২৫-৩১ জুলাই পর্যন্ত মশক নিধন সপ্তাহ

ডেঙ্গু থেকে রক্ষায় আগামী ২৫-৩১ জুলাই পর্যন্ত মশক নিধন সপ্তাহের আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ। মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের সেøাগান নির্ধারণ করা হয়েছে- ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।’ গতকাল সচিবালয়ে দেশব্যাপী ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯’ পালনের প্রস্তুতিমূলক সভা শেষে এই তথ্য জানান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে ডেঙ্গুতে তিন হাজারের বেশি লোকের আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এশিয়ার অন্য দেশে মৃত্যুবরণের তথ্য আছে, বাংলাদেশেও দুঃখজনক এই রকম কিছু ঘটনা ঘটেছে। এগুলো আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক বলে মনে হয়। এজন্য স্থানীয় সরকার বিভাগ থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত দেয়া হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদÑ তাদের উপর নির্দেশিত কর্মসূচি তারা পালন করছেন। স্বেচ্ছাধীন কিছু কর্মসূচিও তারা গ্রহণ করেছে। মশা নিধনের অভিযান অব্যাহত আছে। এরপরও আমরা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এজন্য সারা বাংলাদেশে একযোগে মশা নিধনের জন্য আমাদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি নির্দেশনা এরই মধ্যে এসেছে। প্রধানমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে, তিনি এত ইনোভেটিভ একটা চিন্তা করেছেন। মশাকে বৈশ্বিক সমস্যা চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের এক অঞ্চলে না বরং সব অঞ্চলে মশার প্রাদুর্ভাব আছে। ঢাকার বাইরে ডেঙ্গু মশার আক্রমণের তথ্য তেমন ব্যাপকভাবে নেই। ঢাকা ও চট্টগ্রাম আছে। সিঙ্গেল স্ট্রোক অ্যাপ্রোচের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে না। কোন সমস্যারই সমাধান হবে না। সমাধানের জন্য আমাদের মাল্টিপল অ্যাফোর্ড অ্যান্ড ক্রসসেকশনাল ভূমিকা রাখতে হবে বলে জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগ থেকে জানা গেছে, এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রীকে সভাপতি করে ২১ সদস্যের জাতীয় সমন্বয় কমিটি, মেয়রের নেতৃত্বে সিটি কর্পোরেশন কমিটি, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি, পৌরসভা মেয়রের নেতৃত্বে পৌরসভা কমিটি, উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা কমিটি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন কমিটি গঠন করা হবে। সপ্তাহ পালনের নির্দেশনা সম্বলিত একটি পরিপত্র জারি করা হবে বলেও স্থানীয় সরকার বিভাগ থেকে জানা গেছে।

আরও খবর
একনেকে ৫১৪২ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্প অনুমোদন
কাবিননামার পাঁচ নম্বর বিধি কেন অবৈধ নয়
বাংলাদেশ নারী ক্ষমতায়নের প্রকৃষ্ট উদাহরণ
রংপুরেই সাবেক স্বৈরশাসক এরশাদের লাশ দাফন
২০২১ সালের মধ্যে রপ্তানি আয়ের লক্ষ্য ৬ হাজার কোটি ডলার
চীনা ডেমো ট্রেন আর কিনবে না সরকার
৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
দেশজুড়ে গুম খুন-ধর্ষণ মহামারী
জঙ্গি সংগঠন ধ্বংস করেছি, মতাদর্শ রয়ে গেছে
চার বছর পর পলাতক আসামি গ্রেফতার
সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর
রাষ্ট্রপতির ক্ষমার ১০ বছর পর মুক্তি পেলেন আজমত আলী
খুলনায় ক্ষুদের খাল খননে হরিলুট
কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত পুলিশ সার্জেন্ট কিবরিয়ার মৃত্যু
বিয়ের আনন্দবাড়ি বিষাদে পরিণত

বুধবার, ১৭ জুলাই ২০১৯ , ৩ শ্রাবন ১৪২৫, ১৩ জিলকদ ১৪৪০

২৫-৩১ জুলাই পর্যন্ত মশক নিধন সপ্তাহ

নিজস্ব বার্তা পরিবেশক

ডেঙ্গু থেকে রক্ষায় আগামী ২৫-৩১ জুলাই পর্যন্ত মশক নিধন সপ্তাহের আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ। মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের সেøাগান নির্ধারণ করা হয়েছে- ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।’ গতকাল সচিবালয়ে দেশব্যাপী ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯’ পালনের প্রস্তুতিমূলক সভা শেষে এই তথ্য জানান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে ডেঙ্গুতে তিন হাজারের বেশি লোকের আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এশিয়ার অন্য দেশে মৃত্যুবরণের তথ্য আছে, বাংলাদেশেও দুঃখজনক এই রকম কিছু ঘটনা ঘটেছে। এগুলো আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক বলে মনে হয়। এজন্য স্থানীয় সরকার বিভাগ থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত দেয়া হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদÑ তাদের উপর নির্দেশিত কর্মসূচি তারা পালন করছেন। স্বেচ্ছাধীন কিছু কর্মসূচিও তারা গ্রহণ করেছে। মশা নিধনের অভিযান অব্যাহত আছে। এরপরও আমরা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এজন্য সারা বাংলাদেশে একযোগে মশা নিধনের জন্য আমাদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি নির্দেশনা এরই মধ্যে এসেছে। প্রধানমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে, তিনি এত ইনোভেটিভ একটা চিন্তা করেছেন। মশাকে বৈশ্বিক সমস্যা চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের এক অঞ্চলে না বরং সব অঞ্চলে মশার প্রাদুর্ভাব আছে। ঢাকার বাইরে ডেঙ্গু মশার আক্রমণের তথ্য তেমন ব্যাপকভাবে নেই। ঢাকা ও চট্টগ্রাম আছে। সিঙ্গেল স্ট্রোক অ্যাপ্রোচের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে না। কোন সমস্যারই সমাধান হবে না। সমাধানের জন্য আমাদের মাল্টিপল অ্যাফোর্ড অ্যান্ড ক্রসসেকশনাল ভূমিকা রাখতে হবে বলে জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগ থেকে জানা গেছে, এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রীকে সভাপতি করে ২১ সদস্যের জাতীয় সমন্বয় কমিটি, মেয়রের নেতৃত্বে সিটি কর্পোরেশন কমিটি, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি, পৌরসভা মেয়রের নেতৃত্বে পৌরসভা কমিটি, উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা কমিটি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন কমিটি গঠন করা হবে। সপ্তাহ পালনের নির্দেশনা সম্বলিত একটি পরিপত্র জারি করা হবে বলেও স্থানীয় সরকার বিভাগ থেকে জানা গেছে।