পাঠিয়ে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ছেলের বউ নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্বশুরের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেছেন। গতকাল সকালে ওই গৃহবধূকে পুলিশ হেফাজতে নিয়ে মেডিকেল পরীক্ষার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।