কাবিননামার পাঁচ নম্বর বিধি কেন অবৈধ নয়

হাইকোর্টের রুল

কুমারী, বিধবা কিংবা তালাকপ্রাপ্ত কি নাÑ এ সংক্রান্ত বিয়ের কাবিননামার ৫ নম্বর কলামটি রাখা বা তুলে দেয়ার বিষয়ে মতামত জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবকে অনুরোধ জানিয়েছেন হাইকোর্ট। আগামী সোমবার হাজির হয়ে মতামত দিতে বলেছেন আদালত। এ সংক্রান্ত এক রুলের শুনানিকালে গতকাল বিচারপতি নাইমা হায়দার ও খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আইনুন নাহারা সিদ্দিকা। শুনানিকালে কাবিননামার ৫ নম্বর বিধির কোন প্রয়োজন নেই এবং এমন বিধি ব্যক্তির গোপনীয়তাবিরোধী বলে আইনজীবী বেলায়েত হোসেন আদালতে নিজ ব্যাখ্যা তুলে ধরেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে কাবিননামার ৫ নম্বর কলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে বাংলাদেশ লিগ্যালএইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একই সঙ্গে কাবিননামায় বর-কনের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করার নির্দেশনা চাওয়া হয়। পরে রিটের শুনানি নিয়ে কাবিননামার ৫ বিধিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন।

আরও খবর
একনেকে ৫১৪২ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্প অনুমোদন
বাংলাদেশ নারী ক্ষমতায়নের প্রকৃষ্ট উদাহরণ
২৫-৩১ জুলাই পর্যন্ত মশক নিধন সপ্তাহ
রংপুরেই সাবেক স্বৈরশাসক এরশাদের লাশ দাফন
২০২১ সালের মধ্যে রপ্তানি আয়ের লক্ষ্য ৬ হাজার কোটি ডলার
চীনা ডেমো ট্রেন আর কিনবে না সরকার
৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
দেশজুড়ে গুম খুন-ধর্ষণ মহামারী
জঙ্গি সংগঠন ধ্বংস করেছি, মতাদর্শ রয়ে গেছে
চার বছর পর পলাতক আসামি গ্রেফতার
সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর
রাষ্ট্রপতির ক্ষমার ১০ বছর পর মুক্তি পেলেন আজমত আলী
খুলনায় ক্ষুদের খাল খননে হরিলুট
কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত পুলিশ সার্জেন্ট কিবরিয়ার মৃত্যু
বিয়ের আনন্দবাড়ি বিষাদে পরিণত

বুধবার, ১৭ জুলাই ২০১৯ , ৩ শ্রাবন ১৪২৫, ১৩ জিলকদ ১৪৪০

কাবিননামার পাঁচ নম্বর বিধি কেন অবৈধ নয়

হাইকোর্টের রুল

নিজস্ব বার্তা পরিবেশক

কুমারী, বিধবা কিংবা তালাকপ্রাপ্ত কি নাÑ এ সংক্রান্ত বিয়ের কাবিননামার ৫ নম্বর কলামটি রাখা বা তুলে দেয়ার বিষয়ে মতামত জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবকে অনুরোধ জানিয়েছেন হাইকোর্ট। আগামী সোমবার হাজির হয়ে মতামত দিতে বলেছেন আদালত। এ সংক্রান্ত এক রুলের শুনানিকালে গতকাল বিচারপতি নাইমা হায়দার ও খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আইনুন নাহারা সিদ্দিকা। শুনানিকালে কাবিননামার ৫ নম্বর বিধির কোন প্রয়োজন নেই এবং এমন বিধি ব্যক্তির গোপনীয়তাবিরোধী বলে আইনজীবী বেলায়েত হোসেন আদালতে নিজ ব্যাখ্যা তুলে ধরেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে কাবিননামার ৫ নম্বর কলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে বাংলাদেশ লিগ্যালএইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একই সঙ্গে কাবিননামায় বর-কনের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করার নির্দেশনা চাওয়া হয়। পরে রিটের শুনানি নিয়ে কাবিননামার ৫ বিধিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন।