বেসিক ব্যাংকে যোগ দিলেন রফিকুল আলম

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. রফিকুল আলম। বুধবার তিনি যোগ দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর মাধ্যমে প্রায় ৮ মাস খালি থাকার পর অবশেষে এমডি পেল অনিয়মের কারণে আলোচিত এ ব্যাংকটি। এর আগে গত ২৬ জুন রফিকুল আলমকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিয়োগের ব্যবস্থা নিতে ব্যাংকের পর্ষদকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সর্বশেষ এমডি আউয়াল খান পদত্যাগ করায় গত নভেম্বর থেকে এক জিএম বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যাংকটির চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদের নেতৃত্বে গঠিত সার্চ কমিটির সুপারিশে রফিকুল আলমকে নিয়োগ দেয়া হয়েছে।

রফিকুল আলম বর্তমান দায়িত্ব গ্রহণের আগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ , ৪ শ্রাবন ১৪২৫, ১৪ জিলকদ ১৪৪০

বেসিক ব্যাংকে যোগ দিলেন রফিকুল আলম

অর্থনৈতিক বার্তা পরিবেশক

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. রফিকুল আলম। বুধবার তিনি যোগ দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর মাধ্যমে প্রায় ৮ মাস খালি থাকার পর অবশেষে এমডি পেল অনিয়মের কারণে আলোচিত এ ব্যাংকটি। এর আগে গত ২৬ জুন রফিকুল আলমকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিয়োগের ব্যবস্থা নিতে ব্যাংকের পর্ষদকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সর্বশেষ এমডি আউয়াল খান পদত্যাগ করায় গত নভেম্বর থেকে এক জিএম বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যাংকটির চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদের নেতৃত্বে গঠিত সার্চ কমিটির সুপারিশে রফিকুল আলমকে নিয়োগ দেয়া হয়েছে।

রফিকুল আলম বর্তমান দায়িত্ব গ্রহণের আগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।