শেষ হলো ইসেট ল্যাপটপ মেলা

ক্রেতা-বিক্রেতার সন্তুষ্টিতে শেষ হলো তিন দিনের জমজমাট ‘ইসেট ল্যাপটপ ফেয়ার ২০১৯’। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ১১-১৩ জুলাই পর্যন্ত চলে প্রযুক্তি পণ্যের সবচেয়ে বড় এই আসরটি। মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, তিন দিনই খুব ভালো বেচা-বিক্রি হয়েছে।

মেলার ছিল ল্যাপটপের সঙ্গে নানা ধরনের উপহার, ছাড় এবং অফার। ল্যাপটপ কিনে অনেক ক্রেতা কার্ড স্ক্র্যাচ করে পেয়েছেন ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, অনেকে পেয়েছেন নানা ধরনের উপহার। মেলা শেষে এইচপি ল্যাপটপের র‌্যাফেল ড্রতে এক ক্রেতা পেয়েছেন ১ লাখ টাকা। এক্সপো মেকারের আয়োজনে এটি ছিল দেশের ২১তম ল্যাপটপ প্রদর্শনী। মেলায় ডেল, আসুস, এইচপি, লেনোভো, ওয়ালটন, আইলাইফ, চুই ব্র্যান্ডের ল্যাপটপ কিনেছেন ক্রেতারা। এ ছাড়াও, ইসেট এবং ক্যাসপারেস্কির অ্যান্টিভাইরাস-সিকিউরিটি পণ্যসহ অ্যাক্সেসরিজও পাওয়া গেছে মেলায়। ১১ জুলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ১৭ জুলাই ২০১৯ , ৩ শ্রাবন ১৪২৫, ১৩ জিলকদ ১৪৪০

শেষ হলো ইসেট ল্যাপটপ মেলা

image

ক্রেতা-বিক্রেতার সন্তুষ্টিতে শেষ হলো তিন দিনের জমজমাট ‘ইসেট ল্যাপটপ ফেয়ার ২০১৯’। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ১১-১৩ জুলাই পর্যন্ত চলে প্রযুক্তি পণ্যের সবচেয়ে বড় এই আসরটি। মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, তিন দিনই খুব ভালো বেচা-বিক্রি হয়েছে।

মেলার ছিল ল্যাপটপের সঙ্গে নানা ধরনের উপহার, ছাড় এবং অফার। ল্যাপটপ কিনে অনেক ক্রেতা কার্ড স্ক্র্যাচ করে পেয়েছেন ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, অনেকে পেয়েছেন নানা ধরনের উপহার। মেলা শেষে এইচপি ল্যাপটপের র‌্যাফেল ড্রতে এক ক্রেতা পেয়েছেন ১ লাখ টাকা। এক্সপো মেকারের আয়োজনে এটি ছিল দেশের ২১তম ল্যাপটপ প্রদর্শনী। মেলায় ডেল, আসুস, এইচপি, লেনোভো, ওয়ালটন, আইলাইফ, চুই ব্র্যান্ডের ল্যাপটপ কিনেছেন ক্রেতারা। এ ছাড়াও, ইসেট এবং ক্যাসপারেস্কির অ্যান্টিভাইরাস-সিকিউরিটি পণ্যসহ অ্যাক্সেসরিজও পাওয়া গেছে মেলায়। ১১ জুলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। সংবাদ বিজ্ঞপ্তি।