বারট্রান্ড রাসেল

জন্ম : ১৮ মে, ১৮৭২, যুক্তরাজ্য

মৃত্যু : ২ ফেব্রুয়ারি, ১৯৭০, যুক্তরাজ্য

বারট্রান্ড রাসেল ২০ শতকের ইংরেজ দার্শনিক, সাহিত্যিক, গণিতবিদ, শিক্ষাবিদ। গাণিতিক যুক্তিবিদ্যা এবং বিশ্লেষণী দর্শনে তার অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। দর্শনকে তিনি কোনো কাল্পনিক সমস্যার কাল্পনিক সমাধানের আকর বলে মনে করতেন না। তিনি মনে করতেন, দর্শনের কাজ হওয়া উচিত ছিল বিজ্ঞানের ব্যাখ্যা করা। মানুষের ভাষাকে বিশ্লেষণ করে তাকে ভাব প্রকাশের সঠিক বাহনে পরিণত করার চেষ্টা করাও দর্শনেরই কাজ। বারট্রান্ড রাসেল ছিলেন মানবতাবাদী দার্শনিক।

তিনি ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। যুদ্ধবিরোধী এবং পরমাণু অস্ত্রবিরোধী ভূমিকার জন্য ১৯৫৮ এবং ১৯৬১ সালে কিছু দিনের জন্য কারাগারে পাঠানো হয় তাকে। ১৯৫৫ সালে আইনস্টাইনকে সঙ্গে নিয়ে পরমাণু অস্ত্রবিরোধী একটি প্রচারপত্র প্রকাশ করেন।

১৯১০ থেকে ১৯১৩ সালের মধ্যে বারট্রান্ড রাসেল ইংরেজ গণিতবিদ আলফ্রেড নর্থ হোয়াইটহেডের সঙ্গে যৌথভাবে তিন খন্ডে Principia Mathematica নামে একটা বই লেখেন। Introduction to Mathematical Philosophy : 1971, A History of Western Philosophy : 1945, Conquest of Happiness : 1930, German Social Democracy : 1985, Marriage and Morals : 1929, Why I am not a Christian :1927তার উল্লেখযোগ্য বই। মৃত্যুর কয়েক বছর আগে তিন খন্ডে তার আত্মজীবনী প্রকাশিত হয়।

ইন্টারনেট

আরও খবর

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ , ২ শ্রাবন ১৪২৫, ১২ জিলকদ ১৪৪০

বারট্রান্ড রাসেল

জন্ম : ১৮ মে, ১৮৭২, যুক্তরাজ্য

মৃত্যু : ২ ফেব্রুয়ারি, ১৯৭০, যুক্তরাজ্য

বারট্রান্ড রাসেল ২০ শতকের ইংরেজ দার্শনিক, সাহিত্যিক, গণিতবিদ, শিক্ষাবিদ। গাণিতিক যুক্তিবিদ্যা এবং বিশ্লেষণী দর্শনে তার অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। দর্শনকে তিনি কোনো কাল্পনিক সমস্যার কাল্পনিক সমাধানের আকর বলে মনে করতেন না। তিনি মনে করতেন, দর্শনের কাজ হওয়া উচিত ছিল বিজ্ঞানের ব্যাখ্যা করা। মানুষের ভাষাকে বিশ্লেষণ করে তাকে ভাব প্রকাশের সঠিক বাহনে পরিণত করার চেষ্টা করাও দর্শনেরই কাজ। বারট্রান্ড রাসেল ছিলেন মানবতাবাদী দার্শনিক।

তিনি ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। যুদ্ধবিরোধী এবং পরমাণু অস্ত্রবিরোধী ভূমিকার জন্য ১৯৫৮ এবং ১৯৬১ সালে কিছু দিনের জন্য কারাগারে পাঠানো হয় তাকে। ১৯৫৫ সালে আইনস্টাইনকে সঙ্গে নিয়ে পরমাণু অস্ত্রবিরোধী একটি প্রচারপত্র প্রকাশ করেন।

১৯১০ থেকে ১৯১৩ সালের মধ্যে বারট্রান্ড রাসেল ইংরেজ গণিতবিদ আলফ্রেড নর্থ হোয়াইটহেডের সঙ্গে যৌথভাবে তিন খন্ডে Principia Mathematica নামে একটা বই লেখেন। Introduction to Mathematical Philosophy : 1971, A History of Western Philosophy : 1945, Conquest of Happiness : 1930, German Social Democracy : 1985, Marriage and Morals : 1929, Why I am not a Christian :1927তার উল্লেখযোগ্য বই। মৃত্যুর কয়েক বছর আগে তিন খন্ডে তার আত্মজীবনী প্রকাশিত হয়।

ইন্টারনেট