জনপ্রিয় ধারাবাহিক নাটক টিরিগিরি টক্কা (সিজন ২)

বাংলাদেশে শিশু-কিশোরদের জন্য দুরন্ত টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক ‘টিরিগিরি টক্কা’। শুরুর দিকে প্রচারের পরই শিশু-কিশোর মহলে নাটকটি বেশ প্রশংসিত হয়। জনপ্রিয়তার কারণে দুরন্ত টিভিতে এখন প্রচারিত হচ্ছে নাটকটির ২য় সিজন। ধারাবাহিক এই নাটকটি প্রচারিত হয় রবি থেকে বৃহ¯পতিবার, দুপুর ১টা ৩০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে। ‘টিরিগিরি টক্কা’ একটি আকর্ষণীয় ও রোমাঞ্চকর শিশুতোষ ধারাবাহিক নাটক। মজার মজার ঘটনাগুলোর মধ্য দিয়ে পৃথিবীকে রক্ষার ক্ষুদ্র প্রচেষ্টাগুলো তুলে ধরা হয়েছে। নাটকটিতে দেখা যাবে ক্ষুদে বিজ্ঞানী সূর্যমুখীদের বাড়িতে আবারও দূর মহাকাশ থেকে আসে ভিনগ্রহের প্রাণী, টিরিগিরি। কিন্তু সবাই অবাক হয় এ টিরিগিরি ঠিক আগের মতো নেই। সূর্যমুখী আর অদ্ভুত বদলে যাওয়া এ টিরিগিরিকে ঘিরে রহস্য ও নতুন গল্প নিয়ে নাটক টিরিগিরি টক্কা (সিজন ২)। ধারাবাহিক এ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ আদনান ফারুক হিল্লোল, শামিমা তুষ্টি, নুসরাত জাহান নদী, তুর্য, ইরা, সুজাত শিমুলসহ অনেকে। এবারের নাটকটি রচনা করেছেন মারুফা ইয়াসমিন অন্তরা এবং পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন সুজন।

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ , ৪ শ্রাবন ১৪২৫, ১৪ জিলকদ ১৪৪০

জনপ্রিয় ধারাবাহিক নাটক টিরিগিরি টক্কা (সিজন ২)

বিনোদন প্রতিবেদক

image

বাংলাদেশে শিশু-কিশোরদের জন্য দুরন্ত টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক ‘টিরিগিরি টক্কা’। শুরুর দিকে প্রচারের পরই শিশু-কিশোর মহলে নাটকটি বেশ প্রশংসিত হয়। জনপ্রিয়তার কারণে দুরন্ত টিভিতে এখন প্রচারিত হচ্ছে নাটকটির ২য় সিজন। ধারাবাহিক এই নাটকটি প্রচারিত হয় রবি থেকে বৃহ¯পতিবার, দুপুর ১টা ৩০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে। ‘টিরিগিরি টক্কা’ একটি আকর্ষণীয় ও রোমাঞ্চকর শিশুতোষ ধারাবাহিক নাটক। মজার মজার ঘটনাগুলোর মধ্য দিয়ে পৃথিবীকে রক্ষার ক্ষুদ্র প্রচেষ্টাগুলো তুলে ধরা হয়েছে। নাটকটিতে দেখা যাবে ক্ষুদে বিজ্ঞানী সূর্যমুখীদের বাড়িতে আবারও দূর মহাকাশ থেকে আসে ভিনগ্রহের প্রাণী, টিরিগিরি। কিন্তু সবাই অবাক হয় এ টিরিগিরি ঠিক আগের মতো নেই। সূর্যমুখী আর অদ্ভুত বদলে যাওয়া এ টিরিগিরিকে ঘিরে রহস্য ও নতুন গল্প নিয়ে নাটক টিরিগিরি টক্কা (সিজন ২)। ধারাবাহিক এ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ আদনান ফারুক হিল্লোল, শামিমা তুষ্টি, নুসরাত জাহান নদী, তুর্য, ইরা, সুজাত শিমুলসহ অনেকে। এবারের নাটকটি রচনা করেছেন মারুফা ইয়াসমিন অন্তরা এবং পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন সুজন।